ফরেক্স এ কাজ করে আমি সাবলম্বী হতে চাই । এটা আমার সেকেন্ড পেশা হিসাবে নিতে চাই ।
Printable View
ফরেক্স এ কাজ করে আমি সাবলম্বী হতে চাই । এটা আমার সেকেন্ড পেশা হিসাবে নিতে চাই ।
ফরেক্স মার্কেটে কাজ করে আমি অনেক টাকা পয়সা অর্জন করতে চাই কারন ফরেক্স মার্কেটে আপনি যদি ভাল করে ট্রেড করতে পারেন তবে এখানেই আপনি আপনার ভাগ্য পরিবররন করতে পারেন বলে আমি মনে করি। তবে ট্রেড করার আগে আমাদের ভাল করে ফরেক্স ট্রেড শিখতে হবে।
ফরেক্সে টারগেট নিরধারন করা আয় করা কঠিন । তার পরেও আমি একজন নতুন ট্রেডার পুজিও কম তাই বরতমানে প্রতিদিন ১০ ডলার আয় করার ইছছা । তার পরে যখন পুজি বেশি হবে আমিও আরো অনেক নিয়ম শিখবো তখন বেশি আয়ের আশা থাকবে ।
আমি চাই ফরেক্স মার্কেট থেকে সব সময় ভাল করে জ্ঞান অর্জন করতে ও এ থেকে ভাল টাকা আয় করতে আমি চাই সব সময় ফরেক্স মার্কেট থেকে যাতে বেশী করে লাভ করতে পারি ফরেক্স নিয়ে আমার অনেক সপ্ন আছে আমি চাই আমার সকল সপ্ন কে ফরেক্স এর মাধ্যমে বাস্তব করতে ।
ফরেক্স এ উপার্জন করে নিজেকে স্বাবলম্ভী করে গড়ে তুলতে চাই। চাই নিজেকে একজন দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে। যদি কখনো নিজেকে দক্ষ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারি তখন অন্যকে ফরেক্স এ উৎসাহ দিব। এবং তাদেরকে ফরেক্স বিষয়ে ট্রেনিং দিয়ে তাদেরকে স্বাবলম্ভী করে গড়ে তুলতে চেস্টা করব। চেষ্টা করব সমাজের জন্য কিছু করতে।
ফরেক্স আয় করতে চাইলে আগে মার্কেটের উপোযোগি করে নিজকে গড়ে তুলতে হবে।এই মার্কেটে তাকেই উপযোগী তাকেই বলা যাই যে মার্কেট সম্পর্কে অনেক দক্ষ।তাই আমাদের ফরেক্স আয় করতে গফেলে মার্কেট সম্পর্কে দক্ষ হতে হবে।
ফরেক্স থেকে আয় করতে হলে আমি মনে করি ফরেক্স মাকেটে দক্ষতা প্রযোজন | আমি ফরেক্স মাকেটে কাজ করতে চাই আর এখান থেকে আয় করতে চাই আমি ফরেক্স থেকে প্রতিমাসে ১০০ থেকে ৩০০ ডলার আয় করতে চাই | ফরেক্স কে ঘিরে আমার অনেক সপ্ন আশা করি আমি আমার সপ্ন সফল করতে পারব |
১। পরিশ্রমি হতে হবে
২। লোভ পরিত্যগ করতে হবে।
৩। ধয্যশীল হতে হবে ।
৪। ফরেক্স শিক্ষা করতে হবে ।
৫। নিময়িত সময় দিতে হবে ।
আমি ফরেক্স থেকে অনেক আয় করতে চাই ফরেক্স থেকে আয় করে আমি ধনি হতে চাই | আমি জানি ফরেক্স থেকে আয় করা অনেক কথিন তারপর ও আমি ফরেক্স থেকে আয় করতে চাই আর আয় করে নিজে সাভল্মবি হতে চাই | আমি মনে করি ফরেক্স আমার আয়ের পথ দেখাবে |
ফরেক্সে কাজ করে আমি উপার্জন করতে চাই। তবে আমি মনে করি তাড়াহুড়া না করে আস্তে ধীরে ট্রেড করতে। আমি ফরেক্সের সকল রুলস মেনে ট্রেড করতে চাই। যত কষ্ট করতে হয় করব। তবে ফরেক্সে সফল হবই। আমার ইচ্ছা শক্তিই আমাকে সফলতার স্বাদ পেতে সাহাযা করবে। আমি হোঁচট খেয়েছি আবার উঠে দাঁড়িয়েছি। আবার চেষ্টা করে যাচ্ছি। আমি ফরেক্স থেকে ডিপোজিটের ২% আয় করতে চাই। বেশি টার্গেট আমার আশাকে ব্যর্থ করে দিতে পারে।