অামি এখোনো এটা করার সুযোগ পাই নি বা হয় নি বা এটা করার আমার সোভাগ্গ হয় নি আমার তবে আমি সুনেছি এটা নাকি ১ বছর করলে ভাল হয় । তাই আমার যদি কোন দিন কাজ করার ভাগ্য হয় তাহলে আমি এক বছর এ ডেমো ট্রেড করবো ।
Printable View
অামি এখোনো এটা করার সুযোগ পাই নি বা হয় নি বা এটা করার আমার সোভাগ্গ হয় নি আমার তবে আমি সুনেছি এটা নাকি ১ বছর করলে ভাল হয় । তাই আমার যদি কোন দিন কাজ করার ভাগ্য হয় তাহলে আমি এক বছর এ ডেমো ট্রেড করবো ।
আমি দীঘ ৬ মাস ডেমোতে ট্রেড করেছি।ডেমোতে ট্রেড করার জন্য আপনার কোন টাকা খরচ হবে না।কারন ডেমোতে আপনি ভারচুয়াল মানি দিয়ে ট্রেড করার সুযোগ পাবেন। আপনি ডেমোতে ট্রেড করে মাকেট সমন্ধে অভিঞতা অজন করতে পাবেন।আমি মনে করি ফরেক্স মাকেটে ট্রেড করার জন্য ডেমোর কোন বিক্লপ নাই।
আমি প্রায় ৩ মাসের মত ফরেক্সের ডেমো ট্রেডিং করেছি এবং এর মাধ্যমে আমি ট্রেডিংয়ের অনেক কেৌশল ভাল করে রপ্ত করতে পেরেছি।
আমার বেসিক শিখতেই লাগছে প্রায় ১ মাস,তারপর গিয়ে শুরু করেছি ডেমো ট্রেডিং।এই ট্রেডিং অনুশীলন ও কমপক্ষে ৬ মাস চলেছে এবং এখনো চলছে।ডেমো ট্রেড আপনার সারাজীবনইই করে যেতে হবে।
ফরেক্স এর মধ্যে ডেমো একাউন্তে ট্রেডিং কত দিন করেছেন বা করছেন বলে প্রশ্ন করা উত্তর দেওয়া একদম সহজ বলে মনে হয়।কারন একজন নিউ ট্রেডার ডেমো একাউন্তে প্রাকটিচ এর ভূমিকা অপরিসীম যা শিক্ষার শেষ নেই।সেজন্য আমি বলব ডেমো একাউন্তে বেশি বেশি ট্রেডিং করা একান্ত আবশ্যাক।
ডেমো ট্রেডিং করাটা আপনার নিজের সাফল্য এর মুল মন্ত্র হচ্ছে ডেমো আপনি চাইলে রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো ট্রেড রাখতে পারেন কারন ডেমো থেকে অনেক কিছু শিখার আছে। আমি শুধু ডেমো ট্রেড করেছি ৬ মাস কিন্তু তারপর এখন রিয়াল ট্রেড এর পাশাপাশি ডেমো ট্রেড করছি। এবং ঐ সময় ডেমো থেকে মোটামুটি ইন্ডেকেটর গুলার কাজ জেনে দেন আমি লাইগ ট্রেডন এ আসি।
আমার আজ পর্যন্ত হিসাব করলে প্রায় ৯ মাস হয়ে গেছে বলা যায়,আমি এখনো ডেমো করে যাচ্ছি।আর আমার মনে হয়না কেউ কখনো ডেমো ট্রেড ছাড়তে পারবে। কারন ফরেক্সের দুনিয়া বিশাল এখানে প্রতিদিন কিছু না কিছু যোগ হচ্ছেই।আর।এগুলা শেখার জন্য ডেমো ট্রেডের কোন বিকল্প নাই।
আমি ফরেক্স প্রথম এ ৩ মাস ডেমো ট্রেডিং করেছি । তার পর আমি রিয়েল অ্যাকাউন্ট এ ট্রেডিং শুরু করেছি । রিয়েল অ্যাকাউন্ট গিয়ে আমি অনেক লস করেছি । তারপর আমি আবার ডেমো অ্যাকাউন্ট এ ৩ মাস ট্রেড করেছি ।ডেমোতে অনেক সুবিধা আসে।আপনি ডেমোতে লস করতে পারেন, এমনকি পুরো ব্যালেন্স উড়িয়ে দিতে পারেন, কোন সমস্যা নেই। এটা শুধুমাত্র আপনার দক্ষতাকে আরও বাড়ানোর জন্য। আপনি যত ট্রেড করবেন, আপনি তত ট্রেড শিখবেন। আপনি ভালভাবে ট্রেডিং শেখার আগে আপনার রিয়েল ট্রেড শুরু করা উচিত নয়।:tie:
আমি ফরেক্স মারকেট সম্পরকে আগে জানার পর আমি ফরেক্স ট্রেড ভাল অভিজ্ঞতার জন্য ডেম ট্রেড করি অনেক যেমন আমি ডেম করি ৬ মাস পুরা আমি ডেম করি আর এই ডেম করে ফরেক্স ট্রেড সম্পরকে ভাল একটা অভিজ্ঞতা অরজন করি কারন এই অভিজ্ঞতা অরজন করার জন্য আমি ডেম প্রাক্টিস ৬ মাস করার পর আর অনেক দিন আমি ডেম করি ।
যে যত ডেমো করবে সে তত বেশি লাভবান হবেন।এর জন্য কোন নিদ্দস্ট নিয়ম নেই যার শিক্ষতে যেমন টাইম লাগে তার ততটুকু টাইম নিয়ে ডেমো ট্রেড করা উচিত বলে আমি মনে করি।কারন ডেমোর সাথে আপনার ট্রেড বোঝার দক্ষতা জরিয়ে থাকে তাই একটু বেশি সময় নিয়ে ডেমো করা টাই যুক্তিসংগত। আমি মাত্র ১ মাস হল দেম তে ট্রেড করছি।১ মাসেই অনেক কিছু সিক্তে পেরেছি।