বেশির ভাগ ট্রেডার মনে করে লস ধরে রাখলে এক সময় তা লাভে পরিণত হবে কিন্তু এটা বুঝে না যে একটা লসের কারণে তার অনেক গুলোা ট্রেড বন্ধ হয়ে থাকে এমনকি লিভারেজের পরিমাণও অনেক হ্রাস পেয়ে থাকে যা পরবর্তীতে অন্য কোন ট্রেড ওপেন করার তার জন্য খুবই বিপদজনক হয়ে পড়ে। এছাড়াও মানি ম্যনেজমেন্ট এর দিক দিয়েও সে খুব অসহায়ক অবস্থার মধ্যে থাকে। তাই আমি মনে বসে বসে লস না পুষে ওটা বন্ধ করে দেওয়াই সবচেয়ে ভাল হবে। যাতে পরবর্তীত আপনি নতুন ট্রেড করেও ভাল প্রফিট অর্জন করতে পারবেন। আর এটা অনেকেই করতে পারে না বিধায় বেশির ভাগ ট্রেডার ফরেক্স মার্কেট লস খেয়ে থাকে।