-
স্বাভাবিকভাবে দেখতে গেলে প্রতিটা ব্যবসার লাভ ,লস দুটোই আছে । এর বাইরে কোন ব্যবসা নেই । ফরক্স বাজার ও এর বাইরে নয় । তবে যে কোন ব্যবসাই লস হলে মন খারাপ হয় । আবার বরধরনের লস হলে মানুসিক অবস্থা খারাপ হয়েযায় । তাই ফরেক্স মার্কেটে অনেক বুঝে সুনে করতে হয় ।
-
আমরা জানি প্রতিটা ব্যবসার লাভ ,লস দুটোই আছে । এর বাইরে কোন ব্যবসা নেই । ফরক্স বাজার ও এর বাইরে নয় । তবে যে কোন ব্যবসাই লস হলে মন খারাপ হয় । আবার বরধরনের লস হলে মানুসিক অবস্থা খারাপ হয়েযায় । তাই ফরেক্স মার্কেটে অনেক বুঝে সুনে করতে হয় ।
-
আমরা জানি যে কোন ব্যবসায় লস করা মানসিক ভাবে অনেক যন্ত্রনা দায়ক । আমরা লসকে কোন ভাবেই মেনে নিতে পারি না । অন্যদিকে লস না করলে ভাল ট্রেডারও হওয়া যায় না । মার্কেটে লস করলে আমরা মানসিক ভাবে ভেঙ্গে না পড়ে লস থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত । বারবার লস করতে থাকলে ট্রেড করার প্রতি অনিহা চলে আসে যা আমাদের ফরেক্স মার্কেট থেকে অনেক দুরে ঠেলে দেয় ।
-
লস হলে অবশ্যই তা সহজে মেনে নিয়ে নিশ্চিত হতে হবে যে আপনার শিক্ষার অভাব রয়েছে৷১০০ ভাগ রিস্ক্ ফ্রি ডেমো ট্রেডিং করে করে ট্রেডিং কৌশলগুলো ভালো ভাবে আয়ত্ত্ব করে নিতে হবে৷অবশ্যই দীর্ঘদিন আন্তরিকতার সাথে প্র্যকটিস করতে হবে৷অত্যন্ত গুরুত্ত্বপূর্ণ গুণ হলো দৃঢ়তা,মনোযোগ,ধৈর্য্য,নির্লোভ মন৷এখানে গোরামীর বা আবেগের প্রশ্নই আসেনা৷লোভ ও অধৈর্য্যই হলো মূল সমস্যা৷
-
কোন কিছুতে লস করলে তা থেকে যে কারই হোক না কেন তা থেকে অনেকটা খারাপ লাগে। তা কোন ব্যবসা হোক বা কোন কিছুতে লস করলেই অনেকটা খারাপ লাগে যে মনে হয় যে আমিও মনে হয় অনেকটা বোকা যে আমি লস করলাম। তবে যাই হোক ফরেক্স মার্কেট এ লস করলে অনেকটা খারাপ লাগে । আমি যখন এই ফরেক্স মার্কেট এ নতুন ট্টেড করে লস করেছি তখন আমার ও অনেকটা খারাপ লেগেছিল। তারপর আমি যখন আবার নতুন করে শুরু করলাম এখন আমার কাছে এই ফরেক্স অনেকটা ভাল লাগে এবং আমি এখন লাভ করছি লস করছি খুব কম।
-
ফরেক্স মার্কেট এ আগে আমার ট্রেড করার সময় লস হলে অনেক খারাপ লাগতো এখন ফরেক্স মার্কেট এ আমার লস হলে কিছু মনে হয় না কারন ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমার ২ থেকে ১ ট্রেড লস হইতে পারে তাই এই লস মেনে নিতে হবে আপনি কি কারন এ লস করলেন আপনি যদি খুজে বের করতে পারেন তা হলে আপনার লস এর পরিমান অনেক কমে যাবে তাই ফরেক্স মার্কেট এ লস হলে কিছু মনে না করে ভাল করে ট্রেড করতে হবে
-
আমার মনে হয় ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে কি কারনে লস হলো সেটি খুজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।
-
ফরেক্স মার্কেটে লস হলে মনের অবস্থা খুবই খারাব হয়ে যায় । যে লস করে সেই বোঝে লসের কি কষ্ট ? অামরা তাই লস করার অাগেই লস যাতে না হয় সেদিকে খেয়াল অথবা সচেতন হতে বাধ্য হব । অামরা এ কথা মনে রাখব যে , কাজের অাগে মর্মতা বুঝতে হবে ।
-
অবশ্যই ফরেক্স এ লস করলে মানসিক অবস্থা অনেক খারাপ হয়। কিন্তু মনে রাখতে হবে যে প্রতিটি লস আমাদেরকে একটি বড় ধরনের শিক্ষা দেয়। আর প্রতিটি ব্যবসায় লাভ লস রয়েছে। লাভ লস ব্যতিত কোনো ব্যবসা হতে পারে না। তাই লস করার পরে ফরেক্স থেকে বিদায় না নিয়ে কি কারনে লস হলো সেটি খুজে বের করা এবং ভালো ভাবে ট্রেড শুরু করা।
-
একটানা তিন বচ্ছর লস করে আসচ্ছি তারপর ও আশা ছারিনি। কারন আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে যে আমি সফল ট্রেডার হবই। ইচ্ছা থাকলে উপায় হয়। সে কারনে আমি নিরলস ভাবে ফরেক্স এ পরিশ্রম করে যাচ্ছি। আর একবার সঠিকভাবে লস কমাতে পারলে আর সেই ভুল ট্রেড গুলো পুনরায় ঘটব্এ না।