-
ফরেক্স এর প্রতি প্রত্যেক ট্রেডারই আন্তরিকতা অনেক বেশি আমি মনে করি কারণ ফরেক্স যারা কাজ করতে আসে তারা অবশ্যই ফরেক্স খুব বেশি আন্তরিকতার সৃষ্টি করে। আমার সম্পর্কে বলতে গেলে আমি বলবো ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা অস্বাভাবিক কারণ আমি ফরেক্স কে আমার ফিউচার লাইফের একটা পার্ট হিসেবে দেখি। তাই আন্তরিকতা যদি বেশি না থাকে তাহলে কিভাবে সফলতা অর্জন করবো। তাই প্রত্যেকেরই ফরেক্স এর প্রতি আন্তরিকতা বেশি থাকাটাই শ্রেয়।
-
যদিও আমি ফরেক্স ট্রেডিং এ নতুন।প্রায় আমি তিন মাস ধরে ফরেক্স ট্রেডিং ব্যবসার সাথে আছি।যত দিন যাচ্ছে ইনস্টা ফরেক্স এর প্রতি আমার আন্তরিকতা বেড়ে যাছে।আমি ইনস্টা ফরেক্স ট্রেডিং ব্যবসাকে অরেক পছন্দ করি এবং অনেক ভালোবাসি।
-
ফরেক্স মার্কেটের প্রতি আমার আন্তরিকতার কন কমতি নাই। বললে বিলিব করবেন না,আমি ফরেক্সে ১ ডলার ইনকাম করে ফরেক্স ট্রেড করে আসছি। আমার মনে হয় আমি যদি আগামি বছর থেকে ভালভাবে করতে পারি থাহলে ফরেক্স এর প্রতি আর আন্তরিকতা আর বেড়ে যাবে।
-
ফরেক্স ট্রেডিং এর প্রতি ভাই আমার অনেক আন্তরিকতা আর সেজন্যই ভাই আমি ফরেক্স ট্রেডিং এর সাথে এখন আছি । অনেক লস করেছি ফরেক্স ট্রেডিং এ । কিন্তু প্রতিবারই নিজের আবেগ ধরে রাখতে না পাড়ায় আমার এত লস হয়েছে । যদিও লসের পরে বুঝতে পারি । তাই এবার আরকেবার নতুন করে ফরেক্সে ট্রেড শুরু করেছি ফরেক্স ট্রেডিং এর প্রতি গভীর ভালবাসা থেকেই । দেখা যাক কি হয় , কত দূর যেতে পারি ফরেক্স ট্রেডিং করে ।
-
ফরেক্স মার্কটে আমরা সকলি অর্থ উপার্জনের মাধ্যমে নিজের চাহিদা পুরুন করার জন্য ট্রেড করে থাকি।ফরেক্সে প্রতিটি ট্রেডে লভবান হওয়ার মাধ্যমে অর্থাৎ ফরেক্স হতে অর্থ উপার্জনের জন্য নিজেকে দক্ষ ট্রেডা হিসাবে গড়ে তুলতে হবে।আর এর জন্য প্রয়োজন যতেষ্ঠ আন্তরিকতা।আন্তরি তা সাথে ধৈর্য সহকারে ফরেক্স বিষয়ে আপনাকে যতেষ্ঠ লেখাপড়া করতে হব।তাহলে আপনি ফরেক্সে সফল হবেন।
-
সুপ্রভাত বন্ধুরা!
সুতরাং অবশেষে আমি সোনায় ব্যবসায়ের জন্য নতুন কৌশল নিয়ে এসেছি। আমার দৃষ্টিকোণ অনুসারে সোমবার তার সমর্থন স্তর থেকে সোনার প্রত্যাখ্যান করা হয়েছে এবং trading 1290 এ মূল ট্রেডিং স্তরে ফিরে যেতে হবে। এখন এটি গত কয়েক ঘন্টা থেকে জিগজ্যাগে চলেছে এবং আমি একটি কেনার অবস্থান খুলেছি। আমি কেবল খুলি না তবে কয়েকটি বুক স্টপ পজিশনও সেট করেছি যা আপনি চার্টে দেখতে পাবেন। আমার টিপি এখন পর্যন্ত খোলা আছে। আমি মনে করি এটি প্রথম $ 1300 পরীক্ষা করবে এবং যদি এটি ভেঙে যায় তবে শক্ত ষাঁড়ের চলাচল আবার শুরু হবে যা এটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আপনি এটি সম্পর্কে কি মনে করেন?
-
আন্তরিকতাতো নিশ্চই রয়েছে তা না হলে কি এই দীর্ঘদিন ধরে এই মার্কেটে পরে থাকি আর আমি মনে করি এই আন্তরিকতা তৈরি হয়েছে ফরেক্স থেকে ভাল প্রফিট লাভের নিশ্চয়তা থেকেই। আর আমার কাছে মনে হয় এখান থেকে অনেক ভাল প্রফিট লাভের নিশ্চয়তা রয়েছে বিধায়ই এই বিজনেস দিনকে দিন এত বেশি মানুষের কাজে জনপ্রিয় হয়ে উঠেছে।
-
আমি ফরেক্স ট্রেডিং মার্কেট থেকে আমার যে ক্ষয়ক্ষতি করেছি তা থেকে আমি খুব শিখি এবং এই ক্ষতির মধ্য দিয়ে আমি বুঝতে পারি যে আমি ভুলগুলি কোথায় করতে পারি এবং আমি আমার ভুলগুলি কাটিয়ে উঠতে চেষ্টা করি এবং বাজারে আবার ভাল জ্ঞানের সাথে বাণিজ্য করার চেষ্টা করি যা আমাকে আরও অর্থ প্রদান করে in ফিরুন, শেখার প্রক্রিয়াটি কখনই ফরেক্স ট্রেডিং মার্কেটে শেষ হয় না তাই সমস্ত ব্যবসায়ীদের সেখান থেকে লোকসানগুলিও শিখতে হবে
-
ভাই জন, আমি মনে করি ফোরের আমাদের নৈতিকতার সর্বোত্তম হওয়া উচিত এবং জিনিসটি আন্তরিকতা, এটি আরও অনেক ভাল হওয়া উচিত তবে আমরা এই যাত্রায় সফল হতে পারি এবং প্রতিটি ফোরামে আমাদের সফল হতে কঠোর পরিশ্রমের প্রয়োজন কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য অর্জন করা যায় না
-
ফরেক্স মার্কেট এর ব্যবসা খুব ভালো একটি ব্যবসা একটু পরিশ্রম করতে পারলে সহযেই প্রফিট করা যায় । এই বাজার থেকে যখন লাভ হয় তখন আনন্দের সীমা থাকে না । বিশেষ করে নতুন যারা তাদের ক্ষেত্রে তো কথাই নাই তাদের অনেক কষ্ট হয় লাভ করতে আর যখনি সে অনাকাঙ্ক্ষিত প্রফিট চোখের সামনে দেখে তখন মনের ভিতরে আনন্দে ভরে উঠে ।