-
আমি খুববেশী দিন হল কাজ করি না তবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার এর অর্থনৈতিক সম্পর্কে ভালভাবে জানতে হবে। ট্রেডাদের যদি অর্থনীতির সম্পর্কে জ্ঞান না থাকে তবে সে কখনোই একজন সফল ট্রেডার হতে পারবে না। শুধু নিজ দেশের অর্থনিতির বাজার নয় বহিবিশ্বের অর্থনিতির বাজার সম্পর্কেও তার বিপুল ধারনা রাখা গুরুত্বপূর্ণ। একজন ট্রেডার যত বেশি অর্থনিতির অবস্থানগুলো সম্পর্কে ভাল জানতে পারবে সে তত বেশি ফরেক্স মার্কেটে ভাল লাভবান হতে পারবে।
-
ফরেক্স ট্রেডাদের যদি অর্থনীতির সম্পর্কে জ্ঞান না থাকে তবে সে কখনোই একজন সফল ট্রেডার হতে পারবে না। তাই একজন ট্রেডারের অর্থনীতির সম্পর্কে জ্ঞান থাকা একান্ত জরুরী । আর তার এষ্টিমেট মোতাবেক কাজ পরিচালনা করা উচিত।
-
ফরেক্স মাকেটে একজন ট্রেডারের ট্রেড করার জন্য অথনৈতিক সমন্ধে ধারনা থাকাটা খুবই জরুরী।ফরেক্স মাকেটে যেকোন সময় কারেন্সির অথাৎ মুদ্রার দাম কমে অথবা বেড়ে যায়।এই কারেন্সির মুভমেন্ট দেশের অথনীতির উপর নিভর করে। সামাজিক এছাড়াও বিভিন্ন ধরনের খবরখবর প্রকাশিত হয় আর তার উপর ভিত্তি করে ফরেক্স মার্কেটে উক্ত কারেন্সিগুলো মুভমেন্ট করে থাকে। তাই আমার মতে প্রত্যেক ট্রেডারের উচিত অর্থনৈতিক বিষয়গুলো সম্পর্কে সকলে ধারণা রাখা উচিত।
-
ফরেক্স হচ্ছে এমটি মুদ্রার বাজার। আর আপনি যখন মুদ্রার বাজারে মুদ্রা ব্যবসা করবেন তখন আপনাকেতো অবশ্যই ভালভাবে অর্থনীতির সম্পর্কে জ্ঞানী হতে হবে।অাপনাকে জানা দরকার ভালো ট্টেডার কে কোন ট্টেডার মাধ্যমে সুডোগ সুবিধা বেশি দিয়ে থাকে এর জন্য ইন্সাটা ফরেক্স সবার জন্য ভালো এটা অামার খুব ভালো লাগে এতে অনেক সুবিধা অাছে ৷ অামিও এটা করি ৷
-
একজন ট্রেডারের ট্রেড করার জন্য অথনৈতিক সমন্ধে ধারনা থাকাটা খুবই জরুরী।ফরেক্স মাকেটে যেকোন সময় কারেন্সির অথাৎ মুদ্রার দাম কমে অথবা বেড়ে যায়।এই কারেন্সির মুভমেন্ট দেশের অথনীতির উপর নিভর করে।তাই আপনি যদি অথনৈতিক অবস্হা সমন্ধে ভাল জ্ঞান অজন করতে পারেন তাহলে ফরেক্স মাকেট হতে সহজে সফল হতে পারবেন।এটা এশিয়ার সব থেকে প্রথম এবং সব চেয়ে ভাল মানের ব্রোকার এর সুযোগ সুবিধা অন্যান্য গুলোর চেয়ে বেশি সেই কারনেই এটি প্রথম।
-
আমার মতে একজন ভালো ফরেক্স ট্রেডার এর অর্থনৈতিক সম্পর্কে ভালো করে জানা উচিত এবং ভালো করে জেনে তা কাজে লাগাতে শবার।একজন ভালো ট্রেডার এর অর্থনৈতিক সম্পর্কে ভালো করে জানা না থাকলে সে ট্রেডার কোন দিন ফরেক্স মার্কেট এ সফল হতে পারবে না।
-
ফরেক্স চলে ইন্টারন্যাশনাল ব্যবসা ফরেক্স বিশ্বের সকল দেশে এই ব্যবসা ইন্টারন্যাশনাল হিসেবে জলের ব্যবসা হল মুদ্রা বেচাকেনা করে অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠা করা এবং অর্থনৈতিক অবস্থায় নিজেকে প্রতিষ্ঠা করে স্বাবলম্বী ভাবে গড়ে তোলার কাজে ফরেক্সে অর্থনৈতিক এক নম্বরে আছে বিশ্বের বাজারে ফরেক্স এ যারা কাজ করে এখন সবার সাথে যারা সম্পৃক্ত তারা সকলেই ফলসের অর্থনৈতিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং প্রতিষ্ঠিত ভাবে গড়ে তোলে নিজেকে এবং সম্ভব এটা শুধু ফরেক্স এর মাধ্যমে।
-
আমি খুববেশী দিন হল কাজ করি না তবে আমি মনে করি একজন ফরেক্স ট্রেডার এর অর্থনৈতিক সম্পর্কে ভালভাবে জানতে হবে। ট্রেডাদের যদি অর্থনীতির সম্পর্কে জ্ঞান না থাকে তবে সে কখনোই একজন সফল ট্রেডার হতে পারবে না। তাই একজন ট্রেডারের অর্থনীতির সম্পর্কে জ্ঞান থাকা একান্ত জরুরী । বিষেশ করে আধুনিক অর্থনীতির সর্ম্পকে । এই ফরেক্স ব্যবসায় প্রতিনিয়ত মুদ্রার মান পরিবর্তন হয় এতে একটি দেশের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটে । তাই ফরেক্স ব্যবসা করতে হলে অবশ্যই অর্থনৈতিক অবস্থা সম্পর্কে জানতে হবে ।
-
ফরেক্স মাকেটে একজন ট্রেডারের ট্রেড করার জন্য অথনৈতিক সমন্ধে ধারনা থাকাটা খুবই জরুরী।ফরেক্স মাকেটে যেকোন সময় কারেন্সির অথাৎ মুদ্রার দাম কমে অথবা বেড়ে যায়।এই কারেন্সির মুভমেন্ট দেশের অথনীতির উপর নিভর করে।
-
ইন্সটা ফরেক্স এশিয়ার নাম্বার ওয়ান ব্রোকা।ইন্সটা ফরেক্স এশিয়ার প্রথম ব্রোক।এটা এশিয়ার সব থেকে প্রথম এবং সব চেয়ে ভাল মানের ব্রোকার এর সুযোগ সুবিধা অন্যান্য গুলোর চেয়ে বেশি সেই কারনেই এটি প্রথম।