ফরেক্স বিশ্বের সবচেয়ে বড় অর্থবাজার। যারি প্রতিদিন লেনদেন হয় প্রায় ৫ ট্রিলিয়ন ডলার। এ মার্কেট এতটা বড় যে কোন জাতি, গোষ্ঠি বা কোন দেশও এটাকে কন্ট্রোল করতে পারে না। এই মার্কেট এ বিশ্বের সব কেন্দ্রীয় ব্যাংক, বড় বড় অর্থণৈতিক প্রতিষ্ঠান, বড় বড় ট্রেডার থেকে শুরু করে আমাদের মত ছোট ছোট ট্রেডারও ট্রেড করছেন প্রতিদিন, প্রতিটি মূহুর্ত। ছেলে মেয়ে উভয়েই এই বিজনেসটা করতে পারবেন। তাই কেহ যদি এটাকে একটু গুরুত্ব সহকারে সবকিছু সঠিকভাবে শিখে করতে পারে তাহলে সেই ব্যক্তি তার লাইফকে স্বাবলম্বি করতে সক্ষম হবে।