-
ফরেক্স হোল একটি মার্কেট প্লেস তাই এখানে যেমন লাভ হয় আবার ঠিক তেমনি লস ও হয় । ফরেক্স এ লাভ লস হতেই পারে তাই বলে মন খারপ করার কোন কারন নেই । ফরেক্স এর সম্পর্কে যদি ভাল অভিজ্ঞতা থাকে তবে ফরেক্স এ লস খুব কম খেতে হয় আর যদি অভিজ্ঞতা কম থাকে তবে ফরেক্স এ লস বেশি খেতে হয় । তাই আমাদের ফরেক্স এ ভাল করে অভিজ্ঞতা অর্জন করা উচিৎ । ফরেক্স এ ট্রেড করতে গেলে লাভ লস হবেই তাই মন খারপ করে ট্রেড করা যাবে না ।
-
ফরেক্স এ যেমন লাভ হবে আবার ঠিক তেমনি ফরেক্স এ লস ও হবে । কেননা ফরেক্স হোল একটি মার্কেট প্লেস এখানে মার্কেট কখনও ভাল দেখাবে আবার কখনও লস ও দেখাবে , তাই আমাদের ফরেক্স এ লাভ লস নিয়ে চিন্তার কোন কারন নেই । ফরেক্স এ যত বেশি ট্রেড সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করা যাবে তত বেশি ফরেক্স এ সাফল্য অর্জন করা যাবে । তাই আমাদের উচিৎ ফরেক্স এর সম্পর্কে ভাল করে অভিজ্ঞতা অর্জন করে ট্রেডিং শুরু করে দেওয়া ।
-
ফরেক্স এ ভাল জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা থাকলে ভালই লাভ করা যায়। তবে ফরেক্স এ প্রথমত অনেকই লস করে থাকে। আর যারা অনেকদিন ধরে ফরেক্স কিছু না বুঝে ট্টেড করে তারা হয়তো কিছু লাভ করে আবার লস ও করে থাকে। তাই ফরেক্স যে মন লাভ হয় তেমনই লস ও হয়।
-
ফরেক্স ব্যাবসায় লাভ লস দুটোই নিয়মিত ঘটে থাকে।যারা অভিজ্ঞ তারা বেশিরভাগ সময় লাভ করে থাকে এবং অনভিজ্ঞরা লসটাই বেশি করে থাকে।কারন ফরেক্স ব্যাবসায় দক্ষতা ছাড়া কোনভাবেই প্রফিট করা সম্ভব নয়।কারন মার্কেট যেকোন সময় যেকোন দিকে মুভমেন্ট করতে পারে আর এই মুভমেন্ট সম্পর্কে যদি সঠিকভাবে এনালাইসিস করতে না পারেন তাহলে কিভাবে সফল হবেন।আর যখন মার্কেট এনালাইসিস করা সম্পর্কে অভিজ্ঞ হতে পারবেন তখন হয়তো আর লসই হবে না।
-
ফরেক্সে শুধু তারাই লাভ করতে পারে যাদের ফরেক্স বিষয়ে প্রচুর অভিজ্ঞতা আছে।যে সব ট্রেডার প্রতিটি ট্রেড করার আগে মার্কট ভালোভাবে এনালাইসিস করে,সাপোর্ট এবং রেসিসটেন্ট লেভেল নির্ধারন করে কেবল তারাই ফরেক্সে মার্কটে সফল হতে পারে। যারা ফরেক্স না বুজে করে তারা কখনো ফরেক্স এ স্থায়ী হতে পারেনা। কারন ফরেক্স এ ঠিকে থাকতে হলে আপনাকে ফরেক্স বুজতে হবে আগে ভাল করে।
-
ফরেক্সে যেমন লাভ হই তেমনি লস ও হয়। ফরেক্সক্সে লভলসস নির্ভর করে দক্ষতার উপর। আপনি ত্রেদে দক্ষ হলে লাভ করবেন ার যদি দক্ষ না হন তাহলে লস করবেন। ফরেক্সে লাভ করতে হলে আপনাকে ফরেক্সে মানি মাম্বজমেন্ট রিস্ক মামেজমেন্ট সম্পর্কে ভালভাবে জানতে হবে।
-
ফরেক্স মার্কেটে ট্রেডার দের মধ্যে লাবের চেয়ে লচের প িমান বেশি। অনেক ট্রেডার না বুঝে ট্রেড করে তাই লসের সম্মুখীন হয়। একমাত্র তারাই লাভ করতে পারে যারা সাপোর্ট এবং রেজিসটেন্ট মেনে ট্রেড করে এবং ওভা ট্রেড করেনা।
-
ঠিক কথাই বলেছেন “ফরেক্সে যেমন লাভ হয় তেমনি লস হয়” । এই কথাটা নতুনদের জন্য ঠিক আছে তবে, দক্ষ ট্রেডারদের জন্য ভিন্ন।
-
সাপোর্ট এবং রেসিস্টেন্স চিনে ট্রেড করা অত্যন্ত কঠিন কাজ। আমি অনেক সময় এদের ফলো করলেও এরা আমার বিপরীতে যায়। এতে আমি ধারনা করে নিয়েছি যে আমাকে অনেক সময় নিয়ে এটা শিখতে হবে। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি এটার উপরে কমপক্ষে এক বছর ডেমো প্রাকটিস করব। এটা আমার জন্য খুবই প্রয়োজনীয়।
-
ফরেক্স মার্কেট এ ঝুকি নিয়ে ফরেক্স করতে হয়। ফরেক্স এ লাভ-লস উভয়ই আছে। ফরেক্স মার্কেট এ যেমন লাভ আছে তেমনি লস ও আছে। তবে কিছু কিছু রুলস আছে এবং নিয়ম আছে যাতে করে লস না হয় তা। আর এই লাভ -লস মিলেই ফরেক্স করা হয়।