ভাই অন্যান্য ব্যবসার তুলনায় যেহেতু এই ব্যবসাটা অনেক রিসকি তাই এখানে সকল প্রকার লসগুলো আপনাকে মেনে নিয়ে কাজ করতে হবে। আর তাছাড়া ব্যবসা মানেই হচ্ছে লাভ অথবা লস, দুটোর যে কোন একটা। তবে প্রতিটি লস ট্রেড ট্রেডারদের অনেক জ্ঞান ও অভিজ্ঞতা দিয়ে থাকে, সুতরাং লসের কারনে মন খারাব না করে, লসের কারণগুলো অনুসন্ধান করে আপনার ট্রেডিংকে পরিপূর্ণতা দান করুন।