আসলে যেকোনো নতুন বিজনেসে প্রথমে যারা আসে তারা অনেক ত্যাগ ও কষ্ট স্বীকার করে ঐ বিজনেসে সাফল্য অর্জন করে। এরপর যারা ঐ বিজনেসে আসে তারা পুরাতনদের সাহায্য পায় যেটা আগের জনেরা কারো কাছে পায়নি। তবে আস্তে আস্তে নিয়ম-কানুনের অনেক পরিবর্তন আসে। কিন্তু যারা এইসব প্রতিকুল পরিস্থিতির মধ্যে দিয়ে টিকে যায় তারাই একসময় সাফল্য অর্জন করে।