-
আমার কাছে কখনই এমটি মনে হয়নি কারন আমরা সময় ব্যায় করি অর্থ উপার্জনের জন্য আর আমি মনে করি ফরেক্স ট্রেডিং এমন একটি আয়ের মাধ্যম যেখান থেকে অনেক ভাল প্রফিট আয় করা সম্ভাব যা অনেক ভাল পেশায় থেকেও আয় করা যায় না সে দিক দিযে বিবেচনা কররে ফরেক্স ট্রেডিংযে সময় ব্যায় বা অপচয় হয় এমনটি কোন ভাবেই বলা যাবে না।
-
ফরেক্সে সময় নষ্ট বলে কোন কিছু নেই,আপনি যদি ডেমো ট্রেড ও করতে থাকেন তাতেও আপনার অভিজ্ঞতা বাড়ছে যা ভবিষ্যৎ এ আপনাকে একজন সফল ট্রেডার হতে সাহায্য করবে।
-
আমার জীবনের মূল্যবান সময় ব্যয় করার সময় আমাকে অবশ্য লক্ষ্য রাখতে হবে যে আমি যেন এ সময় ব্যয় করে কিছু অর্জন করতে পারি। জ্ঞান আরোহন ও দক্ষতা অর্জনের উদ্দেশ্যে নিয়ে যদি আমি ফরেক্স শিখি তবে অবশ্যই এ সময় ব্যয় করার ফলাফল পাবো।তাই আমি মনে করি ফরেক্স করে আমি আমার মূল্যমান সময় নষ্ট করতেছি না বরং আমি আমার সময়কে ফরেক্স এ ব্যবহার করে ফরেক্স থেকে শিখতেছি যা আমার জীবনে কাজে লাগবে ।
-
ফরেক্স ব্যবসা করে আমি আমার মূল্যবান সময় নষ্ট করছি না বরং আমি আমার মূল্যবান সময় এই ফরেক্স ব্যবসায় দিতেছি । কারণ এই ফরেক্স ব্যবসা করে আমি আমার লক্ষ্যে পৌছেছি এবং আমি আমার চাহিদা এই ফরেক্স ব্যবসার মাধ্যমে মেটাতে সক্ষম হয়েছি । সুতরাং আমি বলব যে , আমার জীবনের উন্নতির একমাত্র পথ হল এই ফরেক্স ব্যবসা ।
-
ফরেক্স মার্কেট এ কাজ করলে মাআর সময় নষ্ট হবে বলে আমি মনে করি না । কারন ফরেক্স এ কাজ করলে আমারা আমাদের জীবনকে উন্নত করতে পারবো। ফরেক্স দিয়ে আমারা টাকা ইনকাম করতে পারবো। ফরেক্স একটি উন্মুক্ত পেশা আপনি যখন চান থখন কাজ করতে পারবেন। আপনি ঘরে বসে কাজ করতে পারবেন। আপনার যদি আর কোন কাজ থাকে ওই খানে বসে কাজ করতে পারবেন । তবে এটা আপনার কোন সময় নষ্ট করবে না। আপানাকে অবশ্যই ফরেক্স সম্পর্কে ধারণা নিয়ে মার্কেট দুক্তে হবে।
-
না, আমি মনে করি এইটা একটা ব্যবসা যা আমাকে জীবিকা র্নিবাহ করতে সাহায্য করে তবে, আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে উপার্জন করতে পারি আমার মতে যদি ভালো ভাবে ট্রেড করে প্রফিট করা যায় তাহলে ফরেক্স ট্রেডিং কে সময়ের অপচয় বলা যাবে না কিন্তু যদি আমরা ভালো করে ফরেক্স না শিখে ট্রেড করি, ফলে অনেক সময় লস করি !
-
সময় মূল্যবান এটা ঠিক কিন্তু ফরেক্সে এ যখন এসেছি তখন সময় তো কিছু দিতে হবে। জীবনকে সুন্দর করতে যে কোন কাজ তো আমাকে করতে হবে। আমি ফরেস বেছে নিয়েছি।
-
আমি মনেকরি আপনার যদি ফরেক্স বিষয়ে ভাল জ্ঞান থাকে তাহলে আপনি ফরেক্স থেকে ভাল কিছু করতে পারবেন আশা করি । তাই আমি বলব আমাদের সবাইকে ফরেক্স এ কাজ করা উচিত ও ফরেক্স শিক্ষা উচিত ।যেহুতু আপনি লাভের জন্য কাজ করেন তাহলে তা কিন্তু সময় নষ্ট বলা যাবে না।
-
আসলে যারা ফরেক্স এর পিছনে সময় ব্যয় করছেন তাদের পরিশ্রম বিফ্লে যাবে না । আমি একবছর থেকে ফরেক্সে আছি । আমি ফরেক্সের সব কিছু না জানলেও অনেক কিছু জানি । তাই আমি বলব , যারা ফরেক্সকে আপনার উপার্জনের পথ হিসেবে বেছে নিতে চান নিতে পারেন । ফরেক্স অনেক সম্ভাবনাময় । আপনি এখান থেকে ভালো আয় করে আপনার পরিবারের সবার চাহিদা পুরন করতে পারবেন । আপনার পরিশ্রম বৃথা যাবে না । আর ফরেক্স করে আপনি আপনার পরিবারকে অনেক সময় দিতে পারবেন ।
-
প্রায় সকল ব্রোকারেই লেখা থাকে যে ফরেক্স রিস্কি। আপনি যেকোন সময় আপনার ডিপোজিট হারিয়ে ফেলতে পারেন।আবার অনেক সময় অনেক ভাল ভাল ট্রেডারা পর্যন্ত তাদের ডিপোজিট হারিয়ে ফেলে।তাই রিস্কটাকে সকলকে মেনে চলতে হয়।সুতরাং যেহেতু এটা ব্যবসা সেহেতু এটা আগে ভালভাবে শিখতে হবে।তারপর তা প্রোফেশনাল ট্রেডারদের মত ট্রেড করে ভাল একটা আয় করা সম্বব।