-
ভাই আমাদের মার্কেট এ মাদার কারেঞ্চি বলে আমরা জাকে বুজি সা হচ্ছ উসডী এই কারেঞ্চি ছাড়া এর যদি কোন কারেঞ্চি দুইতি বাছাই করে আপনি মার্কেট করেন তবে তাই ক্রস কারেঞ্চি । এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি ।
-
ফরেক্স মার্কেটে ক্রস কারেন্সি পেয়ার বলতে বুঝায় যখন ডলার সমৃক্ত ব্যাতিত অন্য কোন কারেন্সি তে* বিট করা হয়। উদাহরণ স্বরূপ eur/jpy gbp/cad aud/chf ইত্যাদি। ব্রোকার ভেদে ক্রস কারেন্সিতে স্পীড সংখ্যা বেশি বা কম থাকে।
-
ক্রস পেয়ার এ ট্রেডার সংখ্যা অনেক কম। কারন এই সব পেয়ারে মুভ অনেক বেশী হয়। স্পেড ও অনেক বেশী থাকে। অনেককে আবার এই সব পেয়ার এর বৈশিষ্ট জানেন না। তাই ক্রস পেয়ার এ ট্রেড করলে একটু বুজে শুনে ট্রেড করা উচিত। ভাই ফরেক্স মার্কেটে তিন ধরনের কারেন্সি পেয়ার রয়েছে যেমন : মেজর কারেন্সি, মাইনর কারেন্সি এবং ক্রস কারেন্সি ইত্যাদি। তো এগুলোর মধ্যে আপনি যেগুলোতে মনে করেন eur এবং usd নাই সেগুলোকে ক্রস কারেন্সি বলা হয়।
-
ফরেক্সে যখন একটি কারেন্সি পেয়ারের দুটো কারেন্সির কোনটিই ডলার নয়, তখন তাকে বলা হয় ক্রস কারেন্সি পেয়ার বলে। ফরেক্সে দুধরনের কারেন্সি রয়েছে, মেজর কারেন্সি এবং মাইনর কারেন্সি বা ক্রস কারেন্সি। মেজর কারেন্সি হলো, ইউরো ইউএসডি, জিবিপি ইউএসশি, ইউএসডি ক্যাড, নিউজিল্যান্ড ইউএসডি, ইউএসডি জেপিওয়াই, অস্ট্রেলিয়া ইউএসডি ইত্যাদি।
-
ফরেক্স মার্কেট্রের মেজর যে আটটি কারেন্সী রয়েছে,তার সবকটির মধ্যেই ইউএসডি কারেন্সী বিদ্যমান এবং এই কারেন্সীটাকেই সবাই গুরুত্ব দিয়ে থাকে । অন্য যেকোন একটি কারেন্সীর সাথে ইউএসডি জুড়ে থআকে । যে সকল কারেন্সি পেয়ার এ আপনার ব্যালেন্স এর কারেন্সি নেই ওইগুলোই ক্রস কারেন্সি পেয়ার।
-
কারেন্সি পেয়ার মূলত জোড় আকারে থাকে আপনরা নিশ্চই তা খেয়াল করেছেন যেমন eur/usd,jbp/usd,usd/jpy ইত্যাদি কিন্তু ফরেক্স মার্কেটে এগুলো ছাড়াও আরও অনেক কারেন্সি পেয়ার রয়েছে যাদের মধ্যে usd বা ডলার কারেন্সি নেই অন্য কারেন্সির সমন্বয়ে কারেন্সি পেয়ার গঠিত হয়েছে আর মূলত ঐ সকল কারেন্সি পেয়ারকে ক্রস কারেন্সি পেয়ার বলে।
-
ফরেক্স মার্কেটে সবগুলো কারেন্সি পেয়ার আকারে কেনাবেচা করা হয়।আপনি সেসব পেয়ারে ট্রেড করেন তার মধ্যে দেখবেন কতগুলো পেয়ারে ইউএসডি আছে আবার কতগুলো পেয়ারে ইউএসডি নাই।যেসব কারেন্সি পেয়ারের যেকোন একটি ইউএসডি তাকে ফরেক্স মার্কেটে মেজর কারেন্সি পেয়ার বলে।আবার এই জোড়াগুলিতে স্থিতিশীল অর্থ ইউএসডি না থাকায় মুদ্রা জোড়ার মুভমেন্ট যেকোন সয়ম পরিবর্তন হতে পারে।এতে লসের সম্ভাবনাই বেশি থাকে।
-
আমাদের মার্কেট এ মাদার কারেঞ্চি বলে আমরা জাকে বুজি সা হচ্ছ উসডী এই কারেঞ্চি ছাড়া এর যদি কোন কারেঞ্চি দুইতি বাছাই করে আপনি মার্কেট করেন তবে তাই ক্রস কারেঞ্চি । এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি ।যেসকল কারেন্সি পেয়ারের একটাও ইউএসডি নয় সেগুলোই হলো ক্রস কারেন্সি। কারেন্সি পেয়ার গুলো হল ডলার, ইউরো, জিবিপি, জেপিওই,আর অনেক পেয়ার আছে এর মধ্যে ইউএসডি পেয়ার যদি না থাকে সেই পেয়ারকে ক্রস পেয়ার বলে যেমন ইউর/জিবিপি,জিবিপি/জেপিওয়,আর অনেক পেয়ার আছে।
-
বিভিন্ন কারেঞ্চি নিয়ে ট্রেড করি। ফরেক্স মার্কেট এ দুই দরনের কারেঞ্চি নিয়ে আমরা ট্রেড করি। জেমন-১মেজর কারেঞ্চি,২ক্রস কারেঞ্চ।ক্রস কারেঞ্চি হচ্ছে এউএসডী বেতিত সকল কারেঞ্চি। আর এউএসডি আছে এমন কারেঞ্চি কে আমরা ফরেক্স মার্কেট এর ভাষয় মেজর কারেঞ্চি বলি। এই সব কারেঞ্চি এর সমন্বয়ে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করি।এছাড়া আমরা আরও বিভিন্ন ধরনের ট্রেড আমরা ফরেক্স মার্কেট এ করি।
-
ভাই আমাদের মার্কেট এ মাদার কারেঞ্চি বলে আমরা জাকে বুজি সা হচ্ছ উসডী এই কারেঞ্চি ছাড়া এর যদি কোন কারেঞ্চি দুইতি বাছাই করে আপনি মার্কেট করেন তবে তাই ক্রস কারেঞ্চি । এই গুলা মার্কেট আথাকায় অনেক সুবিধা হয়াছে । আখন অনেক বেশি কারেঞ্ছি নিয়া আমরা মার্কেট করতে পারছি ।