-
ফরেক্স মার্কেটে স্টপ লস আপনি ব্যবহার করলে আপনি বড় লস থেকে বেচে জাবেন । আপনি একদিন সকালে উথে দেক্লেন মার্কেট এ ৩০০০ পিপ্স মুভ করছে আপনি স্তপ লস ব্যবহার করেন নাই সকাল এ দেখলেন আপনার অ্যাকাউন্ট ০ । এই লস এর হাত থেকে আপনাকে বাসাই দিবে স্তপ লস তাই আপনার স্তপ লস ব্যবহার করা উচিত ।
-
মানি মেনেজমেন্টে ট্রেড লট,টেক প্রফিট- স্টপ লস খুব গুরুত্বপূর্ণ। স্টপ লস একাউন্টকে বড ধরনের লসের হাত থেকে বাচাতে পারে, লাভ লসের অনুপাত ঠিক করা থাকলে মার্কেটে দীর্ঘ সময় টিকে থাকতে পারবেন স্টপ লস আপনার ট্রেড একটি নির্দিষ্ট লসের পর বন্ধ করে দেয়
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার ক্ষেত্রে স্টপ লসের ভূমিকা অপরিসীম। স্টপ লস ব্যবহার করে আপনি অনাকাঙ্খিত লসের হাত থেকে রেহাই পাবেন। অধিকাংশ সময় স্টপ লস আপনার একাউন্টকে জিরো হওয়া থেকে রক্ষা করবে। অভিজ্ঞ ফরেক্স ট্রেডাররা সবসময় স্টপ লস ব্যবহার করে থাকে। তাই ফরেক্সে টিকে থাকার জন্য স্টপ লস ব্যবহার করা অনেক জরূরী একটি বিষয়।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে স্টপ লস খবই গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে। আমি এমন কিছু মনে করি না । আমার কাছে মনে হয় ফরেক্স অনেক ঝুঁকিপূর্ণ একটি মার্কেট আর এখান এ কাজ করা যেমন কঠিন আয় করাও অনেক কঠিন। তবে জারা অনেক অভিজ্ঞ তাদের জন্য অনেক ভাল একতা ব্যবসায় বলে আমি মনে করি।
-
আমি বলবো ফরেক্স মার্কেটে স্টপ লস অনেক গুরুপ্তপূণ ভূমিকা পালন করে থাকে । আমরা যারা ট্রেডার অনেকের অনেক রকম কাজের মধ্যে আমরা ফরেক্স এ ট্রেড করে থাকি ।
এমনও অনেক সময় আছে আমরা সব সময় মার্কেটে বসে থাকতে পারি না সে ক্ষেত্রে আমরা যদি মার্কেটে আপ-ডাউন হয় তাহলে তা আমরা বন্ধ করতে পারি না , সেই কারনে অনেকে এই স্টপ লস এর ব্যবহার করে থাকে ।
এতে করে ট্রেডার গন অনেক সুবিধা বোগ করে থাকে ।
-
আমি বলবো ফরেক্স বিজনেস এমন একটি বিজনেস আপনি দেখলেন এখন লাভ করতে পারবেন।কিন্তু একটু পরে দেখেন লস হচ্ছে তাই এটা যেনো বেশি না হতে পারে সেজন্য আপনি স্টপ লস ব্যাবহার করতে পারেন।আর স্টপ লস ব্যাবহার করলে আপনার ক্ষতি কম হবে।তাই আমি মনে করি আপনি যখন ট্রেড করবেন স্টপ লস টেক প্রফিট ব্যাবহার করতে পারেন।
-
নিরাপদ প্রহরী যে ভূমিকা পালণ করে স্টপ লস তার ব্যতিক্রম নন । কারণ স্টপ লস দিলে অার কোন টেনশন থাকে না । অামরাও চাই সকলেই টেনশনমুক্ত ফরেক্স মার্কেটে থাকতে তাহলেই অামরা লাভ বেশী করতে পারব । টেনশন থাকলে কোন কাজ করে সুবিধা করা যায় না ।
-
আমি বোধয় দশ বারের কম নয় একাউন্ট শূন্য করেছি। একাউন্ট শুন্য এর কারন স্টপ লস। স্টপ ছাড়া ট্রেডিং কি হবে। একাউন্ট জিরো হবেই। কারন মার্কেট তো আর এক জায়গায়ে থাকে না। বাজারের দাম উঠানামা করে। তাই প্রাইচ ও পরিবর্তন হয়।
-
প্রথমেই বলতে স্টপ লস যদি ফরেক্স এ না থাকতো তাহলে ফরেক্স এ টিকে থাকা কঠিন হয়ে যেত। কারন এত বিশাল একটা মার্কেট এ সামান্য একজন ট্রেডার কি করতে পারেবে। যেখানে প্রতিদিন ট্রিলিয়ন ডলার লেনদেন হচ্ছে। ফরেক্স এ আমরা ক্ষুদ্র ট্রেডার। স্টপ লস ব্যবহার করে আমরা লস কমাতে পারি।
-
ফরেক্স মার্র্কেটে ট্রেডিং করে সহজে ইনকাম করা যায় । স্টপ লস এর মত অপশনগুলো খুব ভালো করে ব্যবহার করতে হবে । এবং সঠিক সময়ে ব্যবহার করলে একাউন্টে এর সুফল পাওয়া যাবে । তবে তার জন্য এমনিতেই আপনি কিছু করতে পারবেন না । প্রয়োজন সঠিক ফরেক্স সম্পর্কে জ্ঞান ও সঠিক সময়ে টেকনিকেল পদক্ষেপ । আপনি যত বেশি পরিমাণে টেকনিক দিয়ে ট্রেড করবেন তত বেশি পরিমাণে ভাল ট্রেডিং করতে পারবেন । আমি মনে করি ফরেক্স স্টপ লস যে কোন কারো একাউন্ট বাঁচাতে সাহায্য করে ।