-
দক্ষ ফরেক্স ট্রেডার হতে পারলে ভালো প্রফিট করা যায়। ফরেক্সের প্রফিট নির্ভর করে দক্ষতার উপর । যে যত বেশি দক্ষ তার প্রফিটও তত বেশি হবে। যে দক্ষ না সে সহজে প্রফিট করতে পারবে না/। সে এখানে লস করতে থাকবে। যে ট্রেডার যত বেশি দক্ষ হবে সেই ট্রেডার সেই দক্ষতা অনুযায়ী প্রফিট করবে। এটাই স্বাভাবিক।
-
দক্ষ ফরেক্স ট্রেডার মানেই শুধুই প্রফিট না কারণ একজন দক্ষ ফরেক্স ট্নেডারদের কেউ মাঝে মাঝে ফরেক্স বিজনেস এ লস মেনে নিতে হয়। আমাদের সবাইকেই মনে রাখতে হবে যে ফরেক্স হচ্ছে একটি ব্যবসা আর পৃথিবীতে যে কোন ব্যবসাই হোক না কেন, সেই ব্যবসায় লাভ এবং লাভ দুটোই মেনে নিতে হয় আর এটাই হচ্ছে ব্যবসার নিয়ম। তাই সকল ফরেক্স ট্রেডার ভাইয়েরা আপনেরা একবার ফরেক্স এ লস হলেই ফরেক্স থেকে চির বিদায় নিবেন না, সেখান থেকে শিক্ষা নিয়ে নিজেকে আবার নতুন করে তৈরী করবেন ফরেক্স এর জন্য।
-
একজন দক্ষ ট্রেডার হলেই যে শুধুমাত্র ভাল প্রফিট অর্জন করে তা নয় এর পাশাপাশি তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা এবং নিজের ভুলগুলোকে শুধরিয়ে তা ট্রেডিঙের উপর প্রয়োগ করাও তার দক্ষতার বহিঃপ্রকাশ ঘটায় । সে লাভ কম করতে পারে কিন্তু ফরেক্স এর প্রতিটি ধাপ সে প্রফেশনালি করে থাকে যার ফলে ট্রেডিং করা তার পক্ষে অনেকটাই চাপমুক্ত হয়ে যায় । তখন সে ফরেক্স এ ট্রেড করে শুধুই আনন্দের সহিত । তাই প্রত্যেক ট্রেডারই উচিত সে লক্ষ্য নিয়ে এগিয়ে চলা ।
-
সম্মানজনকভাবে সদস্য, আমি আশা করি আপনি ভাল থাকবেন। আমি আপনাকে বলতে চাই লাভ এবং ক্ষতি যে কোনও ব্যবসায়েরই একটি অংশ এবং হতাশ হবেন না যখন আপনি এখানে কোনও ক্ষতির মুখোমুখি হন তবে কেবল আপনার শেখার এবং কঠোর পরিশ্রমের দিকে মনোনিবেশ করুন কারণ শেখা এই ব্যবসায়ের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং কঠোর পরিশ্রম যে কোনও জায়গায় সাফল্যের মূল চাবিকাঠি । সুতরাং, আপনি যদি প্রথমে এখানে প্রাথমিক সাফল্য পান তবে কিছুটা স্বাস্থ্যকর অ্যাকাউন্ট তৈরি করুন তারপরে আসল ট্রেডিং শুরু করুন।
-
ফরেক্স মার্কেট থেকে ভাল প্রফিট করতে গেলে দক্ষ ফরেক্স ট্রেডার হয়া লাগে বা ভাল ফরেক্স ট্রেডার না হলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা খুভ কঠিন তাই একজন ভাল দক্ষ ফরেক্স ট্রেডার হলে ফরেক্স মার্কেট থেকে প্রফিট করা জায় তাই ভাল এবং একজন দক্ষ ফরেক্স ট্রেডার হয়ে উথা ফরেক্স মার্কেট থেকে প্রফিট করার জন্য দরকার হয় ।
-
ফরেক্স মার্কেট হচ্চে অনলাইন ভিত্তিক শেয়ার মার্কেটিং ব্যবসা । ফরেক্স মার্কেটে ট্রেডিং করে ট্রেডার প্রফিট অর্জন করে থাকেন । প্রথমত ফরেক্স মার্কেটে ট্রেডার ট্রেডিং করতে হলে ট্রেডারকে ফরেক্স মার্কেট সম্পর্কে ধারনা নিতে হবে । তারপর ট্রেডার ফরেক্স মার্কেটে সময় ব্যয় করে দক্ষ হতে হবে । দক্ষতা ছাড়া ফরেক্স মার্কেটে লাভবান হওয়া সম্ভন নয় । ট্রেডিং ের সময় ফরেক্স মার্কেটের চাট ট্রেডার কে বুঝতে হবে । যদি ট্রেডার মনগড়া ট্রেডিং করেন তো নিশ্চয়ই লসে পড়তে হবে । তাই এটা সত্য যে দক্ষ ট্রেডার ফরেক্স মার্কেটে ভালো প্রফিত অর্জন করেন ।
-
আমিও আপনার সাথে একমত। ফরেক্সে প্রফিট করার জন্য আমাদের আগে ফরেক্স সম্পর্কে জানতে হবে। ফরেক্সে দক্ষতা অর্জন করা ছাড়া প্রফিট কখনই নিয়মিত হবে না।
প্রফিট করার পুর্ব শর্ত হল এখানে টিকে থাকা। আর টিকে থাকার জন্য প্রয়োজন দক্ষতা । আমরা কিছুদিন হয়ত লাভ করতে পারি তাই বলে আমরা যে দক্ষ হয়ে গেছি তা ভাবা উচিত নয়। আমরা যদি নিয়মিতভাবে এখানে লাভ করতে পারি তবেই আমরা ভাল ট্রেডার এবং দক্ষ।
-
শুধু ফরেক্সই নয় যে কোন কাজের দক্ষতা তাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে। আর ফরেক্স যেহেতু অনলাইন ভিত্তিক আন্তর্জাতিক ব্যবসা। এখানে ব্যবসার পাশাপাশি পড়াশোনাও করতে হয়,প্রতিনিয়ত আপডেট জানতে হয় ,করতে হয় মার্কট এ্যানালাইসিস এজন্য বিশ্ব অর্থনীতি সম্পর্কে তাকে খোজখবর রাখতে হয়। এছাড়াও কাজের দক্ষতা থাকলে অনেক সময় চার্ট দেখে,মার্কেটের মুভমেন্ট দেখেও গতিপত বোঝা যায় এবং সে অনুযায়ী ট্রেড করে ভাল প্রফিট করা সম্ভব। তাইতো বলা যায় দক্ষ ফরেক্স ট্রেডার মানে ভাল প্রফিট।
-
আমাদের যদি জ্ঞান ও দক্ষতা না থাকে তবে আমরা লাভ তো করতেই পারবনা । যদি জ্ঞান ও দক্ষতা না থাকে তবে আমরা ফরেক্সে লাভ তো করতেই পারবনা । দক্ষ ফরেক্স ট্রেডার মানে ভালো প্রফিট এটা আমি এক বাক্য স্বিকার করে নিই । কারণ এই মার্কেটে আপনি যতই বিনিয়োগ করেন না কেন আপনি একটা ডলারও অায় করতে পারবেন না যদি কোন ধরনের ট্রেডিং দক্ষতা না থাকে । অার সে জন্যই দক্ষতাকে বলা হয় এই মার্কেটে টিকে থাকার হাতিয়ার । আর এই হাতিয়ার যে নিতে পেরেছে সে অনেক বেশি ভাগ্যবান । তবে দক্ষতা এক দিনে বা হঠাৎ করেই গড়ে উঠবে না । আর দক্ষ ট্রেডার হতে পারলে এমনিতেই ভাল প্রফিট করতে পারবেন। মানি ম্যানেজমেন্ট ঠিক রাখুন। লোভ থেকে দূরে থাকুন। নিজের আবেগকে কন্ট্রোল করুন। দেখেবন প্রফিট আপনার হাতের মুঠোয় চলে আসবে। আপনি শুধু ধৈর্য ঢরে ট্রেড চালিয়ে যান।
-
আসলে আমরা ফরেক্স মার্কেটে যত সময় দিতে পারব ততই আমাদের জন্য ভালো । আমরা কখনোই লিভারেজ বাড়িয়ে ট্রেড করব না । আমরা সব সময় ধৈর্য্যের সহিত ফরেক্স মার্কেটে থাকব তাহলেই আমরা লাভবান হতে পারব । আমরা সব সময় বেশী বেশী এ্যানালাইসিস করার চেষ্টা করব তাহলেই আমরা লাভবান হতে পারব । এই মার্কেটে আপনি যতই বিনিয়োগ করেন না কেন আপনি একটা ডলারও অায় করতে পারবেন না যদি কোন ধরনের ট্রেডিং দক্ষতা না থাকে । অার সে জন্যই দক্ষতাকে বলা হয় এই মার্কেটে টিকে থাকার হাতিয়ার । আর এই হাতিয়ার যে নিতে পেরেছে সে অনেক বেশি ভাগ্যবান । তবে দক্ষতা এক দিনে বা হঠাৎ করেই গড়ে উঠবে না । আপনার সাধনাই একটু একটু করে আপনাকে দক্ষ বানাতে পারে ।