-
ফরেক্স মার্কেটে মানি ম্যানেজম্যান্ট এর গুরত্ব কতটুকু এটা লস না করলে বুঝা যায় না। আপনি একজন নতুন ট্রেডার আপনি দেখেন্ ্অন্য ট্রেডার ভালো লাভ করতেছে কিন্তু সে তুলনায় আপনার লাভ খুবঈ কম তখন আপনি লিভারেজ বাড়িয়ে বেশ লটে ট্রেড করা শুরু করবেন কোন মানি ম্যানেজমেন্ট অনুসরন ছাড়া । কিন্তু আপনি দেখবেন আপনার ট্রেডে লস তখন আপনার যে লস হল সেটা খুব ্অল্প সময়ে আপনার ব্যালেন্সকে শূন্য করে দিবে। কিন্তু আপনি যদি মানি ম্যানেজম্যান্ট ্অনুসরন করতেন তাহলে আপনার েএরূপ হত না।
-
কথায় আছে মানি হয় দিতীয় ঈশ্বর ।এখান হতে বুঝা যায় মানি ম্যনজমেন্ট কতটা গুরুতপূর্ন।
-
আপনি কোন ব্যাবসাতে যত বড় পারদর্শীই হোন না কেন, যত বড় ধনীই হোন না কেন আপনি যদি বিনিয়োগ করার সময় জথাজথ পরিকল্পনা না করেন তাহলে আপনার সেই সেই বিনিয়োগে লস করার সম্ভাবনা ৯০ ভাগ। অপরিকল্পিত কোন ট্রেড ফরেক্সে আপনার জন্য আরও অনেক ঝুঁকিপূর্ণ। মানি ম্যানেজমেন্ট ছাড়া একটি ট্রেডই আপনার সম্পূর্ণ একাউন্ট খালি করে দিতে পারে।
-
মানি ম্যানেজমেন্ট ফরেক্স ব্যবসায় ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ন একটি প্রকৃয়া । মানি ম্যানেজমেন্ট মনলে আপনি অতি সহজে লাভ করতে পারবেন ।
-
Money management is very important for Forex business. if we don't have management on money loss ma come quickly. so for safe business better management is essential for us.
-
ফরেক্স মার্কেটে সফলভাবে টিকে থাকতে হলে মানি ম্যানেজমেন্টের গুরুত্ব বলে শেষ করা যাবে না। এখানে সেই সফল ট্রেডার যার মানি ম্যানেজমেন্ট ভালো প্রক্রিয়ায় চলে তাই আমাদেরকে সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট করা শিখতে হবে।
-
ফরেক্সে মানি ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কেননা এই ট্রেডের সফলতা ও বিফলতা অনেকাংশে এটির উপর নির্ভর করে। তাই সকল ট্রেডারের উচিৎ মানি ম্যানেজমেন্ট সঠিকভাবে নির্ণয় করে দেয়া।
-
ফরেক্স মার্কেটে সফলতা আনতে গেলে মানি ম্যানেজমেন্ট অনেক টা গুরুত্বপূর্ন
-
মানি ম্যনেজমেন্ট খুব গুরুত্বপূর্ন এখানে ব্যবস্থাপনা সাড়া এ ব্যবসায় সফল হওয়া সম্ভব নয়।মানি ম্যনেজমেন্ট সকল মানুষের জীবনে প্রোয়োজন।একটা মানুষ যদি তার জীবনকে ভালোভাবে চালাতে চায় তাহলে তার আয় ব্যয় হিসাব করে ব্যবস্তাপনা করতে হবে।
-
একটি ভাল মানি ম্যানেজমেন্ট ফলো করলে ক্যাপিটাল হারানোর সম্ভাবনা খুব কম থাকে। আমার সকল ট্রেড এর মধ্যে মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করি তা না হলে এখানে আমার লস হওয়ার অনেক সম্ভাবনা থেকে যায়।