-
ফরেক্স মার্কেটে সবাই আসে কিছু লাভ করতে । কেউ ই আমার মনে হয় না লস করতে চাইবেন । যদি মার্কেটের অবস্থা এমন হয় যে ট্রেড করলেই লস তাহলে ট্রেড করার দরকার নেই । রিস্ক নেওয়ার থেকে ভাল একাউন্ট বাচিয়ে রাখা। একাউন্ট এ ব্যলেন্স থাকলে সুযোগ আসবে এবং লাভ হবেই। তাই নিশ্চিত না হয়ে ট্রেড করাটা বোকামি ।
-
জীবনে কেউ কখনও ক্ষতিগ্রস্থ হতে চায় না। ফরেক্স মার্কেটও সবাই লাভ এর আসায় আসে। কেও এখানে লসের আসায় আসে না। তাই যখন ফরেক্স মার্কেট এর অবস্থা উলটাপালটা লাগে তখন আপনার পক্ষে ট্রেড না করা ভালো হবে। আপনি যদি ফরেক্স মার্কেট অবস্থা খারাপ দেখেন তখন আপনি অবশ্যই ট্রেড করা থেকে বিরত থাকুণ। তবে আর একটি বিষয়ই না বললে যে নয় আপনি যদি ট্রেড না করেন তাহলে আয় করবেন কিভাবে। তাই ফরেক্স মার্কেট সম্পর্কে ভালো করে জেনে তারপর ট্রেড করুন।
-
আমার মনে হয় জেনে বুঝে কেউ লস করতে চাইবেনা কারন লাভের জন্যই মানুষ ব্যবসা করে। মার্কের অবস্থা খারাপ থাকলে ট্রেড না করা ভালো কারণ মার্কেটের অবস্থা সব সময় খারাপ থাকবেনা মার্কেটের অবস্থা ভালো হলে ট্রেড করা উচিৎ তাহলে লাভের সম্ভাবনা বেসি থাকবে বাকিটা আনার উপর নির্ভর করে।
-
আমি আশা করি আপনি খুব দরকারী তথ্য শেয়ার করবেন। এই জোড়ায় আপনি আমাদের কেনার সংকেত দিচ্ছেন তবে আপনি যদি আমার দৃষ্টিতে ভাগ করে নিয়েছেন এই চার্টটি নীচের দিকে চলে যাবে। এটি সমর্থন অনুসরণ করবে এবং এরপরে এটি বুলিশ প্রবণতায় ডুবে যাবে। আপনি প্রিয় পাউন্ড আবার তার শক্তি হারাবেন এবং সমস্ত মুদ্রা জোড়ায় পতিত হবেন প্রিয় এখন আপনি সাপ্তাহিক চার্ট তৈরি করতে পারেন এবং গত সপ্তাহে মোমবাতি পুরোপুরি বরিশ ছিল এবং এটি বেয়ারিশ অন্তর্ভুক্ত মোমবাতি যা আরও বেশি ব্যবসায়ের বাণিজ্য দেখায় এবং এটি প্রবণতা এবং এর মধ্যে দামের বিপরীত চিহ্ন sign জোড়া তাই প্রিয় আমি আপনাকে ভাল লাভের জন্য পরামর্শ দিচ্ছি আপনি জিবিপিএনজেডি বিক্রি করতে পারেন এবং আপনার লক্ষ্যটি 1.8937 এ সেট করতে পারেন
-
অবশ্যই আমি এখানে লস করতে চাই না। এখানে আমি লাভ করতে চাই। আবার ট্রেড না করলে লাভ করা যাবেনা। তাই লাভ করতে হলে ট্রেড করতে হবে। কিন্তু ট্রেড উলটাপালটা করলে হবেনা। উলটাপালটা ট্রেড মানেই আপনি লস ঘরে তুললেন। তাই ট্রেড করার সময় অবশ্যই সফল ধরনের এনালাইসিস করতে হবে।
-
ট্রেড করে কেউ ই লস করতে চায় না। প্রত্যেক ট্রেডার আশা থাকে মার্কেট থেকে প্রফিট করা। কিন্তু ফরেক্স একটি সাইকোলজিক্যাল বিষয়। এখানে ট্রেড এর পর ট্রেড দিলেই প্রফিট করা যায় না। কারন তাই যদি হতো তাহলে সবাই কোটিপতি হয়ে যেত। খুবই সাবধানে ট্রেড করতে হবে।
-
আসলে আমি মনে করি কেউ ফরেক্স মার্কেটে লস করতে চায় না কারন ফরেক্স মার্কেটে সবাই নিজের টাকা ইনভেস্ট করে কিছু পাবার আসায় আর আমিও ফরেক্স মার্কেটে ইনভেস্ট করেছি লাভের আশায়। তবে ফরেক্স মার্কেটে ট্রেড করতে হলে আপনাকে জেনে শুনে ট্রেড করতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং শুরু করাবার আগেই আপনাকে আগে সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আপনি এই মার্কেট থেকে কি আশা করেন, এই মার্কেটে নিজেকে কোন অবস্থানে দেখতে চান। আপনার টার্গেট নির্ধারণ করে তবেই আপনার এই মার্কেটে ট্রেডিং শুরু করা উচিত। ট্রেডিং শুরু করার আগে মার্কেট এর উপর বেসিক ধারণা অর্জন করতে হবে। তাই মার্কেট নিয়ে অনেক পড়ালেখা করতে হবে। মার্কেট নিয়ে এনালাইসিস করা শিখে নিজের অভিজ্ঞতা বাড়াতে চাই।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করতে গেলে মাঝে মাঝে লস হবে,তাই লস হলে ভেঙ্গে না পরে মার্কেট এনালাইসিস করে ফরেক্স ট্রেডিং করলে লস রিকভার হয়ে যাবে,এ জন্য ফরেক্স মার্কেট নিউজ দেখে,এনালাইসিস করে ফরে ট্রেডের সময় স্টপ লস ও টেক প্রফিট ব্যাবহার করা।
-
কেউ চাইনা তার গচ্ছিত অর্থ লচ করতে,,, তারপর ও ট্রেডাররা একটু লাভের আশায় ট্রেড করে থাকে । তবে যদি এমন পরিস্থিতিতে পড়তে হয় কখনো যে ট্রেড করলেই বার বার লচের সম্মুখীন হতে হচ্ছে তেমনি সময় সেই সকল ট্রেডারদের উচিত ধৈর্য্য ধারণ করে টিকে থাকা এবং ট্রেড করা থেকে বিরত থাকা,,,,, ধন্যবাদ ।