ফরেক্স ট্রেড সম্পর্কে আমার খুব বেশি ধারনা নেই ।তবে যতো টুকু জানি , ঝুকিপুর্ন পেয়ার হল:eur/usd এবং usd/chf এ দুটোতে নিউজ ট্রেড করা ।তাই এ দুটি পেয়ারে ট্রেড করা থেকে বিরত আমাদের বিরত থাকা । তাছাড়া ব্যাবসার ক্ষেত্রে প্রায় ঝুকি মাথায় নিয়ে কাজ করতে হয়।
Printable View
ফরেক্স ট্রেড সম্পর্কে আমার খুব বেশি ধারনা নেই ।তবে যতো টুকু জানি , ঝুকিপুর্ন পেয়ার হল:eur/usd এবং usd/chf এ দুটোতে নিউজ ট্রেড করা ।তাই এ দুটি পেয়ারে ট্রেড করা থেকে বিরত আমাদের বিরত থাকা । তাছাড়া ব্যাবসার ক্ষেত্রে প্রায় ঝুকি মাথায় নিয়ে কাজ করতে হয়।
এক্সপার্ট না হলে নিউজ ট্রেড করে লাভ নাই। কেননা এক্স্পার্টরাই কেবল নিউজ থেকে লাভ করতে পারে। আর যে কোন নিউজ এর সময় স্পাইক করতে পারে। এটা বলা যাবে না যে কোন সময়ে কোন কারেনিস পেয়ার নিউজ এর সময় স্পাইক করবে। তবে সকল নিউজ এর সময় স্পাইক করে না।
সপ্তাহে দুই দিন বাদে ফরেক্স মার্কেটে মার্কেটে সবসময়ই মুভমেন্ট চলতে থাকে। বিশেষ করে নিউজের সময় মুভ টা বেশি হয়। আমার মতে জিবিপি ইউএসডি পেয়ারে নিউজ টাইমে ট্রেড করা বেশি ঝুকিপূর্ন । আমার ১০০ ডলারের একাউন্ট জিরো হয়েছিল এই জিবিপি ইউ এস ডি পেয়ারে নিউজ টাইমে ট্রেড করার ফলে। অবশ্য অন্যান্য পেয়ারেও এটা হতে পারে।
আপনারা লক্ষ করলে দেখতে পারবেন প্রতিদিন ফরেক্সের অনেক নিউজ, জব রিপোর্ট, স্পিচ প্রকাশিত হয়। এগুলো মার্কেটকে প্রভাবিত করে। তাই অনেকেই এই নিউজগুলো টার্গেট করে ট্রেড করে। কিন্তু আমাদের কি সব নিউজই ট্রেড করা উচিত? সব নিউজের প্রভাব বা ইম্প্যাক্ট সমান নয়। দেখা যাক কি কি ধরনের নিউজ আসে।high impact,medium impact,low impact,non economicআপনি সেখানে প্রতিটি নিউজের পাশে ওপরের ৪টি চিহ্নের একটি দেখতে পাবেন। সুতরাং, চিহ্ন দেখলেই আপনি বুঝতে পারবেন ওই নিউজের প্রভাব কি হবে এবং সে অনুসারে ট্রেড করতে পারবেন।
আমার মনে হয় নিউজ ট্রেড করাতাই ঝুঁকিপূর্ণ। অনেক সফল ফরেক্স ট্রেডার ই নিউজ ট্রেড করেনা। আমিও নিউজ ট্রেড করিনা জদিও শুরুতে অনেক করেছি সুধু ক্ষতি আর খতিই হয়েছে।
আমার মতে নতুন ট্রেডেরদের নিউজ সময় ট্রেড না করাই ভাল। নিউজ সমই ট্রেড করলে লস হবার সম্ভহবনা বেশি থাকে। তবে দক্ষ ট্রেডারগন নিউজ দেখে ট্রেড করে এবং অনেক লাভ করে।
তবে নিউজ অনুসারে ট্রেড করে ভালো ট্রেড করা সম্ভব। নিউজ ট্রেড ভালো বুঝতে পারলে একটি ট্রেডেই অনেক পিপস লাভ করা সম্ভব।
নিউজের সময় যেকোন পেয়ারই ঝুকিপূর্ণ আসলে এটা ডিপেন্ড করে নিউজের ইফেক্টের উপর। আমার দেখা সবচেয়ে হাই ইমপ্যাক্ট নিউজ ছিলো ব্রেক্সিট ইস্যুগুলো যার কারনে জিবিপি ইউএসডি পেয়ারগুলো অনেক বেশি মুভমেন্ট হয়েছিলো এবং এই ইস্যুটা নিয়েই এখনো মার্কেট উততাল থাকে। তাই জিবিপির পেয়ারগুলোই রিস্কি মনে হয় আমার কাছে।
আমার দেখা সব চেয়ে ঝুকি পূর্ণ পেয়ার হল গোল্ড। কারণ এই পেয়ারে মার্জিন লেভেল খুব নিচে নামিয়ে ফেলে যা আপনার একাউন্ট কে স্টপ আউট খাওয়াতে পারে। তাই এই পেয়ারে খুবই কনফার্ম ছাড়া ট্রেড করবেন না অথবা খুব ছোট লটে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেড করুন।
যদিও আমি একজন নতুন ট্রেডার তবে নিউজ ট্রেড করার ক্ষেত্রে আমি দেখেছি জি বি পি নিউজ বেশি রিলিজ হয় এ মার্কেট নিউজের সময় বেশি মুভ করে কিন্তু সব নিউজে মার্কেট ভালো মুভ করেনা কিছু নিউজে মার্কেট অল্প মুভ করে সেটা বিপরীত দিকে চলে যায় এতে ঐ ট্রেডে কোন ট্রেডার ট্রেড করলে তার লস হয় ।
মেজর পেয়ারের মধ্যে gbp-usd , gbp-gbp-jpy এবং মেটাল থেকে gold এ ট্রেড করা সবচেয়ে বেশী ঝুঁকিপূর্ণ বলে আমি মনে করি । এই পেয়ারগুলোতে মার্কেটে প্রতিদিন প্রচুর মুভমেন্ট করে বিধায় এখানে লাভ হলে যেমন বেশী তেমনি লস হলেও অনেক বেশী হয় । এমন কি কোন কোন সময় ট্রেড মার্জিন কল এ কেটে যায় । তাই এই পেয়ার গুলোতে ট্রেড করার আগে আমাদের ভাল করে এর মুভমেন্ট এর প্যাটার্ন সম্পর্কে এনালাইসিস করতে হবে এবং স্টপ লস ব্যবহার করা বাধ্যতামূলক ।