-
বেশি লাভের আশায় সেন্টিমেটাল হয়ে ট্রেড করার কারনেই অধীকাংশ ট্রেডাররা লস খায় । ধৈর্যহীনভাবে ট্রেড করাও এটি একটি বড় কারন । মার্কেট কারো নিয়মে চলেনা । এখানে ভাল করতে হলে অবশ্যই কোননা কোন ভাল স্ট্রাটেজি অনুসরন করতে হয় । সঠিকভাবে মার্কেট অ্যানালাইসিস করতে না জানার করনে এবং অতিরিক্ত লোভ করে ট্রেড করার কারনেই ট্রেডাররা লস করে ।
-
আমার মনে হয় সবারই প্রথম দৃষ্টিতে ফরেক্স কিন্তু সহজ মনে হয় । কারন যেহুতু লাভ অথবা লস, আন্দাজে ট্রেড করে অনেকেই প্রচুর লাভ করে ফেলে । তখন তারা সিদ্ধান্ত নেয় যে রিয়েল ট্রেডিং করবে । কিন্তু আপনি লস না করলে কখন বুঝতে পারবেন না যে কিভাবে আপনি ঐ সকল অবস্থাগুলো পরে মোকাবেলা করবেন । সেজন্য আপনাকে অনেকদিন সিরিয়াসলি ডেমোতে ট্রেড করতে হবে ।
-
ফরেক্স মার্কেটে বেশিভাগ ট্রেডার লস খায় অন্যতম প্রধান কারণ হচ্ছে লোভ ও দক্ষতা ছাড়াই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য।এই সল ট্রেডার ভালোভাবে ডেমো পাক্টিস না করে অধিক লোভ পড়ে লাভের আশায় রিয়েল একাউন্ট খুলে ট্রেড করা শুরু করে এবং পরিনিতি সরুপ একাউন্ট জিরো করে থাকে।এছাড়াও ফরেক্স মার্কেটে লস খাওয়ার আরও অনেক কারন রয়েছে যেমন অভারট্রেড করা,যৈর্যহীনতা,কোনপ্রকার এনালাইসিস না করা ও সাপোর্ট ও রেসিসটেন্স লেভেন সঠিক ভাবে নির্ধারন না করে ট্রেড করা
-
ফরেক্সে লসের অনেকগুলি কারণ থাকে । তন্মধ্যে কিছু ট্রেডার নিজের ব্যলেন্স দ্বগুন করার লোভে লস করে থাকে । আবার কিছু কিছু ট্রেডার রয়েছেন যার অন্য জনের পরামর্শ অনুযায়ী ট্রেড করে । কেঊ কেঊ তো অভিজ্ঞ ফরেক্স ট্রেডার ভাইদের নিকট থেকে টাকার বিনিময়ে পরামর্শ কিনে থাকেন ।অন্যজনের কাছ থেকে নয়,বরং নিজে নিজে অ্যানালাইসিস করে তারপরই ট্রেড করুন ।
-
আমি মনে করি ৯৫% ট্রেডার লস খায় কারন আমি এখনো প্রপিট করতে পারিনাই যদি এই ভাবে লস করতে থাকি আমি নিজেকে ফরেক্স থেকে দুরে চলে যেতে হবে লসের একটা সীমা থাকে। আমি মনে করি ৯৫% লস করে। আপনাদের মতামত জানান।
-
বেশির ভাগ ট্রেডার তাদের ট্রেডে লস করে বিভিন্ন কারনে , বেশি বেশি লোভ করার কারনে , সঠিক ভাবে এ্যানালাইসিস্ না করলে , বেশি সিগনালের উপর নির্রভরশীল হলে , আর ভাল করে ফরেক্স না শিখার কারনে ট্রেডার গণ বেশি বেশি লস করে । আমি মনে করি ফরেক্স মার্কেটে তখনই আসতে পারে যখন সে পুরনাঙ্গ ধারণা লাভ করতে পারেন।
-
আমিও একজন নতুন ট্রেডার । তবে আমি অনেক বেশি উদ্বিগ্ন ছিলাম এটা শুনে যে ফরেক্স মার্কেটে প্রায় ৯০% ট্রেডার লস করে থাকে ! তবে অনেক পরে নিশ্চিত হলাম যে এই ৯০% হল নতুন ট্রেডার । আর এর পেছনে অনেক বেশি যুক্তিযুক্ত কারণ রয়েছে । একজন নতুন ট্রেডার দক্ষতাবিহীন এখানে এসে স্বাভাবিকভাবেই লস করতে পারে ।
-
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।
-
হ্যা বন্ধু আপনি একদমই ঠিক বলেছেন যে ৯৫% বিগেনাররা ফরেক্স ট্রেডিংয়ে এসে লস করে থাকে তবে যে শুধু বিগেনাররাই লস করে তা্ও নয় অনেক পুরাতন ট্রেডাররাও লসের কবলে পরে এবং একাউন্ট জিরো করে তবে একটা বিষয় ঠিক যে সব ধারনের ট্রেডারার নিয়ম না মানার কারনে লস করে। ধন্যবাদ।
-
আমার মনে হয় অধিকাংশ ট্রেডার সিগন্যালের ওপর নির্ভরশীল । বন্ধুদের কথায় বা অপরিচিত লোকের কথায় ট্রেড করে । নিজে কোন অ্যানালাইসিস না করে কেউ বাই করতে বললেই বাই করে, সেল করতে বললে সেল করে । পরিনামে লস। আবার কেউ কেউ তো $১০০-$২০০ দিয়ে সিগন্যালও কিনে থাকেন । কিন্তু একটা কথা ভাবুন, যদি সিগন্যাল গুলো আসলেই সবসময় পারফেক্ট হত, তাহলে কেন সিগন্যাল প্রভাইডার তা বিক্রয় করছে ? সে নিজে ট্রেড করেই তো বিল গেটস হয়ে যেতে পারে । সুতরাং, কারো কোন কথা শুনে বা চার্ট দেখে ঝোঁকের বসে ট্রেড করবেন না । নিজে যা বুঝেন, তা দিয়ে ট্রেড করার চেষ্টা করুন । আরও শেখার চেষ্টা করুন । অন্যদের জিজ্ঞেস করুন।