-
এই বছর আমার লক্ষ্য তেমন কিছুই না আমার লক্ষ্য হচ্ছে আমি ফরেক্স থেকে অনেক কিছু শিখব যাতে আমি পরের বছর ভাল ভাবে ট্রেড করে কিছু করতে পারি । মোট কথা আমি একজন ভাল মানের ট্রেডার হতে চাই সে লক্ষ্য নিয়ে আমি এই বছর ফরেক্স এ কাজ করে যাচ্ছি । যাতে ভাল কিছু করা যাই ।
-
ফরেক্স ব্যাবসা নিয়ে আমার অনেক আশা পরবর্তী ৬ মাসের মদ্দে আমি প্রতি মাসে অন্ততপক্ষে ১০০০০০ টাকা প্রফিত করবো। আর আমার অন্য ব্যাবসা গুলু চালু করবো, যা হক এই ফোরাম এর মাদ্দমাই আমি সবাই ক জানাব।
-
আমি এখনও ফরেক্সে নতুন । তাই এ বছর আমার প্রধান লক্ষ্য ফরেক্সকে ভালভাবে জানা ও শিখা।
তারপর ফরেক্স থেকে অন্য কিছু করার চিন্তা করব।
-
আসেলে সব কিছুতেই লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে কাজ করা উচিত। তাতে আমরা আমাদের সঠিক গন্তব্যে পৌছতে পারি। আমি ফরেক্স বিজনেসে নতুন। এই বছর আমার লক্ষ্য হল আমি ফরেক্স বিজনেস সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করব এবং হাতে কলমে ট্রেডিং শিখে দক্ষতা অর্জন করব। এছাড়া ছোট অংকেরেই ইনভেস্ট করে মোটামুটি বিজনেসটা আয়ত্ত্বের ভেতর আনবো। তাই আমি বর্তমানে আমার উদ্দেশ্য সফল করার জন্য প্রচুর অধ্যয়ন এবং ট্রেডারদের পেছনে ঘুরে বেড়িয়েছি।
-
এই বছর আমার লক্ষ্য হচ্ছে আমি এই বছর ফরেক্স বিষয়ে খুব ভাল করে জ্ঞান লাভ করে পরের বছর থেকে ভাল ভাবে ট্রেড করা শুরু করব । তাই আমি ফরেক্স নিয়ে এনালাইসিস করতেছি এবং ফরেক্স এ বেশি বেশি সময় দেতেছি যাতে আমি ফরেক্স এ ট্রেড করে লস না খাই ।
-
এই বছর আমার লক্ষ্য হচ্ছে আমি ফরেক্স বিষয়ে ভাল করে জেনে ফরেক্স এ কিভাবে ট্রেড করে লাভ করা যাই । ইত্যাদি বিষয়ে পরিপূর্ণ জ্ঞান লাভ করে পরের বছর বেশি বেশি ট্রেড করে ফরেক্স থাকে প্রচুর মুনাফা অর্জন করা আমার সপ্ন । আমি আমার লক্ষ্য পুরন করার জন্য আমি ফরেক্স এ পড়াশুনা করে যাচ্ছি ।
-
সব সময় ফরেক্স মার্কেট এ আমাদের কে একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনের দিকে যেতে হয় তাই আমাদের কে এই সময়ে ম্রকেত থেকে ট্রেড করতে হলে আমাদের কে বেশী করে ফরেক্স শিখতয়ে হয় এবং ফরেক্স সম্পর্কে জ্ঞানারজনয করতে হয়ে থাকে ।
-
আমার এই বছর লক্ষ্য হচ্ছে আমি ফরেক্স এ বেশি করে সময় দিয়ে তার পর ফরেক্স বিষয়ে ভাল করে জেনে আমি সাম্নের বছর থেকে ফরেক্স এ ট্রেড করব। আমি ফরেক্স বিষয়ে প্রচুর পড়াশুনা করে ভাল ভাবে জেনে তার পর ট্রেড করা শুরু করব । আমি ফরেক্স থেকে ভাল কিছু করতে চাই । তাই আমি ফরেক্স এ কাজ করতেছি ।
-
এই বছর আমার লক্ষ্য হচ্ছে যে আমি ফরেক্স বিষয়ে ভাল জ্ঞান লাভ করে তারপর আমি ফরেক্স এ ট্রেড করে ইনকাম করব । তাই আমি এই বছর আমি ফরেক্স নিয়ে পড়া শুনা করে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে তার পর ফরসক্স এ ট্রেড করে ফরেক্স থেকে ভাল কিছু করতে চাই ।
-
লক্ষ্যহীন ছাড়া চললে ফরেক্স মার্কেট এ কোন গতি পায়া যায় না তাই আমাদের মতে ফরেক্স মার্কেট থেকে ভাল কিছু করতে হলে আমাদের কে ভাল গতির জন্য বেশী করে এই মার্কেট থেকে ট্রেড করতে হবে ভাল করে জানতে হবে তবেই আমরা এখানে থেকে সব সময় লাভ করতে পারব ।