ফোরাম করে আমরা যে বোনাস পাই এটা আমাদের জন্য অনেক বড় একটি গিফট। আমরা এখানে পোস্ট করে প্রতি মাসে অনেক বোনাস পাই। আমরা যদি ভালভাবে ট্রেড শিখি তাহলে এই পুঁজি দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারি। আমাদেরকে এই ফোরাম মানির গুরুত্ব দেয়া উচিত।
Printable View
ফোরাম করে আমরা যে বোনাস পাই এটা আমাদের জন্য অনেক বড় একটি গিফট। আমরা এখানে পোস্ট করে প্রতি মাসে অনেক বোনাস পাই। আমরা যদি ভালভাবে ট্রেড শিখি তাহলে এই পুঁজি দিয়ে আমাদের ভবিষ্যৎ তৈরি করে নিতে পারি। আমাদেরকে এই ফোরাম মানির গুরুত্ব দেয়া উচিত।
নতুন দের জন্য ফরেক্সে ফরামে এর প্রয়জনিতা অনেক আছে। ফরেক্সে ফরামে অনেক বন্ধু আছে যারা নতুন্দেরকে অনেক প্রকার ও অনেক ভাবে ইডিয়া দিয়ে সহজগিতা করা থাকে। আরও একটি সাহায্য করে থাকে পোস্ট করলে বনাস পাওয়া যায় এবং রিয়েল অ্যাকাউন্ট এ যগ হই।
সংক্ষেপে এ ফোরাম সম্পর্কিত তথ্য হল এখানে আপনি প্রতি পোষ্টে ০.২০ সেন্ট করে পাবেন।বোনাস প্রতি মাসের প্রথম সপ্তাহে আপনার একাউন্টে যুক্ত হবে।আর সেজন্য ইন্সটাফরেক্সে র্পোটাল ফোরাম একাউন্ট করে তা ভেরিফাই করে এই ফোরামে এড করে নিতে হবে।আর বিস্তারিত তথ্যের জন্য এই ফোরামে দেওয়া প্রথমের নিয়মগুলো পড়ুন।
নতুনদের জন্য ফোরামের ব্যবহার অতিব জরুরী । যারা ফরেক্সে নতুন তারা যদি ফোরামে পোষ্ট দিয়ে অভিজ্ঞতা অর্জন করে তাহলে অবশ্যই সফলতা সম্ভব । কিন্তু ফোরামের কিছু নিয়ম কানুন আছে সেগুলো ঠিকমত পালন করতে হবে তাহলেই সফলকাম হওয়া সম্ভব । সুতরাং আমরা সবসময় ফোরামের নিয়ম মেনে চলব অবশ্যই সফলকাম হব ।
ফরেক্স মারকেটে ফোরাম পস্ট করে ফরেক্স ম্রকেটে ট্রেড করা জায় তাই কন টাকা ইনভেস্ট ছাড়া ফরেক্স করা জায় এই ফোরাম পস্ট করে এই বনুস দিয়ে তাই আমি বলব যে ফরেক্স মারকেটে একজন নতুন ফরেক্স ট্রেডারের জন্য অনেক ভাল হবে এই ফোরাম পস্ট করে ফরেক্স করে কারন নতুন অবস্থায় অনেক লস হয় তাই নিজের টাকা লস না করে ফোরাম পস্ট করে লস করলে কন সমসা হবে না ।
ফোরামের সবচেয়ে বড় গিফট হচ্ছে আমাদের বোনাস মানি। আমরা এই টাকা দিয়ে আমাদের ট্রেড শিখি আবার আয়ও করি। আমরা ইচ্ছা করলে এখান থেকেই আমাদের জীবনকে মন মত তৈরি করে নিতে পারি। তাই এই ফোরামের বোনাস আমাদের জীবনের সবচেয়ে বড় উপহার।
নতুন রা ফোরামে এসে ফোরামের নীতিমালার সাথে যায়না এমন অনেক কাজই করে। কিন্তু তাদের সবসময় ফোরামের নীতিমালা মেনে চলা উচিত। প্রথমেই ফোরাম রুলসগুলো ভালোভাবে পড়ে নিতে হবে, তারপর সে অনুযায়ী কাজ করতে হবে। পোস্টগুলো যেন অবশ্যই টপিক রিলেটেড হয় সেদিকে খেয়াল থাকতে হবে, বানানের ব্যপারে সতর্ক থাকতে হবে আর হ্যা বাংলা ফন্টে লিখতে হবে। স্প্যামিং করা যাবে না।
বাংলাদেশ ফরেক্স ফোরামে নতুন যারা কাজ করবে তাদের আমি বলি কাজ করার আগে ইনিস্টা ফরেক্স এর বোনাস একাউন্ট ভেরিফাই করে নিন তার পরে ফরেক্স ট্রেডিং করার জন্য ফোরামে পোষ্ট করতে থাকুন,করার পরে মাস শেসে আপনার একাউন্ট এ ব্যালেন্স চলে যাবে,তাই আমি বলি ২ লাইন লিখতে হবে।
ফোরামে পোষ্ট করলে বোনাস পাওয়া যাবে । প্রতি পোষ্টের জন্য আপনি .২০ ডলার করে বোনাস পাবেন । মাস শেষে এই বোনাস আপনার রিয়েল একাউন্টের সাথে যোগ হবে । তখন আপনি বোনাস দিয়ে রিয়েল ট্রেড করতে পারবেন ।যে মুনাফা হবে সেটি উত্তোলন করতে পারবেন । এছাড়াও পোষ্ট করার মাধম্যে শিখতে পারবেন ।
হ্যা ফরেক্স মার্কেটে যারা নতুন তারা অবশ্যই এই ফোরামের নিয়মকানুনগুলো ভালভাবে পড়ে নিন । নতুন ট্রেডারদের জন্য বাংলা এই ফোরাম আমাদের বাঙ্গালিদের জন্য একটি আশির্বাদ বলে আমি মনে করি । এই ফোরামের মাধ্যমে খুবই সহজে ফরেক্স সম্পর্কিত যে কোন সমস্যার সমাধান পাওয়া যায় । তাছাড়া পোস্টিং বোনাস তো থাকছেই ।