ফরেক্স একটি ব্যবসা এখানে লাভ লস হবে এইটা স্বাভাবিক । কিন্তু যারা আমার মত নতুন তারা লস মেনে নিতে পারি না । আমরা সব সময় মনে করি যে সব সময় লাভ হবে । আমি মনে করি অমরা যারা নতুন তারা যদি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে পেলে দিতে পারি তাহলে আমরা সফল হব ।
Printable View
ফরেক্স একটি ব্যবসা এখানে লাভ লস হবে এইটা স্বাভাবিক । কিন্তু যারা আমার মত নতুন তারা লস মেনে নিতে পারি না । আমরা সব সময় মনে করি যে সব সময় লাভ হবে । আমি মনে করি অমরা যারা নতুন তারা যদি এই চিন্তা মাথা থেকে ঝেড়ে পেলে দিতে পারি তাহলে আমরা সফল হব ।
ফরেক্স মাকেটে লস করার মানসিকতা না থাকলে এই মার্কেটে টিকে থাকা যাবে না। লাভের পাশাপাশি লস হতেই পারে। কখন কি হয় বলা কঠিন। আন্দাজের উপর নির্ভর করে এই মার্কেটে ট্রেড করতে হয়। লাভ এর পাশে লস থাকে।
লস মানার ক্ষমতা কারো থাকে না ফরেক্স ট্রেডারদের।আমরা যেকোন একটা ট্রেডে লস করে ফেললে আমাদের মাথাই আর কাজ করে না।তাই আমরা উলটাপালটা ট্রেড ওপেন করে ফেলি আর একাউন্ট ০ করে ফেলি।তাই আমাদের ইমোশনকে কন্ট্রল করা উচিত।
আমি আপনার সাথে সহমত ফরেক্স মার্কেটে লস করলে প্রথম অবস্থায় মানা একটু কষ্টকর। কিন্তু আস্তে আস্তে মেনে নেওয়া যায় যখন দেখী এটি আমার ভুলের কারনেই হয়েছে। আপনাকে লস মানার ক্ষমতা থাকতে হবে। কারন আপনাকে মনে রাখতে হবে যে, প্রত্যেকটি লসই অনেক বড় কিছু শিক্ষা দেয়।
লস মানার মনমানসিকতা না থাকলে ফরেক্স
এ টিকে থাকা যায় না।।
ফরেক্স ব্যাবসা খুব ঝুকিপুর্ন একটি ব্যাবসা । ফরেক্স এ তো লস হতেই পারে । এ নিয়ে তো এত মন খারাপ করার কিছুই নেই । ফরেক্স একটি ব্যাবসা । আর এটিকে ব্যাবসা হিহেবে নিতে পারলেই আমাদের জন্য অনেক ভালো হবে । ফরেক্স করতে করতে অনেক সময় দেখা যায় যে আমাদের লস হয় । এটা খুবই স্বাভাবিক ব্যাপার । লস করলে সেটা নিয়ে মন খারাপ না করে সেখান থেকে শিক্ষা গ্রহন করে আরও অনেক বেশি দক্ষতা অর্জন করে সামনের দিকে এগিয়ে যাবার জন্য চেষ্টা করতে হবে।
ফরেক্স যেমন খুব লাভবান একটি বিনিয়োগ বাজার তেমনি খুব লোকসান হওয়ার ও সম্ভবনা আছে । পৃথিবীর সকল ব্যবসায়ের ই লাভ লোকসান আছে । লাভ লোকসান ছাড়া কোনো ব্যবসায় হয় না । তাই আমাদের লোকসানকে ইতিবাচক ভাবে নিতে হবে । লসে পরে অনেকে আবেগপ্রবণ হয়ে আরো টাকা বিনিয়োগ করে কিংবা আবেগপ্রবণ হয়ে অবাস্তব আকাঙ্খায় ভুল ট্রেড করে বসে । এতে লোকসান তো পুরণ হয় ই না লোকসানের পরিমান আরো বেড়ে যায় । তাই আমাদের লোকসান কে মেনে নিতে শিখতে হবে ।
গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। ট্রেড ওপেন করার পর সেই ট্রেডটা লস এর দিকে চলে যাচ্ছে তাহলে এখন কি করবো উল্টাদিকে কি অন্য অরেকটা ট্রেড ওপেন করবো নাকি করবো না। এরকম ভাবতে ভাবতেই ট্রেড ওপেন করে ফেলি পরে যেটা হয় লস এর পরিমান আরো বেড়ে যায়। এই রকাম ভুল যেন না হয় তার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। লসকে মেনে নেয়ার মানসিকতা রাখতে হবে।
হে ভাই অন্যান্য সব ব্যেবসার মতই ফরেক্স মার্কেটে ও আপনাকে লস কে মানতে হবে আপনি যদি মনে করেন আপনি ভুল ট্রেড ওপেন করেছেন অথবা মার্কেট আপনার উল্টা দিকে যাছে তাহলে লস মেনে আপনার ট্রাড ক্লোজ করা উচিত তাতে হয়তো আপনি বড় ধরনের লস থেকে বাচতে পারবেন
ব্যবসায় লাভ লস হবেই। আর ফরেক্স এর ক্ষেত্রে কথাটার সত্যতা আরো বেশি। তাই আপনি যদি ফরেক্স এ লস করে থাকেন তাহলে তা নিয়ে দুশ্চিন্তা না করে কিভাবে এই লসকে কাটিয়ে উঠা যায় তা নিয়ে আপনাকে ভাবতে হবে। তারচেয়েও বড় কথা হল আপনার লসের কারন খুজে বের করে তা সংশোধন করতে হবে।