ডেমোতে সফল হওয়া বড় ব্যপার নয়। ডেমো হচ্ছে আপনি ওখানে সব ধরনের কমান্ড প্রাকটিক্যাল করবেন। প্রাকটিস আমাদেরকে পারফেক্ট করে তোলে । আপনি বড় দের কাছে যা শিখবেন তা ডেমো তে প্রাকটিস করবেন। প্রাকটিস শেষ হলে আপনি রিয়েল ট্রেড করতে পারেন।
Printable View
ডেমোতে সফল হওয়া বড় ব্যপার নয়। ডেমো হচ্ছে আপনি ওখানে সব ধরনের কমান্ড প্রাকটিক্যাল করবেন। প্রাকটিস আমাদেরকে পারফেক্ট করে তোলে । আপনি বড় দের কাছে যা শিখবেন তা ডেমো তে প্রাকটিস করবেন। প্রাকটিস শেষ হলে আপনি রিয়েল ট্রেড করতে পারেন।
আমি মনে করি যে কেবলমাত্র ডেমো তে সফল হলেই রিয়েল ট্রেডিং এ সফল হবে এমন কোন কথা নেই । ।আপনাকে সফল হতে হলে নিয়মিত ভাবে দীর্ঘদিন ধরে কঠোর অনুশীলন করতে হবে। আর এর মাধ্যমেই ফরেক্স ট্রেডিংয়ের উপর দক্ষতা,অভিজ্ঞতা এবং জ্ঞান লাভ করতে হবে। আর তার জন্য আমি মনে করি যে ডেমো ট্রেডিং প্লাটফর্মের কোন বিকল্প কিছু নেই। আর যখনই আপনি বারবার ডেমো ট্রেডিংয়ে ভাল প্রফিটের দেখা পাবেন তখনই উচিত হবে রিয়াল ট্রেডিংয়ে প্রবেশ করা। আর তখন থেকেই আপনি ডেমো ট্রেডিংয়ের ন্যায় রিয়াল ট্রেডিং থেকেও আয় করতে পারবেন বলে আমি মনে করি।
এটা মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় যে ডেমো ট্রেডিং এ সফল হলে রিয়েল ট্রেডিংয়েও আপনি কিছুটা হলেও সফল হতে পারবেন। তবে ডেমোতে যে পরিমাণ প্রফিট করতেন সে পরিমাণ প্রফিট রিয়াল ট্রেডিংয়ে করতে পারবেন না। কারণ ডেমো ট্রেডিংয়ে মূলধন বেশি থাকে কিন্তু রিয়াল ট্রেডিংয়ে মূলধন খুব কম থাকে। তাছাড়া ডেমো ট্রেডিংয়ে ইমোশন কাজ না করলেও রিয়াল ট্রেডিংয়ে ইমোশন কাজ করে থাকে। ডেমো ট্রেডিংয়ে দীর্ঘদিন ট্রেড করে যদি আপনি একটি ভাল স্ট্র্যাটেজি তৈরি করতে পারেন এবং সেই স্ট্র্যাটেজি যদি সঠিক ফলাফল প্রদান করে তাহলে রিয়ালে ও আপনি ভাল ফলাফল করতে পারবেন। তবে সব সময় খেয়াল রাখবেন আপনি ডেমো ট্রেডিং যে মেটাট্রেডারে করবেন রিয়াল ট্রেডিংও সেই মেটাট্রেডারে করবেন। আপনি যদি ডেমো ট্রেডিং মেটাট্রেডার 5 এ করেন কিন্তু রিয়েল ট্রেডিং যদি মেটাট্রেডার 4 এ করেন তাহলে আপনি ভালো ফলাফল কখনোই করতে পারবেন না।
ফরেক্স মার্কেট এ সফল হওয়ার পিছনে আমার মনে হয় সব থেকে বড় অবদান যার সেটাই হল ডেমো ট্রেড।আপনি ডেমোতে সফল হলেই যে রিয়্যাল ট্রেডে সফল হতে পারবেন এমন কিন্তু না।ডেমো ট্রেড রিয়্যাল ট্রেডের মতই এখানে কোন লস করলে যেমব ক্ষতি হয়না তেমনি আবার লাভ করলেও আপনি উঠাতে পারবেন না প্রফিট।তাছাড়া সব কিছু একই।আর ডেমোতে আপনি লস করলে যেহেতু কোন ক্ষতি হয়না সেহেতু আপনি ইচ্ছা মত রিস্ক নিয়ে ট্রেড করবেন এটা কিন্তু বাস্তব।বাট রিয়্যাল এ এটা পারবেন না।আর রিয়্যাল ট্রেডে আপনার ব্যালেন্স ও কম থাকে ডেমোতে অনেক বেশি ব্যালেন্স থাকে।এজন্য ডেমোতে যেভাবে সম্ভব রিয়্যাল ট্রেডে সেটা সম্ভব না।তবে ডেমো হচ্ছে ট্রেড প্র্যাক্টিসের জায়গা। এখানে যত বেশি প্র্যাক্টিস করবেন ট্রেড সম্পর্কে আপনার ধারণা তত বেশি হবে আপনি ট্রেডে তত বেশি দক্ষ হতে পারবেন।আর ডেমোতে যেহেতু কোন রিস্ক নাই কোন ভয় নাই ব্যালেন্স হারানোর তাই আপনি যেভাবে ইচ্ছা ট্রেড করতে পারবেন কিন্তু রিয়্যাল এ সেটা সম্ভব না।এজন্য ডেমোতে সফল মানেই রিয়্যাল ট্রেডে সফল নয় কিন্তু ডেমোতে প্র্যাক্টুসের কারণে ট্রেড সম্বন্ধে আমাদের দক্ষতা ও অভিজ্ঞতা বাড়ে যা আমাদের রিয়্যাল ট্রেডের জন্য অনেক বেশি প্রয়োজন।
ডেমো ট্রেড করবো আমরা প্রাথমিক অবস্থায় ফরেক্স শিখার জন্য কারন আমরা যদি সরাসরি রিয়াল মার্কেট এ চলে যাই তবে আমরা হয়তো নিজেদের টাকার সঠিক ব্যাবহার করতে পারবো না লস করে ফেলবো। সেক্ষেত্রে প্রথমেই যদি ডেমোতে প্রাকটিস করা থাকে তবে ভালো ফল পেতে পারি রিয়াল মার্কেটে। তাছারা আমরা আমাদের স্ট্রাটেজী গুলো প্রথমে ডেমোতে টেস্ট করে নিতে পারি আর এজন্যইবএখনও ডেমো প্রাকটিস করি।
আমার ধারনা মতে আপনি যদি নিয়মিত ফরেক্সের ডেমো ট্রেডিংয়ে সকল ট্রেডিং কেৌশল অনুসরন করে তার পরে ট্রেড ওপের করে নিয়মিত প্রফিট করতে থাকেন সেক্ষেত্রে বুঝতে হবে যে আপনি ফরেক্স ট্রেডিংয়ে ভালই কেৌশল এবং অভিজ্ঞতা অর্জন করতে সক্ষম হয়েছেন । আপনি ডেমো অ্যাকাউন্ট এ যে পরিমাণ ডিপোজিট করেছেন সে পরিমাণ আপনি রেয়েল ট্রেড এ ডিপোজিট করতে নাও পারেন । সেই জন্য আপনাকে সব সময় ম্যানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে হবে ।
ডেমোতে যদি আপনি সফলভাবে এবং ধারাবাহিকভাবে প্রফিট করতে পারেন তাহলে বুঝতে হবে আপনি ফরেক্স সম্পর্কে অনেকটাই জ্ঞাত হয়েছেন এবং ফরেক্স মার্কেটের অনেক কলা-কৌশল শিখেছেন। তবে অনেক রয়েছে যারা ডেমোতে অনেক ভালভাবে প্রফিট করতে পারে কিন্তু রিয়ালে এসে লোভের বশবর্তী হয়ে লস করে ফেলে তাই আমি বলবো ফরেক্স মার্কেটে রিয়েল করতে আসার পূর্বে নিজেকে সম্পূর্ণ সংযত এবং ফরেক্স রুলস অনুযায়ী কাজ করলে রিয়েল ও প্রফিতাবল হওয়া সম্ভব।
আমার মনে হয় এই ধারনা টা সম্পূর্ন ভুল। ডেমোতে সফল হলেই যে রিয়েল ট্রেডে সফল হওয়া যাবে এমন ধারনা ভুল। কারন ডেমো ট্রেডিং এ ইমোশোন কাজ করে না। কিন্তু রিয়েল ট্রেডে ইমোশোন বড় একটি ফ্যাক্টর। একারনে ডেমো ট্রেডের সফলতা দিয়ে রিয়েল ট্রেডের সফলতা বিবেচনা কর যাবে না।
কথাটা পুরোপুরি সত্য নয় ডেমো ট্রেড আমাদের ট্রেডিং দক্ষতা বাড়াতে সাহায্য করলেও চূড়ান্ত ভাবে ফলাফল পাওয়া যায় না। কারণ হচ্ছে ডেমোতে আমরা কোন চিন্তা ভাবনা ছাড়াই ইমোশনলেস ট্রেড করে থাকি। কোন ধরনের মানসিক চাপ থাকে না এজন্য আমরা লাভ করতে পারি। কিন্তু রিয়েল ট্রেডে প্রচুর মানসিক চাপ কাজ করে যা ট্রেডারকে কঠিন চ্যালেন্জের মুখে ফেলে দেয় যে কারণে লাভ করা কঠিন হয়ে যায়। ডেমো ট্রেডে ভাল ফলাফল শুধুই ট্রেডিং দক্ষতা বৃদ্ধি করতে পারে চূড়ান্ত সফলতা এনে দিতে পারে না।
সকল ট্রেডারেরই উচিত প্রথমে ডেমোতে অনুশীলন করা ডেমোতে অনুশীলন না করে রিয়াল মার্কেটে আসা উচিত নয়। আর যখন ডেমোতে ট্রেড করে সফলতা পাবেন বা দেখবেন আপনার টেস্টকৃত রেজাল্টগুলো পজিটিভ আসছে তখনই আপনি রিয়াল ট্রেডিং শুরু করতে পারেন তবে প্রথমদিকে অল্প থেকে শুরু করতে হবে।