সপ্তাহে যে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে আপনি যে কনো সময় ফরেক্স মার্কেট কাজ করতে পারেন। তবে আমি বলব ২ টা ৩ টা পি এম থেকে ১০টা ১১টা পি এম পর্যন্ত ফরেক্স মার্কেট এ কাজ করা ভাল।
Printable View
সপ্তাহে যে ৫ দিন ফরেক্স মার্কেট খোলা থাকে আপনি যে কনো সময় ফরেক্স মার্কেট কাজ করতে পারেন। তবে আমি বলব ২ টা ৩ টা পি এম থেকে ১০টা ১১টা পি এম পর্যন্ত ফরেক্স মার্কেট এ কাজ করা ভাল।
ফরেক্স মার্কেটে ট্রেড করার একটি নিদিষ্ট সময রয়েছে আর এটি কেবল মাত্র অনুমান করলে হবে না বরং আপনাকে ভাল ফরেক্স মার্কেট অ্যানালাইসিস করতে শিখতে হবে কারন আপনি যখন ভাল মার্কেট অ্যানালাইসিস জ্ঞান রপ্ত করতে পারবেন ঠিক তখনই আপনার পক্ষে ট্রেড করার পারফেক্ট সময় নির্নয় করা সম্ভাব হবে।
ফরেক্স মার্কেট ২৪ ঘন্টাই ওপেন থাকে।শুধু শনি ও রবি বারবন্ধ থাকে । তাই বলে কি আপনি ২৪ ঘন্টা কম্পিউটারের সামনে বসে থাকবেন। অসম্ভব, তাই আপনাকে আপনার এবং মার্কেট মোবিং সুইটেবল সময় বেচে নিতে হবে। যেহেতে এটাকে পেশা হিসাবে নিবেন তাই নিয়মিত নির্ধারিত সময় ব্যায় করা প্রয়োজন।
ফরেক্স মার্কেট এ আপনি ২৪ গন্তা টেড করতে পারবেন কিন্তু এই ২৪ গন্তাা ফরেক্স মার্কেট ভাল মুভ করে না তাই আপনি সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ পর্যন্ত টেড করলে আপনি ভাল করবেন ফরেক্স মার্কেট এ আমি বড় বড় টেড আর কে দেখছি তারা ৮ থেকে ১০ গন্তাা ফরেক্স মার্কেট এ টেড করে তাই আপনি ফরেক্স মার্কেট এ ভাল করতে চাইলে আপনি এই টাইম এ টেড করতে পারেন ।
ফরেক্স মাকেট থেকে আপনি ২৪ ঘন্টা আয় করতে পারবেন যদি আপনি পরিশ্রম করে দক্ষতা অজন করতে পারেন | আমি মনে করি ফরেক্স মাকেট আয় করার সময় দুপুর ১২ থেকে ৩ টা আর সন্ধ্যা ৬ থেকে ৯ টা প্রজন্ত এ সময় মাকেটে বেশি উথা নামা করে আপনি আপনার পরিশ্রম দিয়ে এ সময় আয় করতে পারেন |
ফরেক্স মার্কেটে দিনের যেকোন সময় ট্রেড করা যায়। তবে ট্রেডারভেদে একেকজন একেকসময়ে ট্রেড করতে ভালোবাসে। সচরাচর যারা গতি এবং দ্রুতই প্রফিট করতে চায় তারা বাংলাদেশ সময় দুপুর ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ট্রেড কররতে পছন্দপছন্দ করে কেননা এসময় মার্কেটের মুভমেন্ট অন্য সময়ের চাইতে অনেক ভালো থাকে।
আমরা জানি ফরেক্স মার্কেট সপ্তাহে ৫ দিন ২৪ ঘন্টা খোলা থাকে । এই সময়ের মধ্যে যেকোনো সময়ই ট্রেড করা যায়। কারন সবসময়ই মার্কেটে মুভমেন্ট থাকে। তবে সবসময় মার্কেটে এক রকম মুভমেন্ট থাকে না। যে সময় মার্কেটে বেশি মুভ হয় সে সময়ই ট্রেড করা ভালো। আমার মতে দুপুর ২টা থেকে রাত ১০ টা ট্রেড করার জন্য খুবই উপযোগী সময়।
যে সময় কোন নিউজ না থাকে সেই সময়ই ফরেক্স ব্যবসা করার উপর্যুক্ত সময় । আমরা বেশী বেশী মার্কেট এ্যানালাইসিস করব তাহলেই অামরা লাভবান হতে পারব । যে যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । অঅশলঅ ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা সফলকাম হতে পারব । আর বেশী বেশী এ্যানালাইসিস না করলে কখনোই সফলকাম হওয়া সম্ভব নয় ।
আসলে ট্রেডিং করতে গেলে ট্রেডিং টাইমটাকে নিজের সুবিধামত সাজিয়ে নিতে হয়। যেমন, কেউ যদি স্কেল্পিং পছন্দ করে তাহলে দিনের বেলা উপযুক্ত সময় কারণ এই সময় মার্কেট স্লো থাকে অর্থাৎ মার্কেট স্লোলি উঠানামা বা মুভমেন্ট করে। আর নতুন ট্রেডারদের জন্যও দিনের টাইম টা ভালো কারণ, মার্কেটের মুভমেন্ট স্লো থাকে। আড় রাতের বেলা বড় বড় নিউজগুলা আসে তাই অভিজ্ঞ ট্রেডার ছাড়া রাতে ট্রেড না করাই ভালো।
আমরা জানি ফরেক্স মার্কেটে আমরা সবাই আমাদের ইচ্ছা মত যেকোনো সময় আমাদের ট্রেড ওপেন করতে পারি । এর কোন বাদা নেই। একজন ভালো ট্রেডার উনি সব সময় মার্কেটিং অবস্থা বুঝে ট্রেড করে থাকেন তাই উনি এত বেশি ভালো সময়ের জন্য পথ চেয়ে বসে থাকেন না । তবে আমি মনে করি আমাদের দেশে সন্ধা ৭ থেকে রাত ১০ তা পর্যন্ত ট্রেড করলে ভালো ফল পাওয়া যায় । এ সময় মার্কেটের গতি ভালো থাকে।