-
ফরেক্স ট্রেড করতে গেলে ফরেক্স মার্কেট আপনার মাথায় রাখতে হবে কখন ট্রেড করলে ভালো কখন ট্রেড করলে লাভ করতে পারব কখন ট্রেড করলে লস হতে পারে মার্কেট কখন ভালো থাকে কখন মার্কেটে দুক্তে হবে আবার কখন মার্কেটে থেকে ভের হয়ে আস্তে হবে ।আর কখন ট্রেড করলে আমি প্রফিট নিয়ে ভের হয়ে আস্তে পারবো ।
-
আপনি যদি ফরেক্স মার্কেটে পজিশন ট্রেড করার চিন্তা করেন তবে আপনার জন্য সবসময় টেড ওপেন করার জন্য উপযুক্ত সময় বলে আমি মনে করি আর যদি আপনি সট ট্রেড বা স্কেলপিং করার চিন্তা করেন তবে আপনার জন্য ভাল সময় হল দুপুর ২টা হতে রাত ১০ টা কারন এই সময় টা ইউ এস এবং ইউ কে টাইম তাই এই সময় মার্কেট বেশি মুভ করে। ধন্যবাদ।
-
ট্রেড করার জন্য নির্দিষ্টভাবে কোন নিয়ম নেই মার্কেটে র গতি বুযে এবং ক্যান্ডেল স্টিক অ্যানালাইসিস করে মার্কেটে র সাপোর্ট লাইন এবং রেজিসট্যান্স লাইন নির্ধারন করে ইন্ডিকেটরস অ্যানালাইসিস করে নিউ অর্ডার প্লেস করা আবার একটা ব্যপারে সতর্কথাকতে হবে ইকোনমিক ক্যালেন্ডার ফলো করতে হবে তারপে ঊপযুক্ত সময়কে কাজে লাগাতে হবে তারপরে সফলতা নিশ্চিত সব সময় বুদ্ধমত্তার পরিচয় দিতে হবে নির্বোধ এর মোরক উন্মোচন করলে সব যায়গায় চরম মুল্য দিতে হবে।
-
যখন ইচ্ছে তখন আপনি ফরেক্স মার্কেটে ট্রেড করতে পারবেন, আত্র কোন সমস্যা নায় । শুধু সপ্তাহে শনিবার ও রবিবার বাদে আপনি ২৪ ঘণ্টাই ট্রেড করতে পারবেন । যেকোনো সময় ট্রেড করতে পারেন আপনি । আমার বাস্তব অবিজ্ঞতা থেকে এটাই বলতে পারি - বিকাল ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত ট্রেড করলে আপনি হয়তো ভালো ফল পেতে পারেন । এই সময়ে ট্রেড করে আমি সফল ভাবে সম্পন্ন করছি । এতে অনেক টাকা উপার্জন করছি । আপনি চাইলে এই সময়ে ট্রেড করতে পারেন ।
-
আমি মনে করি ফরেক্স এ কোন টাইম ধরে ট্রেড না করা উচিত কারন ফরেক্স এ ট্রেড করতে হলে আপনাকে আগে ফরেক্স সম্পর্কে ভাল করে জেনে নিতে হবে আপনাকে বিভিন্ন নিউজ আনালাইসিস করতে শিকতে হবে তবে নিউজ টাইম বাদে ট্রেড করা উচিত কারন এ সময় মার্কেট আপ ডাউন করে
-
আমি মনে করি ফরেক্সে আপনি ঐ সময় গুলোতে ট্রেড করে ভাল প্রফিট বা লাভ করতে পারেন যখন মার্কেট ট্রেন্ড অনেক বেশি উঠানামা করে অর্থাত যে সময় কারেন্সি পেয়ারের চাহিদা অনেক বেশি থাকে ঐ সময় ফরেক্স মার্কেটে ট্রেড করে খুব ভাল প্রফিট অর্জন করা সম্ভাব বলে আমি মনে করি।
-
আমার নিকট ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য উপযোগী সময় হচ্ছে, সকাল ৮ টা থেকে ১১ টা, পর্যন্ত দিপ্রহর ৩ টা থেকে ৬ টা পর্যন্ত, সন্ধ্যা ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত। এ সময় মার্কেটের উঠা নামার গতি থাকে, তখন ট্রেড ধরা যায়, ট্রেড বন্ধ করা যায়।
-
ফরেক্স মার্কেটে কোন সময় ট্রেড অপেন করলে লস কম হবে বা লাভ হবে এটা সঠিক ভাবে বলা যায়না আসলে কখোন মার্কেটের মুভমেন্ট কেমোন হবে এটি তার উপোর নির্ভর করে। তাই আপনাকে ভালো অভিজ্ঞ্যতা সম্পন্ন হতে হবে ফরেক্স মার্কেট সম্পর্কে তাহলে আপনি বুজতে পারবেন আপনাকে কখোন ট্রেড অপেন করতে হবে।
-
আমার মনে হয় যেকোনো সময়ে ট্রেড করা যেতে পারে। কিন্তু ৭টা-১০টা পর্যন্ত মার্কেট বেশী উঠানামা করে থাকে।
-
আসলে ফরেক্সে কোন কোন সময় ট্রেড করলে ভাল হয় এ ব্যাপারে বাঁধাধরা কোন নিওম নাই ।
আমি আমার ট্রেড একদিনে আমি ১৫০ ডলার সন্ধার দিকে ট্রেড ওপেন করে পেয়েছি তাই আমি সন্ধার সময় আমি উপযোগি সময় মনে করে থাকি।