-
তখন থেকেই কারো সিগনালের উপর নির্ভর করিনি । কেননা আমি খুব ভালো করেই জানি সিগনাল আমার ফরেক্স ক্যারিয়ার ধ্বংস করে দিতে পারে । তাই যদটুকু সম্ভব নিজেই নিজের সিগনাল ফলো করি । তাদের সিগনাল অনুসরন না করে নিজে এনালাইসিস করে কখন বাই বা কখন সেল করতে হবে তার সিগনাল তৈরি করে ফরেক্স মার্কেটে ট্রেডিং করতে পারলে অনেক ভাল মানের ট্রেডার হওয়া যায়। আপনি যখন সিগন্যাল অনুসরন করবেন তখন আপনার মেধাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে পারবেন না । তাই আমি মনে করি ফরেক্স সিগন্যাল অনুসরন না করে নিজের মেধাকে পুরোপুরি অনুসরন করা উচিত ।
-
ফবেক্স করতে হলে সময় দিয়ে শিখতে হবে এবং এনালাইসিস করা শিখতে হবে । তাই সিগন্যিার ফলো না করে নিজেকে যাচাই করা শিখতে হবে । আপনি নিজে মার্কেট যাচাই করতে শিখলে অনেক কিছু আপনার দক্ষতাকে বাড়িয়ে ব্যাপক লাভ করতে সহয়তা করবে। অনেক নতুন ফরেক্স ট্রেডার ফরেক্স সিগন্যাল টাকা দিয়ে কিনে ব্যবহার করে। কিন্তু এই সিগন্যাল সবসমায় প্রফিত আনতে পারে না। কারন যে সিগন্যল দেয় সে যদি ভালো এনালাইসিস না করে সিগন্যাল কাজ করে না ফলে অনেক লস হয়। তাই অন্যের উপর নির্ভর না হয়ে নিজে নিজেই ফরেক্স ট্রেড করা উচিৎ।
-
ফবেক্স করতে হলে সময় দিয়ে শিখতে হবে এবং এনালাইসিস করা শিখতে হবে । তাই সিগন্যিার ফলো না করে নিজেকে যাচাই করা শিখতে হবে । আপনি নিজে মার্কেট যাচাই করতে শিখলে অনেক কিছু আপনার দক্ষতাকে বাড়িয়ে ব্যাপক লাভ করতে সহয়তা করবে । আপনি যে জ্ঞান ও আয় কে লক্ষ্য করে ফরেক্স করছেন তাতে সফলতা অর্জন হবে । তাই ফরেক্স করতে সিগন্যাল মানা তেমন জরুরী নয় ।ফরেক্স এ সিগন্যাল একটি ধোকাবাজি ব্যবসায়। অন্যের উপর নির্ভরশীল হয়ে ফরেক্স এ টিকে থাকা যায় না, সফল ট্রেডার হওয়ার তো প্রশ্নই আসে না। এগুলো দ্বারা নানাভাবে লোভ দেখিয়ে ট্রেডারদের প্রতারিত করা হচ্ছে। অতএব এক্ষেত্রে সকলের সাবধানতা অবলম্বন করা উচিত। অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে নিজের মতো করে এনালাইসিস করে ডেমোতে ট্রেড প্রাকটিস করুন। ট্রেডে লস হলে , কেন ভুল হয়েছে এর কারনগুলো খাতায় লিপিবদ্ধ করুন। ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন ভাবে ট্রেড করুন। এভাবে এগোতে পারলে আর সিগন্যাল এর প্রয়োজন হবেনা নিজেই সিগন্যাল তৈরি করতে পারবেন। সবসময় নিজের উপর ভরসা রাখুন দেখবেন সফলতা আসবেই।
-
ফবেক্স করতে হলে সময় দিয়ে শিখতে হবে এবং এনালাইসিস করা শিখতে হবে । তাই সিগন্যিার ফলো না করে নিজেকে যাচাই করা শিখতে হবে । আপনি নিজে মার্কেট যাচাই করতে শিখলে অনেক কিছু আপনার দক্ষতাকে বাড়িয়ে ব্যাপক লাভ করতে সহয়তা করবে । আপনি যে জ্ঞান ও আয় কে লক্ষ্য করে ফরেক্স করছেন তাতে সফলতা অর্জন হবে । তাই ফরেক্স করতে সিগন্যাল মানা তেমন জরুরী নয় ।ফরেক্স এ সিগন্যাল একটি ধোকাবাজি ব্যবসায়। অন্যের উপর নির্ভরশীল হয়ে ফরেক্স এ টিকে থাকা যায় না, সফল ট্রেডার হওয়ার তো প্রশ্নই আসে না। এগুলো দ্বারা নানাভাবে লোভ দেখিয়ে ট্রেডারদের প্রতারিত করা হচ্ছে। অতএব এক্ষেত্রে সকলের সাবধানতা অবলম্বন করা উচিত। অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে নিজের মতো করে এনালাইসিস করে ডেমোতে ট্রেড প্রাকটিস করুন। ট্রেডে লস হলে , কেন ভুল হয়েছে এর কারনগুলো খাতায় লিপিবদ্ধ করুন। ভুলগুলো শুধরে নিয়ে আবার নতুন ভাবে ট্রেড করুন। এভাবে এগোতে পারলে আর সিগন্যাল এর প্রয়োজন হবেনা নিজেই সিগন্যাল তৈরি করতে পারবেন। সবসময় নিজের উপর ভরসা রাখুন দেখবেন সফলতা আসবেই।
-
ফরেক্স সিগনাল ট্রেডিং মার্কেট সম্পর্কে ত্রাদের দের অগ্রিম ধারণা দিয়ে থাকে.কিন্তু মার্কেট যেহেতু সবসময় অস্থিতিশীল তাই সিগনাল ও মাঝে মাঝে বহুল ধারণা দিয়ে থাকে। তাই ট্রেডারদের সিগনাল এর উপর অন্ধ বিশ্বাস রাখা উচিত নয়। সিগন্যাল কোন সময় নিশ্চিত ভাবে বলে দিতে পারে না যে মার্কেট কোন অবস্থান থেকে কোন দিকে যাবে শুধুমাত্র কিছুটা ধারণা প্রদান করা ছাড়া এবং সেই ধারণা যে সব সময় সঠিক হবে এমন না। তাই বলব লস এড়িয়ে প্রফিট করতে চাইলে সর্বপ্রথম নিজেদেরকে ফরেক্স ট্রেডিং এর ব্যাপারে যথেষ্ট অভিজ্ঞ ও দক্ষ করে তুলতে হবে।পাশাপাশি কারো দেওয়া কোন প্রকার সিগন্যাল এর উপর নির্ভর না করে নিজের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মেনে ট্রেডিং করতে হবে।
-
সিগন্যাল হলো এক ধরনের এন্টিগেট আর মার্কেটের সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করে। সিগন্যাল ব্যবহার করে বেগিনারা অনেক সহযোগিতা পায় এবং এটা ব্যবহার করা অত্যন্ত সহজ। যখন একটি মার্কেট টানা করে তার ডিটেলস এবং সকল খুঁটিনাটি এনালাইস করে একটি সিগন্যাল তৈরি করে দেয় যা দেখে আমরা মার্কেটে সম্পর্কে ধারণা নিতে পারি যে মার্কেট কোন দিকে যেতে পারে। যার কারণে আমাদের প্রেডিকশন করা অনেক সহজ হয়।
-
অন্যের উপর নির্ভরশীল হয়ে ফরেক্স করা যায় না, সফল ট্রেডার হওয়ার তো প্রশ্নই আসে না। ফরেক্সের সিগন্যাল বিক্রি করা ধান্দাবাজি ছাড়া কিছুই না। কারো সিগন্যাল যদি ভাল ফলাফল দেয় তবে সে সিগন্যাল বিক্রি করবে কেন, নিজেই তো বিলিয়ন বিলিয়ন ডলার আয় করতে পারে। ফরেক্স হচ্ছে আনলিমিটেড আয়ের জায়গা। আমার মতে অন্যের দ্বারা প্ররোচিত না হয়ে নিজের মতো করে এনালাইসিস করে ডেমোতে ট্রেড করুন। ট্রেডে লস হলে , কেন ভুল হয়েছে এর কারনগুলো খাতায় লিপিবদ্ধ করুন। ভুলগুলো ্েথকে শিক্ষা গ্রহন করে আবার নতুন ভাবে ট্রেড করুন। এভাবে এগিয়ে যান সফল হবেন। ডেমোতে ভাল না করলে রিয়েল একাউন্টে যাবেন না। ফরেক্স একটি অনিশ্চয়তা বা প্রচন্ড ঝুকির ব্যবসা।