-
বর্তমান যুগে ইন্টারনেট মানুষের জীবনকে আরো সহজ করে দিয়েছে। ইন্টারনেট গতি প্রয়োজনীয় একটি বিষয়। ফরেক্স মার্কেটে ট্রেডিং করার জন্য ইন্টারনেটের গতির ভূমিকা অপরিসীম । আমরা সব সময় ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ইন্টারনেটের গতি অবশ্যই বেশী দরকার । আমরা সব সময় ফরেক্স মার্কেটের গতি বৃদ্ধি করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারবে
-
মেটা ট্রেডার সফটওয়্যারটি কাজ করার জন্য আমাদের খুব বেশি ডাটার প্রয়োজন হয় না । আপনি ২৫৬ স্পিডেই মার্কেট এর লাইভ ভালোভাবে দেখতে পারবেন । আমি যখন গ্রামের বাসায় থাকি তখন আমি আমার ফোন এর নেট শেয়ার করেই আমার ল্যাপ্টপ এ মার্কেট এনালাইসিস করি এবং ট্রেড করতে পারি । ভালভাবে একটু লক্ষ করলে দেখবেন যে ট্রেড ওপেন এবং ক্লোজ করতে কিন্ত বেশি স্পিড এর তেমন একটা প্রয়োজন পড়েনা । কিন্ত যারা স্কাল্পিং করে তাদের জন্য স্পিড থাকাটা অপরিহার্য । তবে দুঃখজনকভাবে বলতে হয় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টানেট গতির খুবই বেহাল দশা ।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্টারনেট গতি সাভাবিক হলেই হয়। কিন্তু মাঝে মাঝে গতির জন্য সমস্য সৃস্টি হতে পারে।যারা কম ডলার নিয়ে ট্রেড করে তাদের ক্ষেত্রে কিছু সময় পর পর তাদের ট্রেড কাজ্যকম দেখা লাগে তা না হলে তাদের লস হবার আশংখা থাকে। তাই ট্রেড করতে হলে অবশ্যইয় ইন্টারনেট এর গতি থাকা প্রয়োজন বলে আমি মনে করি।
-
অবশ্যই ফরেক্স মার্কেটে ট্রেড করার জন্য ভালো গতিসম্পন্ন ইন্টারনেট কানেকশনের দরকার রয়েছে। কম গতি সম্পন্ন ইন্টারনেট দিয়ে ভালোভাবে ট্রেড করা সম্ভব হয় না। স্ট্রং ইন্টারনেট কানেকশন না থাকলে অনেক সময় ট্রেড ওপেন করতে গিয়ে বা ক্লোজ করতে গিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়। অনেক সময় দেখা যায় একটি ট্রেড দ্রুতগতিতে আমার বিপরীত দিকে যাচ্ছে বা ভালো প্রফিটে আছে এ অবস্থায় ক্লোজ করতে চাই তখন উচ্চগতির ইন্টারনেট না থাকলে তাড়াতাড়ি ট্রেডটি ক্লোজ করা সম্ভব হয় না, বিধায় বড় ধরনের লস হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলা যায় ফরেক্স ট্রেডিং করার জন্য অবশ্যই উচ্চগতির ইন্টারনেট দরকার।
-
ফরেক্স ট্রেডিং মার্কেট একটি অনলাইন ভিত্তিক ব্যাবসা আর এই ব্যাবসা করতে গেলে অবশ্যই আমাদের ইন্টারনেটের ভাল ব্যবস্থা থাকতে হবে। আমাদের দেশে অনেক এলাকা আছে যেই এলাকায় খুব ভাল নেট এর কানেকশন নেই।তার জন্য তারা ভাল কাজ করতে পারেনা।আর সব থেকে বড় কথা আমি যখন ট্রেড অপেন করবো যে কারেন্সি তে করতে যাবো সাথে সাথে যদি নেট এর কানেকশন না পায় তখন বড় লস হওয়ার সম্ভাবনা থাকবে।তাই আমি মনে করে ফরেক্স ট্রেডিং মার্কেট এ কাজ করতে হলে খুব ভাল ইন্টারনেট কানেকশন প্রয়োজন।
-
ফরেক্স মার্কেটে ইন্টারনেটের গতি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইন্টারনেটের গতির কারণে আমরা অনেক সময় অনেক প্রফিট কম পড়তে পারি এবং অনেক সময় লসের। সম্মুখীন হয়ে থাকি সেজন্য যদি ইন্টারনেট গতি টা একটু ফাস্ট হতো তাহলে হয়তোবা আমরা এ ধরনের ক্ষতির সম্মুখীন হতাম না।
অনেক সময় মার্কেট যখন খুব দ্রুতগতিতে আপডাউন করে তখন আমরা ট্রেড ক্লোজ করতে গেলে ব্যর্থ হই। এর ফলে আমাদের অনেক সময় লসের সম্মুখীন হতে হয়।
এই ইন্টারনেট স্লো থাকার কারণে লসের সম্পন্ন ক্রেডিট আমি ইন্টারনেটকেই দিতে চাই।
-
ফরেক্স ট্রেডিং এ ইন্টারনেট গতি সাভাবিক হলেই হয়। কিন্তু মাঝে মাঝে গতির জন্য সমস্য সৃস্টি হতে পারে।যারা কম ডলার নিয়ে ট্রেড করে তাদের ক্ষেত্রে কিছু সময় পর পর তাদের ট্রেড কাজ্যকম দেখা লাগে তা না হলে তাদের লস হবার আশংখা থাকে।তাই আমি মনে করি সফলতার সাথে ফরেক্স ট্রেডিং করে এখান থেকে ভাল আয় করতে হলে অবশ্যই আগে ইন্টারনেট গতি বৃদ্ধি করতে হবে।
-
আপনি নিশ্চই জানেন যে বর্তমানে আমাদের দেশে থ্রিজি চলে এসেছে যার ফলে এই সমস্যা দিনকে দিন অনেক বেশি দূর হচ্ছে যে সমস্ত জায়গায় থ্রিজি এখন যেয়ে পারেনি সেই সকল জায়গায় ও আপনি টু জি ইন্টার নেট ব্যবহার করে। ফরেক্স এ গতি কোন মূর্খ নয় । আপনি ট্রেড ওপেন করার সময় হালকা গতি হলে অ চলবে। তবে যারা স্কাইনিং করেতাদের জন্য অবশ্যই লাগবে। কারন ওই সাইট এমন কিছু কাজ আছে সে গুলু করতে গেলে গতি লাগবে।
-
ফরেক্স এ ইন্টারনেট এ তেমন বেশী গতি লাগে না। ফরেক্স এ কম গতিতেও ফরেক্স এ ট্রেড করা যায়। ফরেক্স এ ফরেক্স এর এপস এর মাধ্যেমে ফরেক্স করা হয়। কোন ওয়েবসাইট এ গিয়ে করা হয় না। শুধু নেটের গতি হাফ স্পিড থাকলেই ফরেক্স করা যায়। আমি আমার বাসায় ওয়াইফাই দিয়ে ফরেক্স করে থাকি। তাই তেমন বুঝতে পারি না যে কতটুকু কম হলে ফরেক্স করা যাবে বা করা যাবে না। তবে সব জায়গাতেই দেখছি যে ফরেক্স এ স্বাভাবিক নেট এর গতি থাকলেই ফরেক্স করা যায়।
-
ট্রেডিং করার জন্য ইন্টারনেটের গতির ভূমিকা অপরিসীম । আমরা সব সময় ফরেক্স মার্কেটে কাজ করতে হলে ইন্টারনেটের গতি অবশ্যই বেশী দরকার । আমরা সব সময় ফরেক্স মার্কেটের গতি বৃদ্ধি করতে হবে । যে ট্রেডার যত বেশী এ্যানালাইসিস করবে সে তত বেশী লাভবান হতে পারবে । আমরা সব সময় ফরেক্স মার্কেটে ধৈর্য্যের সহিত কাজ করব তাহলেই আমরা লাভবান হতে পারবে ।