-
না নেই। অনলাইনে পরিচালিত ব্যবসায়গুলোর মধ্যে ফরেক্সের চাইতে বেশি আয় সম্ভব এমন কোনো ব্যবসা নেই। কেননা ফরেক্স ট্রেডিং মার্কেট বিশ্বের সমস্ত ব্যবসায়ের চাইতে বড় বিজনেস মার্কেট। এখানে দৈনিক প্রচুর অর্থের লেনদেন হয়ে থাকে। এছাড়াও ফরেক্স মার্কেটে ট্রেড করে আয়ের কোনেো লিমিট নাই। এখানে যে যত খুশি প্রফিট করতে পারে কোনো বাধা নেই।
-
ফরেক্স মার্কেটের চাইতে এত লাভবান ব্যবসা আর কোন অনলাইন ব্যবসা নেই । অামরা ধৈর্য্যের সাথে এই ব্যবসা করার চেষ্টা করি তাহলেই সফলকাম হতে পারব । আমরা এই ব্যবসা করার জন্য আগে মার্কেট ভালোভাবে এ্যানালাইসিস করব তারপর এই ব্যবসা করব তাহলেই অামরা লাভবান হতে পারব । আমরা সব সময় ট্রেড করব হিসেব করে তাহলেই আমরা কোন সমস্যায় পড়ব না ।
-
বর্তমান সময়ে ফরেক্স িএকটি জনপ্রিয় ব্যবসা এর চেয়ে ভাল ব্যবসা আছে কিনা আমার জানা নেই।
-
ব্যক্তিগতভাবে বলতে গেলে আমার মনে হয় ফরেক্স থেকে আর কোন ব্যবসা নাই যে এত লাভ করা সম্ভব। কিন্তু এত শুধু লাভ আছে আর লস নাই এটা কিন্তু ঠিক না এখানে লাভের চেয়ে লস এর পাল্লা অনেক বেশী। ফরেক্স করতে এতো জ্ঞান বা পড়াশোনা না থাকলেও চলে। কিন্তু অন্যান্য অন-লাইন এর ব্যবসায় আপনার মেধা তাকতে হবে। একবার যদি ঐ সব কাজ আপনি ঠিকমত করতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। এইসব ব্যবসায় কোন লস নাই।
-
আসলে অনলাইন বিজনেসের মধ্যে ফরেক্স ট্রেডিং ই হচ্ছে সবচেয়ে রিস্কি। কারণ, এই মার্কেটে অস্থিতিশীলতা এত বেশি যে মুহূর্তের মধ্যে মার্কেটের গতিপথ পরিবর্তন হয়ে যায়। আর এই কারনেই এই মার্কেটে যেমন অল্প সময়ে অনেক টাকা কামানো যায় তেমনি অল্প সময় ফতুর হয়ে সব ইনভেস্ট হারিয়ে ফেলা যায়। তাই ফরেক্স করতে হয় খুব সাবধানে। এখানে লাভ যেমন অনেক বেশি তেমনি লসও অনেক বেশি।
-
ফরেক্স থেকে ভাল অনলাইন ব্যবসায় আর নেই। ভাল করে ট্রেড করতে জানলে আপনি ফরেক্স থেকে ভাল আয় করতে পারবেন তা ও খুভ তারাতারি। তাই আপনাকে ফরেক্স এ কাজ করতে হলে আগে ভাল করে ফরেক্স এ ট্রেড টা শিখে নিতে হবে।
-
বর্তমান বিশ্বে সর্ববৃহৎ ব্যবসা হলো ফরেক্স ট্রেড৷ঘরে বসে স্বাধীনভাবে বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্তম ক্ষেত্র ৷অনলাইনের সুবাদে আমরা সাধারণ মানুষ এই বিশ্ববাপী মুদ্রাবাজারে মুদ্রা ক্রয় বিক্রয় করছি ৷এটা আমাদের জন্য বিশাল সুযোগ৷
-
অন্য কোন অনলাইন ব্যাবসা ফরেক্স থেকে বেশী লাভ দিতে পারে না । বর্তমান সময়ে ফরেক্সই হল সবচেয়ে মুনফা প্রদানকারী ব্যাবসা যেখানে আপনি অল্প পুঁজিতেই ব্যবসা করতে পারেন । ফরেক্স এ আপনি সর্বনিম্ন ১ ডলার দিয়ে ট্রেড শুরু করতে পারেন । এর লাভ নির্ভর করে আপনার ব্যবসা করার কৌশলের উপর।
-
ফরেক্স একটি জনপ্রিয় ব্যবসা। বর্তমানে ফরেক্সে অনেক জনপ্রিয়। তাই এটাকে অনেকে ফুল টাইম কাজ হিসেবে নিচ্ছেন। ফরেক্সে ব্যবসায় বিশ্বের যে কোণ দেশে বসেই করা যায়। এখানে বয়সের বা সময়ের কোন প্রতিবন্ধকতা নেই। তাই যে কেউ চাইলে যে কোন স্ময় এ ব্যবসায় আরম্ভ করতে পারেন। ফরেক্স ব্যবসায় দিন দিন আরো জনপ্রিয় হয়ে উঠছে। তাই যারা স্বাধীন চেতা ফরেক্স ব্যবসায়টি তাদের কাছে আরও জনপ্রিয়তা পাচ্ছে।
-
ফরেক্স মার্কেটের চেয়ে এত ভালো ব্যবসা অার কোন ব্যবসা নেই । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স ব্যবসা করার চেষ্টা করব । যে যত বেশী মার্কেটে সময় দিবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা লোভ ছাড়া ট্রেড করার চেষ্টা করব তাহলেই আমরা সফলকাম হতে পারব ।