Originally Posted by
zahidbd9
লং টার্ম ট্রেডিং আমাদের জন্য অনেক বেশি উপকারী যত টা না উপকারী শর্ত টার্ম ট্রেডিং শর্ত টার্ম ট্রেডিং এ অনেক ধরনের ঝুকি থাকে যেমন মার্কেট আমাদের বিপরীতে চলে গেলে ফিরে আসা না পর্যন্ত অপেক্ষা করতে হয় আর লং টার্ম ট্রেডিং এ মার্কেট সম্পর্কে খুব ভালো করে এনালাইসিস করে নিলে যদি ট্রেড বিপরীতে যায় ও তাহলেও সমসসা নেই কেননা লস কম হয় এবং একটা নির্দিষ্ট সময় পরে মার্কেট আবার আগের জায়গায় চলে আসে লং টার্ম ট্রেডিং এ খুব ভালো করে চিন্তা করে ট্রেড এন্ট্রি নেওয়া যায় এবং ট্রেড ওপেন করে চিন্তা মুক্ত থাকা যায় এবং প্রফিট হলে সেটা অনেক বেশি পরিমানে হয়ে থাকে তাই আমার মতে লং টার্ম ট্রেড এর সুবিধা গুলো অনেক বেশি অসুবিধার চেয়ে এবং কম রিস্কি মনে হয়