মানুষ মাত্রই ইমোশনাল। আর লোভ প্রত্যক্ টা মানূষের ভিতরে আছে। অনেক সময় ভালো ট্রেডার রা ও লসে পরে থাকে বিভিন্ন কারনে। ফরেক্স ট্রেড ঝুকিপূর্ন ব্যবসা। এখানে যেমন লাভের সুযোগ আছে তেমনি লস ও করা যায়। ট্রেড করার আগে অনেক ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হয়।
Printable View
মানুষ মাত্রই ইমোশনাল। আর লোভ প্রত্যক্ টা মানূষের ভিতরে আছে। অনেক সময় ভালো ট্রেডার রা ও লসে পরে থাকে বিভিন্ন কারনে। ফরেক্স ট্রেড ঝুকিপূর্ন ব্যবসা। এখানে যেমন লাভের সুযোগ আছে তেমনি লস ও করা যায়। ট্রেড করার আগে অনেক ভেবে চিন্তে ট্রেড ওপেন করতে হয়।
লোভে পাপ পাপে মৃত্যু। প্রধান যে কারনে ভাল ট্রেডারদের পতন হয় তা হলো লোভ, ভাল ট্রেডাররা অধিক পরিমানের টাকা আয় করতে গিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমানে লস খায়। তাই লোভ পরিত্যাগ করুন।
যে ফরেক্স সম্পর্কে অনেক ভাল জানে , ফরেক্সের উপর ভাল জ্ঞান , দক্ষতা আছে , ফরেক্সে ভাল ট্রেড করতে পারে তারও পতন হতে পারে একটি দোষে , আর সেটা হলো লোভ করা । যতো ভাল ট্রেডার হোক না কেন ফরেক্সে লোভ করলে ফরেক্স থেকে কিছুই পাওয়া যায় না । ফরেক্স কোন লোভের স্থান নয় , এখানে যারা লোভ ছাড়া বুঝে ট্রেড করে কাজ করতে পারে তাদের জন্য ফরেক্স অনেক ভাল একটা মাধ্যম টাকা আয় করার জন্য । তাই ফরেক্সে লোভ করা যাবে না ।
আমি মনে করি ফরেক্স ব্যবসায় যেটি সবচেয়ে কন্ট্রোল এর বিষয় সেটি হচ্ছে লোভ এবং ধৈর্য্য।বেশীরভাগ ট্রেডাররাই তাদের লোভ কে সামলাতে পারেন না যার কারনে নিজেরাই নিজেদের পতন বয়ে আনে।অনেক ভালো ট্রেডাররাও একটা সময় এই লোভ কে সামলাতে পারেন না তাই একসময় তারাও পতনের সম্মুখীন হয়।তাই ধৈর্য্য ধরে লোভ কে কন্ট্রোল করুন আর সফল হোন।
ফরেক্সে আমরা অনেকে ধর্য ধরতে চাইনা রাতারাতি বড়লোক হতে চাই অনেক ইনকাম করতে চাই, যদি এই মন মানসিকতা পাল্টাতে না পারি তাহলে আমাদের অবশ্যই পতন হবে ট্রেড মার্কেটে তাই সবাইকে এই মন মানসিকতা পাল্টাতে হবে। অভিজ্ঞ ট্রেডাররা এই কাজগুলো করেন না। আপনি লোভ পরিহার করুন তাহলেই আর অত তারাতারি পতন হবে না। খুব বেশি ইনকাম না করতে পারলেও আপনি মার্কেটে অন্তত টিকে থাকতে পারবেন।
ফরেক্সে একজন ট্র্বেডারের পতনের মুল অর্থ হলো ফরেক্স ট্রেডিং করার সময় অতিরিক্ত লোভ করা।। আমরা সবাই কম বেশি লোভি।। ফরেক্স ট্রেডিং করার সময় আমাদের লোভকে আমরা কন্ট্রোল করতে পারি না।। ফরেক্স ট্রেডিং করার জন্য আমাদের লোভকে বাহিরে ফেলে আসতে হবে।।।
এক জন ট্রেডারের বিভিন্ন কারনে পতন হতে পারে তবে আমি যে সকল কারনে আমি বিভিন্ন সময়ে বড় ধারনের লসের মুখে পড়েছি:
১) রানিং ক্যান্ডেলে কোন দিকে বড় রকম মুভ হচ্ছে সেদিকে বা তার বিপরীদ দিকে বড় লটেট্রেড ধরে।
২) নিউজ টাইমে বড় লটে ট্রেড করে।
৩) একটা ট্রেড করে সেটা লসে যাচ্ছে আবার ১০০ বা ১৫০ পিপস বিপরীদে যাবার পরে সেদিকে ট্রেড ধরে, ধন্যবাদ।
অনেক ভাল ট্রেডারের পতন হয়, যে দোষ গুলো হলো গর্ব করা, প্রতিদিন এনালাইসিস না করা, মানি ম্যানেজমেন্ট না করা, ফরেক্স নিউজ না দেখে ট্রেড করা, মার্কেট ট্রেন্ড না বুঝে ট্রেড করা । আরো অনেক কিছু আছে যার জন্য একজন ভালো ট্রেডারেরও পতন হয় । আমি ভাল ট্রেডার হলে আমি সব রুলগুলো মেনে চলবো সবসময় ।
লোভ এমন একটা জিনিস যার কারণে একজন ভাল ট্রেডারেরও সুন্দর গোছানো ট্রেডিং লাইফে পতন ঘটতে পারে । ফরেক্স মার্কেটে যখন কোন ট্রেডার লোভ করবে না তখন তাকে চরম ধৈর্য্যর পরিচয় দিতে হয় । মুলত আমরা লোভকে বশে রাখতে পারি না যখন দেখি মার্কেটে প্রচুর ফ্লো । তবে আমি মনে করি প্রকৃত ভাল ট্রেডার ধৈর্য্যকে সাথী করেই বিজয়ী হয়ে থাকে ।
অধীক লোভে একজন ভাল ট্রেডারও পতন হতে পারে । তাই উচিত যে আপনি একজন ভাল ট্রেডার সফল ট্রেডার হযও কখনো লোভ করবেন তাহলে আপনার সব শেষ হয়ে যাবে এক নিমিষেই । কাই আপনারা কেউ এই ভুলটা করবেনা । সব সময় সতর্ক হয়ে চললে এমনটা কখনো হয় না ।