ফরেক্স আমাকে স্বপ্ন দেখিয়েছে নতুন ভাবে বাঁচার। আমি ফরেক্স থেকে যা পেয়েছি তা ভুলার মত নয়।।ফরেক্সকে এমনভাবে নিয়েছি যে এখন অনেক পড়াশোনা করি,প্রচুর পরিশ্রম, নিয়মানুবর্তিতা ইত্যাদি ফলো করি।আর এসব কিছুই আমি ফরেক্স থেকে পেয়েছি।আর ভবিষ্যতে আশা করছি ফরেক্স থেকে অর্থউপার্জন করে নিজের কর্মের ব্যবস্থা করতে পারবো।