হ্যা ভাই, আপনি ঠিক বলেছেন। আমি যখন ফরেক্স এ নতুন জয়েন করে রিয়েল একাউন্ট করেছিলাম তখন আমি সর্ট টাইম ব্যবহার করতাম অনেক কম লটে। কিন্ত আমি যখন ট্রেড করতাম সর্ট টাইম এ আমার ৪ টা ট্রেড এর মধ্যে ২ টা লাভ হত আর বাকি ২ টা লস হল। তারপর আমি যখন H4, Daily টাইম ফ্রেম ব্যবহার করলাম তখন দেখলাম যে অনেকটা টার্গেট করে ট্রেড করলে সাফলতা অর্জন করা যায়। তারপর থেকে আমি H4, Daily লং টাইমফ্রেম ব্যবহার শুরু করলাম। এতে আমার প্রফিট অনেকটা ভাল হয়। এবং ঝুকিও কম হয়। ধন্যবাদ।