-
ফরেক্স এর ক্ষেত্রে মানিম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় । কেনন ফরেক্সে ট্রেড করে লাভবান হতে হলে আমাদেরকে অনেক বেশি পরিমাণে দক্ষতা অর্জন করতে হবে ফরেক্সের বিভিন্ন বিষয়ের উপরেই । ফরেক্সে আমরা শুধু টাকা বিনিয়োগ করলেই হবে না বরং টাকাটাকে খুব সচেতনভাবে ব্যবস্থাপনা করতে হবে যাকে বলা হয় অর্থের ব্যবস্থাপনা । অর্থ ব্যবস্থাপনা সাফল্যর চাবিকাঠি ।
-
ভালো মানি ম্যনেজমেন্ট করতে হলে প্রথমে আপনার মধ্যে ফরেক্স সুম্পর্কে সচেতনতা তৈরী হতে হবে। তাহুলে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। তা বা হলে আপনি কন্ট্রোলের বাইরে চলে যাবেন আর মানি ম্যানেজমেন্টের কথা ভুলে যাবেন। সেজন্য আপনাকে আগে সচে তন হতে হবে। তবেই আপনি ফরেক্সে সফল হতে পারবেন।
-
মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা সম্পুর্ন যার যার নিজের উপর ডিপেন্ডেড। কারন মুলধন বেশি হলে আপনার ট্রেডের রিস্ক রেশিওতে কিছুটা হলেও তারতম্য ঘটবে তবে আপনার যদি সঠিকভাবে টৃরেড করতে মনে চায় তবে ২% এর বেশি রিস্ক নেয়া ঠিক হবে না।
-
আপনি আপনার একাউন্ট এর ২-৫% রিস্ক নিলে এতে একাউন্ট সহজে লসে যাবে না। আপনার যদি একাউন্ট এ ১০০ ডলার থাকে তাহলে আপনি নিশ্চন্তে ০.০২ লটে ট্রেড ওপেন করতে পারেন। এতে একাউন্ট এর জন্য খুবই নিরাপদ। এভাবে আপনি ভালো মানি মেনেজমেন্ট ব্যবহার করতে পারেন। এতে আপনার একাউন্ট এর মাত্র ২% ব্যবহার করতে পারেন।
-
আপনার উচিত ১ টি বা ২ টি কারেন্সি তে ট্রেড নেওয়া। আর বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করা। আমি মনে করি প্রতিটি কারেন্সি জন্য ৪-৫ হাজার পিপ্স হাতে রেখে বাড়তি অর্থ দিয়ে ট্রেড করা। তবে ভালো হয় এন্ট্রি থেকে ট্রেড নিতে পারলে। এতে প্রফিট তাড়াতাড়ি আসবে।
-
ভালো মানিম্যানেজমেন্ট আমাদের সফলতা এনে দিতে পারে। আমরা জানি না মাকের্ট আমাদের পক্ষে আসবে না বিপক্ষে আসবে। তাই মানিম্যানেজমেন্ট পুরাপুরি মেনে চলতে হবে। লস কমিয়ে প্রফিটে বেশি ট্রেড ঝুলাতে হবে। আপনার ব্যালেন্সটাকে দুই ভাগ করতে পারেন।একভাগ দিয়ে ট্রেড করুন আর একভাগ লস রিকভারের জন্য রেখে দিন।ভাল মানি ম্যানেজমেন্ট শিখতে হলে ডেমো ট্রেড এর বিকল্প নাই।
-
ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসটেম অনুসরন করে ট্রেডিং করা উচিত ।কেননা আমি অনেকে ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই ।ফলে তারা লস খেতে থাকে ক্যমাগ তাই আমি মনে করি ব্যবসার জন্য মানিম্যানেজমেন্ট করাটা জরুরি।
-
ভাল মানিম্যানেজমেন্ট জ্ঞান অর্জন করতে হলে আপনাকে অনেক ফরেক্সে ডেমো ট্রেড করে নিজের অভিজ্ঞতা বা দক্ষতাকে বাড়িয়ে নিতে হবে কারন ভাল দক্ষতা বা অভিজ্ঞতা ছাড়া আপনি কখনই ভাল করে ফরেক্স ট্রেডিংয়ের সময় মানিম্যানেজমেন্ট করতে পারবেন না।
-
ফরেক্স মার্কেট এ ট্রেডিং করার জন্য আমাদের মানি ম্যানেজমেন্ট সিসিস্টেম অনুরন করে ট্রেডিং করতে হবে কারন মানি ম্যানেজমেন্ট সিস্টেম ছাড়া ফরেক্স মার্কেট থেকে ইনকাম করা যায়না,তাই যা ডিপোজিট করি তা থেকে ১০% বা২০% হারে রিস্ক নিয়ে ট্রেড করতে হবে,এর বেশি নয়।
-
ফরেক্স মার্কেটে আপনি যে অর্থ বিনিয়োগ করবেন সে অর্থের অবশ্যই সঠিক মানিম্যানেজমেন্ট করতে হবে । কেননা আমি অনেক ভাইকে দেখেছি তারা প্রচুর টাকা ইনভেস্ট করে কিন্ত প্রকৃত অর্থে তাদের কাছে কোন মানিম্যানেজমেন্ট করার পরিকল্পনা নেই । আমরা যে পরিমান লাভের চিন্তা করব ঠিক সে পরিমান আমাদের লসও হতে পারে। এখানে লসের চিন্তা মাথায় রাখতে হবে। তা না হলে শুধু লট সাইজ বাড়িয়ে লাভ বাড়ানো যায় না এতে শুধু রিস্ক বাড়ে।