-
ফরেক্স বিজনেস করতে আগ্রহী। কিন্তু দুঃখের বিষয় ফরেক্স বিজনেসে ৯০-৯৫% ট্রেডার শুধু লস করে থাকেন। এর কারন হচ্ছে অভিজ্ঞতার অভাব,মার্কেট সম্পরকে ভাল জ্ঞান না থাকা,নিয়ম না মেনে ট্রেড করা, অতিরিক্ত লোভ। ফরেক্স কোন খেলা নয়। এখানে ট্রেড করতে হলে জেনে,বুঝে করতে হবে।
-
ফরেক্স এ বেশিরভাগ ট্রেডার লস করে তাদের নিজেদের দোষে। ফরেক্স এ আমরা আমাদের কারনেই লস করি। আমরা লস ঠেকাতে স্টপ লস এবং টেক প্রফিট ব্যবহার করতে পারি। কেননা এট ব্যবহার করে আমরা লস অনেকাংশে কমাতে পারি।
-
ফরেক্স মার্কেটে অধিকাংশ মানুষ বড় একটা আশা নিয়ে, যা বাস্তবতার সাথে কোন মিল থাকে না, অতিরিক্ত লোভ, অধৈর্য্য হওয়া, ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান না থাকা যার কারনে প্রায় সব ট্রেডাররা লস করেন। নতুন অবস্থায় বেশীর ভাগ ট্রেডার ঝরে পড়ে কারন তারা ধৈর্য্য রাখতে পারেন না বা লস কে মেনে নিতে পারেন না। বেশীর ভাগ নতুন ট্রেডার যারা তাদের থাকে অতিরিক্ত আশা যে ট্রেড করবে আর অল্প সময়ে অনেক টাকা আয় করবে, যার কারনে তারাতারি বেশী ট্রেড এবং বড় লটে ট্রেড করেন যা আরও বেশী বিপদে ফেলেন নিজেদেরকে।
-
ফরেক্স ট্রেডিং এর মাধ্যমে আমরা প্রায় সবাই খুব দ্রুত প্রচুর প্রফিট করে খুব ধনী হতে চাই৷অথচ বাস্তব অত্যন্ত কঠিন,বিপরীত চেহারা যা নতুন ট্রেডারগণ চিন্তাও করতে পারবেনা৷যেহেতু এই মার্কেটে লিকুইড মানি বা চলমান তরল মুদ্রা দিয়ে ট্রেড করা হয় যা কোনো ব্যাক্তি বা গোষ্ঠীর দ্বারা কখোনোই নিয়ন্ত্রণ সম্ভব নয় তাই অত্যন্ত ঝুকিঁ থাকে৷এই ঝুকিঁ এড়ানোর জন্যই অনেক কৌশল শিখতে হয়৷ফরেক্স ট্রেডিং অবশ্যই তার নিজস্ব কৌশলে চলছে৷সেগুলো ভালোভাবে শিখে আয়ত্ত্ব করে সঠিক নিয়মে ট্রেড করতে হবে৷ ফরেক্স এমন একটি জায়গা যেখানে না শিখে এলে ধরা খেতে হবেই । নতুন ট্রেডারদের মধ্যে শতকরা ৯৫ জন লস করে । আর ফরেক্স মার্কেটে আপনি লোভ করলেন তো মরলেন । অধিকাংশ নতুন ফরেক্স ট্রেডার মার্কেটে লোভের বসে ট্রেড করে থাকে । তাই তারা তাদের এ্যাকাউন্ট হারিয়ে ফেলে ।
-
প্রধান কারন হচ্ছে দক্ষতা এবং অবিজ্ঞতার অভাব অল্প অনেক টাকা আয় করতে চাওয়া ট্রেডাররাই অনেক বেশি লস করে কারন তারা অনেক বড় লডে ট্রেড ওপেন করে এতে করে বেশি লাভের আশা করতে গিয়ে একাউন্ট জিরো করে বসে তাই আমার মতে প্রতিটি ট্রেডার এর দরকার। যদি ফরেক্স ট্রেডিং সম্পকে ভালোবাবে না জানি এবং ট্রেড করি তাহলে ৯০-৯৫% সদস্যরা লুজার হওয়াটাই সাভাবিক।ট্রেডার লস করে কিভাবে এটা কিভাবে আপনারা সমীকরন বা জরিপ করলেন সে সম্পর্কে কিছু লেখা নেই কারন জরিপ সম্পর্কে কোন তথ্য পড়লে কোন সংস্হার নাম উললেখ থাকে।
-
ফরেক্স ব্যবসা অন্য ব্যবসার তুলনায় আলাদা এবং মজার। এই কারনে অনেকেই ফরেক্স ব্যবসা করতে আগ্রহী। কিন্তু দুঃখের বিষয় ফরেক্স ব্যবসায় ৯০-৯৫% ট্রেডার শুধু লস করে থাকেন। অনেকের ধৈর্য কম, ধৈর্য থাকলেও একটা সময় লস করতে করতে হতাশ হয়ে যায়, মানি মেনেজমেন্ট ফলো না করা, ভালো ভাবে এনালাইজ না করা, বেশি বেশি লাভ করতে চাওয়ার প্রবনতা, ঠিক ভাবে শুরু থেকেই না শেখা ইত্যাদি অন্যতম কারন
-
কেবল মসজিদে কাজ করে যা আপনি জীবিত থাকলে আপনি এতে কাজ করতে সক্ষম হবেন তবে পুরুষরা এতে কাজ করতে পারবেন না আমি কেবল বাণিজ্য সম্পর্কে জানি know মুরগি সম্পর্কে আমি আরও জানি। এটি দুঃখজনক নয় যে আমি কেবল আমার সম্পর্কে হালকা হতে হবে না আমার অন্য সমস্ত কিছু নিয়ে আসা উচিত তবে আপনি কঠোর পরিশ্রম করা উচিত তাই আপনার কঠোর পরিশ্রম করা উচিত যাতে আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারেন। ট্রেডিং সম্পর্কে সঠিক ভাবে শিখে মাঠে নাম, আমার জানা অনুজাই আমি অনেক কেই দেখেছি যারা ট্রেডিং সম্পর্কে পূর্ণ জ্ঞান না রেখেই মার্কেট এ নেমে পরে, এবং অভার আশা করে, প্রথম প্রথম কিছু কর এঅতপর লস এর সম্মুখীন হয়ে তারা মনে করে ট্রেডিং ভালো না এখানে কেবল লস, তাদের কে প্রথম শিখতে হবে অতপর শুরু করতে হবে.ফরেক্স মার্কেটে শতকরা ৯৫ জন লস করে কথাটা ঠিক না । আপনি বলতে পারেন যে ফরেক্স মার্কেটে নতুন ট্রেডারদের মধ্যে শতকরা ৯৫ জন লস করে । যারা ফরেক্স মার্কেটে ৪-৫ বছর নিয়মিত লেগে আছে এবং প্রতিদিন কিছু শিখছে তাদের মধ্যে খুব কম লোকই আছে যারা লস করে ।