আমি মনে করি আপনি কত আয় করেছেন তা কৃতিত্ব নয় কত সেফ করতে পেরেছেন সেটাই দেখার বিষয়। আমি দেখেছি আয় করা যত সহজ তা ধরে রাখা তত সহজ নয় ,অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই ফরেক্সে করতে হবে যদিও তা অনেক কঠিন।যদি লসটা ঠেকানো যায় তাহলে ফরেক্সে সফলতা সম্ভব।
Printable View
আমি মনে করি আপনি কত আয় করেছেন তা কৃতিত্ব নয় কত সেফ করতে পেরেছেন সেটাই দেখার বিষয়। আমি দেখেছি আয় করা যত সহজ তা ধরে রাখা তত সহজ নয় ,অনেক কঠিন। কিন্তু এই কঠিন কাজটাই ফরেক্সে করতে হবে যদিও তা অনেক কঠিন।যদি লসটা ঠেকানো যায় তাহলে ফরেক্সে সফলতা সম্ভব।
প্রতেক এ চাই ফরেক্স মার্কেট থেকে লস ঠেকাতে,কিন্তু সবার পক্ষে লস ঠেকানো সম্ভব নয়,শুধুমাত্র দক্ষ ট্রেডারগন পারে তারা তাদের লস ঠেকাতে,ফরেক্স মার্কেট এ লস ঠেকানো খুব মূখ্য বিষয়,যদি আপনি ভালো ভাবে ফরেক্স লার্ন না করেন তাহলে এই বিজিনেস থেকে কোন দিন ও লস ঠেকাতে পারবেন না,লস ঠেকাতে ভালো ট্রেডার করতে হবে।
আমি মনে করি এটি আপনি কত উপার্জন করেছেন তা দেখার বিষয়, আপনি কতটা উপার্জন করেছেন তা নয়। আমি খুঁজে পেয়েছি যে উপার্জন এতটা সহজ নয়, এটি রাখা খুব সহজ নয়। তবে ফরেক্সে এই কঠিন কাজটি করা খুব কঠিন হলেও।
লস ঠেকাতেই হবে - এমন সিউর করে কেউ বলতে পারবে না যে আমি এই ব্যবসায় কোন লস করব না আমি লস ঠেকাবই !! লস হচ্ছে লাভের একটি অংশ যেখানে লাভ থাকবে সেখানে লস থাকবেই। সহজ ভাবে নিতে হবে। তবে হ্যাঁ আপনার সাজেশন গুলো মেনে চললে অনেক লসের হাত থেকে রেহায় পাওয়া যাবে।
একজন ট্রেডার যদি এসকল বিষয়গুলো মেনে চলে তবে তার লস হবার সম্ভাবনা অনেক কমে যাবে। কিন্তু বেশিরভাগ ট্রেডারই এগুলো মেনে চলতে চায় না। অনেকের ভিতরই লোভ কাজ করে থাকে বিশেষকরে নতুনদের মধ্যে, তাছারা অনেকেই ইমোশনালি ট্রেড করে থাকে যা লসের অন্যতম কারন। আমরা যদি লোভ, ইমোশন এগুলো দূরে রাখতে পারি তাহলেই আমাদের জন্য ভালো হবে।
আপনাকে অবশ্যই ট্রেড মানিম্যানেজমেন্ট এবং অ্যানালাইসিস অনুযায়ী করতে হবে আর আপনি যদি এগুলো যথাযথো ভাবে অনুসরন করে ট্রেডিং সিদ্ধান্ত গ্রহন করতে পারেন ব্যবসার করতে হলে লাভ লস থাকে আপনি থিক বলেছেন ফরেক্স বেশি লোভ না করা ভাল|আপনি যদি লোভ তাগ করতে পারেন তবে আপনি ফরেক্স থেকে লাভ করতে পারবেন ফরেক্স এর ক্ষেত্রে লসের পরিমাণটা একটু বেশিই হয়ে যায় তবে লস এড়াতে আমাদেরকে কৌশল অনুসরণ করতে হবে ফরেক্স মার্কেটে একজন ভালো ট্রেডার হওয়ার চেয়ে একজন দক্ষতা সম্পন্ন ট্রেডার হওয়া অনেক বেশি জরুরি ।
যে ব্যক্তি এই ফরেক্স ব্যবসা সর্ম্পকে সম্যক ধারণা রাখে শুধু ঐ ব্যক্তির পক্ষে এ কথা বলা সম্ভব যে , লস ঠেকাতেই হবে । কারণ যে কোন ব্যবসা করতে গেলে অবশ্যই কম বেশী লাভ লস হবেই । কিন্তু আমাদের প্রত্যেকের উচিত এই লসের হাত থেকে নিজেকে রক্ষা করা আর এ জন্যই প্রয়োজন ফরেক্স সর্ম্পকে অভিজ্ঞ হওয়া ।
লস ঠেকানো খুবই গুরুত্বপূর্ণ। লস ঠেকাতে পারলেই সফলতার মুখ সহজে দেখা সম্ভব। কিন্তু কিভাবে লস ঠেকাতে পারি? তার জন্য প্রয়োজনীয় কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে?
ফরেক্স মাকেট এ লস ঠেকাতে পারে এমন কোন কিছু এখন পযন্ত আবিষ্কার হয়নি । লস অবশ্যই হবে এর কোন বিকল্প নেই । তবে লসটিকে যত কত করা যায় এবং মুনাফার পরিমান যত বাড়ানো যায় সব সময় এই চেষ্টাই করতে হবে তাহলে সহজেই সফলতা পাওয়া যাবে বলে আমি মনে করি । লাভ লস ব্যবসারই একটি অংশ ।
লাভ এবং লস হল ব্যবসার একটি অংশ । তাই ব্যবসা করতে গিয়ে লস হতেই পারে, সেটা কোন বিষয় নয় । কিন্তু কিছু কাজের মাধ্যমে সচেতন হতে পারলে এই লস না হওয়া বা লসকে কমিয়ে আনা সম্ভব বলে আমি মনে করি । আর এজন্য অবশ্যই নিজের লোভ বা ইমশনকে কন্ট্রোল এ রাখতে হবে, প্র্যাকটিস করে দক্ষতা লাভ করতে হবে, মানি ম্যানেজমেন্ট বুঝতে হবে, সঠিক আনালাইসিস করা শিখতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে তাহলেই ফরেক্সে লস ঠেকানো সম্ভব হবে ।