আমি ফেব্রুয়ারি, ২০১৫ মাসের পোস্টিং এর জন্য ৭৮.২৫ ডলার এবং আমার রেফারাল এর জন্য ৪.৯৭ ডলার পেয়েছি। আমি এখন রিয়াল ট্রেড করছি।
Printable View
আমি ফেব্রুয়ারি, ২০১৫ মাসের পোস্টিং এর জন্য ৭৮.২৫ ডলার এবং আমার রেফারাল এর জন্য ৪.৯৭ ডলার পেয়েছি। আমি এখন রিয়াল ট্রেড করছি।
বোনাস ট্রাডিং এ্যকাউন্টে ট্রান্সফার করার পদ্ধতি কি। আমার প্রফাইলে একটি ফরেক্স ওয়ালেট এ্যকাউন্ট এ্যটাচ করা আছে। কিন্তু আমি বোনাস ট্রান্সফার করতে পারছিনা। আমাকে কি কেউ এ ব্যপারে সাহায্য করতে পারবেন?
কোন পোষ্টগুলো বোনাস পাওয়ার যোগ্য নয়। কিভাবে বুঝব?
আমি এই ফোরামে নতুন । আমার ইন্সটাফরেক্স একাউন্ট যদি ভেরিফায় না হয় , তাহলে কি বোনাস আমার ইন্সটাফরেক্স একাউন্ট এ জমা হবে ? আর ইন্সটাফরেক্স একাউন্ট এ বোনাস জমা করার পদ্ধতি টা কি ? দয়া করে , সিনিয়র মেম্বার / এডমিন জানালে খুশি হব ।
আমার জানা মতে বোনাসেরর পরিমান সে যত করবে ১ মাস পর তা পেয়ে যাবে। মনে করেন আপনি ১০০ ডলার করেছেন ১ মাস পর তা আপনি পেয়ে জাবেন। কান এরকম কেউ আছে নাকি ১মাস পর কোন বোনাসই পায় নায়।
ইনশাল্লাহ আগামী মাসে আমিও স্ক্রীণশট দিতে পারব বলে আশা রাখছি । শুধু বোনাস নয়, মুনাফা উইথড্র প্রমান দিব । ফরেক্স শেখার পাশাপাশি এভাবে কিছু উপার্জনের ব্যবস্থা করে দেয়ার জন্য ফরেক্স বাংলাকে ধন্যবাদ ।
আমি গত মাস থেকে ফোরাম পোস্টিং শুরু করি প্রথম মাসে আমার দোষে প্রায় ৮০ পারসেন্ট পোস্ট বাতিল হয়ে যায়,কিন্তু এই মাসে আমি যত গুলো পোস্ট করেছি একটাও বাতিল হয়নি সবগুলার বোনাস পেয়েছি আর একাউন্ট এও যোগ হয়ে গেছে।বাংলা ফরেক্স ফোরামকে ধন্যবাদ
বাংলাদেশ ফরেক্স ফোরাম আমাদের মত সাধারণ ফরেক্স ট্রেডারদের জন্য আশির্বাদ স্বরুপ । নতুন আগত ফরেক্স ফোরাম প্রত্যক সদস্যদের বলছি ফোরামের রুলস মেনে পোস্ট করলে প্রত্যক মাসের শুরুতেই আপনার আপনাদের বোনস পেয়ে যাাবেন । তবে মনে রাখতে হবে কোন ভাবেই অপ্রাসগ্ঙিক পোস্ট অথবা থ্রেডের মাধ্যমে ফোরামের মধ্য বিশৃক্ঙল করবেন না । সবাইকে বোনাস প্রাপ্তির জন্য অবশ্যই রুচিশীল এবং প্রাসগ্ঙিক পোস্ট করতে হবে ।
ভাই আমার বোনাস এখনো নন বোনাস হইয়া আছে। এর সমাধান কবে হবে।আর কবে আমারা আমাদের বোনাস অ্যাকাউন্ট এ পাবো।