-
অবশ্যই ক্যান্ডেল স্টিক দেখে অবশ্যয় ট্রেড করা যায় কারন ক্যান্ডেল এর প্রতিটা প্যাটার্ন মার্কেটের পরের মুভমেন্ট সম্পর্কে ধারনা প্রদান করে। ক্যান্ডেল যে শুধু বাঙ্গালিরা ব্যবহার করে তা কিন্তু না । এর উতপত্তি জাপানে এবং বর্তমানে ফরেক্স , স্টক বা এরকম সকল মার্কেটেই ক্যান্ডেল চার্ট ব্যবহার করা হয় । এই চার্ট যদি ভাল ভাবে বোঝা যায় তাহলে মার্কেটের পরবর্তী মুভমেন্ট সহজে ই ধরা যায় ।
-
কেন্ডেল ষ্টিক পেট্রান দেখে ট্রেড করলে সাময়িক ভাবে ফরেক্স ট্রেডে লাভ করতে পারলেও লং ট্রেডে তেমন কাজ করে না। যারা স্কাল্পিং করে তারা কেন্ডেল ষ্টীক দেখে ফরেক্স ট্রেড করে এতে তারা ভালো ট্রেড করে। কোন টাইমফ্রেমে আপনি ট্রেড করলে বা অন্য কেউ কোন টাইফ্রেমে ট্রেড করলো। আসলে এই টার্মিনালের ধর্মই এরকম যার যার মত ব্যবহার করা যায়।
-
কেন্ডেল স্টীক সৃষ্টি হয় মুদ্রার প্রাইস উঠানামার কারণে, আপনি যখনি দেখবেন বাজারে কেন্ডেল প্যাটার্ন সৃষ্টি হয়েছে, তখনি বুঝবেন একটি নির্দিষ্ট ট্রেন্ড লাইন নির্দেশনা করার জন্য এটি দেখাচ্ছে। আপনার ট্রেড চলাকালীন এই বিষয়ে খেয়াল করতে হবে।
-
ফরেক্স মার্কেট ওঠা নামা সম্পর্কে খুব ভালো ধরনা দেয় ক্যান্ডেল স্টিক যদি সঠিক ভাবে এনালাইসিস করা যায় তবে এ থেকে ফরেক্স ট্অরেডার রা অনেক সুবিধা পেতে পারে কারণ এটা আমদের ফরেক্স মার্কেট ভালো করে এনলাইসিস করতে সাহায্য করে। এটা টেকনিক্যাল এ্যানালাইসিসের একটা বিশেষ অংশ এবং এটা সম্পূর্ণ সাইকোলোজিক্যাল ট্রেডিং এর পর্যায়ে চলে যায়। তাই এখানে আপনাকে মার্কেটের ৭ টা প্যার্টানের সেগুলোর সাব-প্যার্টানগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
-
ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং শিখার জন্য কেন্ডেল ষ্টিক বা চার্ট পার্টান দেখে ট্রেড করা অনেক ভাল,ফরেক্স মার্কেট এ বিভিন্ন সিগনাল ব্যাবহার না করে কেন্ডেল ষ্টিক ব্যাবহার করা অনেক ভাল ফরেক্স ট্রেডে ভালো করতে হলে শুধুমাত্র কেন্ডেল স্টিক এর উপর নির্ভর করা যাবে না । তবে অনেক কেন্ডেল স্টীক আছে যেগুলো আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে বিশেষ কনফারমেশন দিয়ে থাকে এবং সেগুলো ফলো করে ট্রেড করা অনেক লাভজনক ।
-
আমার কেন্ডেল স্টিক চার্ট প্যাটার্ন সম্পর্কে তেমন অভিজ্ঞ নেই।ফরেক্স মার্কেটে ভাল ভাবে ট্রেডিং শিখার জন্য কেন্ডেল ষ্টিক বা চার্ট পার্টান দেখে ট্রেড করা অনেক ভাল,ফরেক্স মার্কেট এ বিভিন্ন সিগনাল ব্যাবহার না করে। এটা সম্পূর্ণ সাইকোলোজিক্যাল ট্রেডিং এর পর্যায়ে চলে যায়। তাই এখানে আপনাকে মার্কেটের ৭ টা প্যার্টানের সেগুলোর সাব-প্যার্টানগুলো সম্পর্কে পুরোপুরি জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
-
শুধুমাত্র কেন্ডেল স্টিক প্যাটার্ন এর উপর নির্ভর করে ট্রেড না করাই ভালো। তবে পুরাতন প্যাটার্ন তৈরির করার মাধ্যমে আপনি পক্ত একটি আইডিয়া পাবেন যেটি আপনাকে ট্রেড নিতে সাহায্য করবে।
-
ট্রেড করার পূর্বে শুধু ক্যান্ডেলস্টিক দেখেই ট্রেড করা ঠিক নয়। ট্রেড করার পূর্বে আপনার উচিত মার্কেট মুভমেন্ট দেখে ও এনালাইসিস করে ট্রেড করা। এনালাইসিস ব্যতীত ট্রেড করা বুদ্ধিমানের কাজ হবে না। ক্যান্ডেলস্টিক দেখে আপনি মার্কেট সম্পর্কে ধারণা নিতে পারবেন না। আমাদের কাছে প্রতিটি ট্রেডে খুবই মূল্যবান। তাই সময় নিয়ে এনালাইসিস করে ট্রেড করা উত্তম।
-
ফরেক্সে কাজ করতে হলে ফরেক্স থেকে তাকা আয় করতে হলে ফরেক্স মার্কেটে ট্রেড করার মাধ্যমে ফরেক্স থেকে টাকা আয় করতে হয় । তাই ফরেক্সে ট্রেড করা খুব জরুরি , ফরেক্স মার্কেরটে ট্রেড করার জন্য মার্কেট আগে ভাল করে দেখে বুঝে তারপর ট্রেড করতে হয় । আপনাকে ক্যান্ডেল স্টিকের বিগত দিন গুলোর ডাটা নিয়ে তার পর তা অ্যানালাইসিস করে ফরেক্স ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে হবে।
-
ফরেক্স মার্কেটে সব থেকে বেশি ব্যবহার করা হয় এই ক্যান্ডেল চার্ট। যে কেউ খুব ভাল ভাবে বুঝতে পারে ক্যান্ডেল স্টিক প্যাটার্ণ। আপনি যদি একটু সময় দিতে পারেন এই জিনিস বুঝার জন্য তবে আমার মনে হয় খুবই সহজে বুঝতে পারবেন। যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম।