কোন দেশের অর্থনৈতিক , রাজনৈতিক, সামাজিক ইত্যাদি অবস্থার প্রভাবে মুদ্রার মূল্যমান পরিবর্তন এর বিস্তারিত বিষয়ের আলোচনাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস। ফান্ডামেন্টাল এনালাইসিস *খুবই *গুরুত্বপূর্ন । এর ওপর ফরেক্সে এর সফলতা নির্ভর করে ।
Printable View
কোন দেশের অর্থনৈতিক , রাজনৈতিক, সামাজিক ইত্যাদি অবস্থার প্রভাবে মুদ্রার মূল্যমান পরিবর্তন এর বিস্তারিত বিষয়ের আলোচনাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস। ফান্ডামেন্টাল এনালাইসিস *খুবই *গুরুত্বপূর্ন । এর ওপর ফরেক্সে এর সফলতা নির্ভর করে ।
যারা ফান্ডামেন্টাল আনাল্যসিস করে তাদের জন্য ফরেক্স নিউজ খুবই গুরুত্বপূর্ণ । আর এই নিউজগুলো অর্থনৈতিক বা রাজনৈতিক হয়ে থাকে । কোন দেশে অর্থনৈতিক বা রাজনৈতিক পরিস্থিতি সে দেশের কারেন্সি তে প্রাভব ফেলে । কোন দেশের অর্থনৈতিক নিউজ গুলো একটি নির্দিষ্ট সময়ের হয়ে থাকে যেমন, সপ্তাহিক, মাসিক, প্রান্তিক, বার্ষিক ইত্যাদি । আর কারেন্সি পেয়ারকে বেশি প্রভাবিত করে এমন নিউজ গুলো হল- সুদের হার, জিডিপি, বেকারত্বের হার, মনিটারি পলিসি, ইত্যাদি ।
ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর মাধ্যমে সব দেশের বর্তমান এবং ভবিষ্যৎ অবস্থা সম্পর্কে জানা যায় একটি দেশের অর্থনৈতিক,সামাজিক অথবা রাজনৈকি ইত্যাদির ওপর ভিত্তি করে যে অ্যানালাইসিস করা হয় তাই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভালোভাবে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে তারপর যদি ফরেক্স মার্কেটে ট্রেড করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব আর আপনারাও চেষ্টা করেন লাভবান কিভাবে হওয়া যায় ।
যেকোনো দেশের অর্থনীতি ভালো করছে এবং কোনো দেশের অর্থনীতি খারাপেরর দিকে যাচ্ছে তা ফান্ডামেন্টাল এনালাইসিস করে জানা যায়।অর্থ নৈতিক, সামাজিক, রাজনৈতিক ইত্যাদির ওপর ভিতি করে যে এনালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল এনালাইসিস বলে।ফান্ডামেন্টা এনালাইসিস করে আপনি জানতে পারবেন কোনো দেশের বর্তমান বা ভবিষ্যৎ অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তবে ঐ দেশের কারেন্সি শক্তিশালী হয়।
তাত্ক্ষণিকভাবে মৌলিক পরীক্ষা শেখার জন্য কি সন্তোষজনক কোনও নির্দেশিক অনুশীলন রয়েছে? আপনি যদি এই পয়েন্টটি পান তবে দয়া করে অফার দিন। এই মুহুর্তে আমরা সেই ব্যক্তিদের পক্ষে দরকারী হব যারা অন্য ফরেক্স শুরু করবে, সুতরাং আমি বিশ্বাস করি আপনি ভাগ করে নেবেন। শুরু করার জন্য, ফান্ডা মেন্টাল পরামর্শ দেয় যে কোনও দ্ব্যর্থমূলক নিয়ম অনুসরণ করা যাবে না। যেমনটি ছিল, নতুন জিনিস অবিচ্ছিন্নভাবে চলছে, প্রথম টেস্টগুলির উপর নির্ভর করে একটি লক্ষ্যে পৌঁছানোর নাম দেওয়া হয়েছে।
ফরেক্স মার্কেটে আছে তিন ধরনের এনালাইসিস। যথাঃ ১। টেকনিক্যাল এনালাইসিস, ২। ফান্ডামেন্টাল এনালাইসিস, ৩। সেন্টিমেন্টাল এনালাইসিস। এই তিন ধরনের এনালাইসিসের মেথড আলাদা। আলাদা স্ট্র্যাটেজি এপ্লাই করতে হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস হলো একটি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ইত্যাদি অবস্থার উপর ভিত্তি করে এনালাইসিস।
আমি আপনার সাথে একমত। অর্থনৈতিক রাজনৈতিক এবং সামাজিক পরিবেশের ওপর নির্ভর করে যে অ্যানালাইসিস করা হয় তাকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস মূলত অর্থনীতির নির্ভর। এর ফলে ট্রেডে প্রফিট অনেকাংশে বেড়ে যায়। তাই আমাদের উচিত এ সকল এনালাইসিস গুলা অনুসরণ করা তাহলেই একজন সফল ট্রেডার হিসাবে ফরেক্স মার্কেটে টিকে থাকা সম্ভব।.....ধন্যবাদ।
আমরা ভালোভাবে ফান্ডামেন্টাল এ্যানালাইসিস করে তারপর যদি ফরেক্স মার্কেটে ট্রেড করি তাহলে অবশ্যই আমরা সফলকাম হতে পারব । আর আপনারাও চেষ্টা করেন লাভবান কিভাবে হওয়া যায় । ফরেক্স এ ফান্ডামেন্টাল এনালাইসিস অত্যান্ত গুরুত্বের সাথে দেখা হয়। ফান্ডামেন্টাল এনালাইসিস করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন ইকোনমিক্যাল নিউজ, পলিটিক্যাল নিউজ, সোশ্যাল নিউজ ইত্যাদি দেখতে হয়।
ভাই আপনি ফরেক্স মার্কেট থেকে যদি বিন্দু পরিমান অর্থ উপার্জন করতে চান তবে আপনাকে অনেক মার্কেট এনালাইসিস করে ট্রেডিং করতে হবে । এনালাইসিস ছাড়া ট্রেডিং করে আপনি কখনোই মার্কেট থেকে অর্থ উপার্জন করতে পারবে না অর্থাৎ এনালাইসিস এই মার্কেটের সবকিছু । বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করতে হয় ট্রেডিং এর জন্য তবে আমি মনে করি ফান্ডামেন্টাল এনালাইসিস ফরেক্স ট্রেডিং এর জন্য খুবই কার্যকরী এবং ফলপ্রসূ । তাই আমাদের সকলের উচিত ভালোভাবে ফান্ডামেন্টাল এনালাইসিস ট্রেডিং এর পূর্বে করে নেওয়া ।
ফরেক্স মার্কেট এ টেকনিকেল এনালাইসিস,পান্ডাম ন্টাল এনালাইসিস, সেন্টীমেন্টাল এনালাইসিস এই তিন ধরনের এনালাইসিস থাকে। আর আমরা পান্ডামেন্টাল এনালাইসিস বোলতে কোনো দেশের অর্থনীতি নিয়ে আলোচনা করা কে বুজি । এখানে নিউজ ট্রেডাররা সাধারণত যেগুলো হাই ইমপেক্টেবল নিউজ সেগুলোকেই টার্গেট নিয়ে, এনালাইসিস করে ট্রেড করেন । সুতরাং এটাই হল ফান্ডামেন্টাল এনালাইসিস ।