আশা করি জাদের ৮ আতবা তার চেয়ে বেশি তারা আমাদেরকে আভিজ্ঞতা শেয়ার করবেন ,আমরা জেন ভাল ত্রাদের হতে পারি,আবং আপনাদের মতেও আয় করতে পারি।
Printable View
আশা করি জাদের ৮ আতবা তার চেয়ে বেশি তারা আমাদেরকে আভিজ্ঞতা শেয়ার করবেন ,আমরা জেন ভাল ত্রাদের হতে পারি,আবং আপনাদের মতেও আয় করতে পারি।
ফরেক্স শেখায় এমন আইটি প্রতিষ্ঠান আছে নাকি জানতাম না । আমার মনে হয় এই ফোরামটাই যথেষ্ট যদি শেখার আগ্রহ এবং ধৈর্য থাকে । সব বিষয়ে অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন । আর ধীরে ধীরে শেখাটাই উত্তম ।
আমার কাছে ফরেক্স ব্যবসা খুব ভাল রাগে। কারণ বর্তমান সময়ে আধুনিক কয়েকটি ব্যবসার মধ্যে ফরেক্স একটি। এই ব্যবসার করলে আপনি কারো কাছে জবাব দিহিতা করা লাগবে না। অামি এখনো শিখতেছি এবং নিজেকে অবিজ্ঞাতাঅর্জন করার চেস্টা করতেছি।
ফরেক্স ব্যবসা করে আমি যে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা থেকে বলা জায় যে ফরেক্স ব্যবসা করে সফলতা হয়া জায় তবে ফরেক্স ব্যবসা করতে গেলে বেশি লভ করলে হবে না কারন ফরেক্স মার্কেটে আমরা জারা ফরেক্স ট্রেড করি তারা বেশির ভাগ লক লভ করি ।
অভিজ্ঞতা থেকেই আবার আমরা নতুন করে প্রেরণা লাভ করি। এর মাধ্যমে আমি আবার নিজেকে নতুন করে খুজে পাই। আর ফরেক্স ট্রেডিং এর জন্য অভিজ্ঞতা খুবই প্রয়োজনীয় একটি বিষয়। আগে থেকে কোন ধারনা না থাকলে এখানে সফল হওয়া কঠিন। অভিজ্ঞতা না থাকলে লাভের চেয়ে লসের সবম্ভনাই বেশী।
ফরেক্স ব্যবসায় আমার অভিজ্ঞতা সম্পর্কে বলতে গেলে ফরেক্স মার্কেট সম্পর্কে আমি জা জানতে পেরেছি বা আমি শিখেছি তা থেকে ফরেক্স করতে গেলে অনেক বেশি অভিজ্ঞতা অর্জন না করে ফরেক্স করা জায় না ফরেক্স করতে গেলে অনেক বেহি করে শিখতে হবে তারপর ফরেক্স মার্কেটে ব্যবসা করতে হবে ফরেক্স মার্কেটে ।
আমি আমার এক বড় ভায়ের কথায় ফরেক্স এর কাজ শুরু করেছি কিন্তু এর সম্পর্কে আমি ও এত ভালো করে জানি না। আমি এখনো শিখার চেষ্টা করছি....................
ফরেক্স ব্যবসা করে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পেরেছি যে ফরেক্স করতে হলে কোন ফরেক্স ট্রেডারের অনেক অভিজ্ঞতা অর্জন করে ফরেক্স মার্কেটে ব্যবসা করতে আস্তে হবে ফরেক্স মার্কেটে লভ করা যাবে না লভ করলে ফরেক্স ট্রেডার ধংশ হয়ে যাবে ফরেক্স মার্কেটে কোন ইমশঙ্কে ধরে রাখা যাবে না ।
আমি ফরেক্স এ নতুন ।আমি মনে করি ফরেক্স একটি আধুনিক ব্যবসা । আপনি ফরেক্স এ যদি সফল ভাবে ব্যবসা করতে চান তাহলে আপনাকে ফরেক্স বিষয়ে জানতে হবে। আপনি ডেমো জত ভাল করে করেন ফরেক্স এ আপনি তত ভাল অভিজ্ঞতা হতে পারবে । ডেমো আর ফরেক্স মার্কেট এর নিউজ সব সময় রাখতে হবে আপনাকে তবেই আপনি ফরেক্স এ ভাল করতে পারবেন
আমি ফরেক্স এ নতুন তাই তেমন কন অভভিগত্তা নাই। তবে ডেম আক্কাউন্ত করে কিচূটা ধারনা পাইচ্চী।আসা করে ডেম আচ্চউন্ত তা ভাল ভাবে শিক্তে পারেলে মুল টেড় ভালভাবে করতে পারব।