-
আমরা পিপস মুভমেন্টের সাথে পরিচিত। আমরা প্রতি পিপস মুভমেন্টের জন্য কতটুকু লাভ বা লস নেবো সেটাই হলো লট বা ভলিউম। মূলত লট বা ভলিউম বলতে আমরা একটি ট্রেডে আমাদের একাউন্টের কতটুকু অংশ খাটাবো সেটাকে বোঝায়। যতটুকু পিপস মুভ করে সেটিকে লট বা ভলিউম দিয়ে গুন করলে আমরা কতটুকু লাভ করলাম বা লস করলাম সেটি পাওয়া যায়।
-
লট বা ভলিউম বুঝা অনেক সহজ। লট বা ভলিউম হল ট্রেড অপেন করার সময় প্রতি পিপস আপ বা ডাউনে যে লাভ বা লস হয় তার পরিমান।
-
লট বা ভলিউম হল অাপনি ট্রেড ওপেন করার সময় এক পিপস পরিবর্তন এর জন্য কত ডলার লাভ বা লস নিবেন তার পরিমান।ফরেক্স মার্কেট এ আমরা যখন কোন ট্রেড করি তখন ব্রোখার আমাদের থেকে আমাদের কমিশন কাটে তাকে আমরা ফরেক্স এর ভাষাই ব্রোখার কমিশন বলি।
-
লট হল ফরেক্স এ কাজ করার সময় ১ পিপস এর পরিবর্তনের সাথে সম্পর্কিত আমারা প্রতি পিপস এর পরির্বতনের জন্য লাভ বা লস করতে পারি। তাই আপনাকে ঠিক করে রাখতে হবে ১ পিপস এর পরির্বতনের জন্য আপনার কত লাভ বা লস হবে এটাকে সহজ ভাষাই লট\ভলিউম বলা হয়।
-
ফরেক্স মার্কেট এ আমরা যখন কোন ট্রেড করি তখন ব্রোখার আমাদের থেকে আমাদের কমিশন কাটে তাকে আমরা ফরেক্স এর ভাষাই ব্রোখার কমিশন বলি। আমরা যদি কোন ট্রেড ১স্টেন্ডারড এ ট্রেড করি তাহলে ব্রোকার আমার থেকে ১০ পিপ্স কেটে নিবে।আম্রা যদি ১স্টেন্ডারড এ একটি ট্রেড করি তাহলে ১স্টেন্ডারড=১০ গুন ১০ ==১০০ প্রপিট লস হলেও ১০০ ডলার হবে।আমাদের বলিউম এর উপর নিরবর করে ব্রোকার এর কমিশন।
-
আমাদের থেকে আমাদের কমিশন কাটে তাকে আমরা ফরেক্স এর ভাষাই ব্রোখার কমিশন বলি। আমরা যদি কোন ট্রেড ১স্টেন্ডারড এ ট্রেড করি তাহলে ব্রোকার আমার থেকে ১০ পিপ্স কেটে নিবে।মূলত লট বা ভলিউম বলতে আমরা একটি ট্রেডে আমাদের একাউন্টের কতটুকু অংশ খাটাবো সেটাকে বোঝায়। যতটুকু পিপস মুভ করে সেটিকে লট বা ভলিউম দিয়ে ।
-
ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য অবশ্যই লট বা ভলিউম সম্পর্কে জানতে হবে। লট বা ভলিউম ব্যাপারটি অনেক সহজ। লট বা ভলিউমের মাধ্যমে আমরা নির্ধারন করতে পারি যে প্রতি পিপস আমাদের অনুকূলে বা প্রতিকূলে গেলে আমাদের কি পরিমান লাভ বা লস হয়। আমরা যদি ইউনিটের হিসাবে যাই একটু জটিল মনে হতে পারে।
একটু ভিন্ন ভাবে উপস্থাপন করতে চাই। ফরেক্স মর্কেটে আমরা প্রতি পিপস মুভমেন্ট লাভ করতে পারি। অর্থাত প্রাইন ১.১৭১০ থেকে ১.১৭২০ এ গেলে আমাদের ১০ পিপস লাভ বা লস হবে।ফরেক্সে লট বা ভলিউম কে ৩ ভাগে ভাগ করা যায়।
১। স্ট্যান্ডার্ড লট ব্রোকার
২। মিনি লট ব্রোকার
৩। মাইক্রো লট ব্রোকার।
আবার,
স্ট্যান্ডার্ড লট ব্রোকারে ১ লট= ১০ পিপস
মিনি লট ব্রোকরে ১ লট= ১ পিপস
মাইক্রো লট ব্রোকারে ১০ লট= ১ পিপস।
-
ফরেক্স মার্কেট এ ট্রেড করতে হলে লট বা ভলউম বোঝা অনেক বেশি জরুরী । মার্কেটে বিভিন্ন ধরনের কারেন্সি রয়েছে । এসব কারেস্রি মূল্য সর্বদাই পরিবর্তশীল । আপনি যদি এক কারেন্সি দিয়ে অন্য কারে্িনস পরিবর্তন করতে চান তখন হিসাব টি সহজ ভাবে করার জন্য লট এর প্রচলন হয়েছে ।
-
আমরা যখন ফরেক্স মার্কেটের বিনিময় করি তখন এই মুহুর্তে বণিক আমাদের কাছ থেকে আমাদের বোনাস হ্রাস করে। ফরেক্সের ভাষায়, আমরা এটিকে ডিলার কমিশন বলি। ইভেন্টটি যখন আমরা 1 টি আদর্শের সাথে বিনিময় করি, সেই সময়ে বিশেষজ্ঞটি আমার কাছ থেকে 10 পিপ কেটে দেবে। যে ইভেন্টটিতে আমরা 1 টি আদর্শে বিনিময় করি, সেই মুহূর্তে 1 আদর্শ = একাধিক বার 10 == 100 দুর্ভাগ্য 100 কিনা নির্বিশেষে 100 ডলার হওয়া এড়ানো যায় না। বণিকের বোনাসটি আমাদের আয়তনের উপর নির্ভর করে।
-
ইংরেজিতে ভলিউম শব্দের বাংলা অর্থ হচ্ছে আয়তন। ফরেক্স এ লট বা ভলিউম বলতে আমরা একটি ট্রেড এর আকার বা সাইজকে বুঝি। অর্থাৎ ফরেক্সে আমরা ট্রেডিং ইউনিট হিসেবে লট বা ভলিউম ব্যবহার করে থাকি। ফরেক্সে একটি ট্রেডের ক্ষুদ্রতম ইউনিট বা একক হচ্ছে 0.01 লট। এ কারণে একজন ট্রেডার কে একটি ট্রেড ওপেন করতে হলে অবশ্যই কমপক্ষে 0.01 লটের ট্রেড ওপেন করতে হবে।