ফরেক্স ট্রেড করা খুবই সহজ কিন্তু প্রফিট করা খুব কঠিন। এমন একটি ওয়ান লাইন সপ্টওয়ার যে, কোন লোক বলতে পারবে না যে, 100% নিশ্চিত মার্কেটের কথা। আবহওয়ার সংবাদ যেমন হতে পারে বা ঘটতে পারে এই রকম ফরেক্স এর analysis ঠিক তেমন।
Printable View
ফরেক্স ট্রেড করা খুবই সহজ কিন্তু প্রফিট করা খুব কঠিন। এমন একটি ওয়ান লাইন সপ্টওয়ার যে, কোন লোক বলতে পারবে না যে, 100% নিশ্চিত মার্কেটের কথা। আবহওয়ার সংবাদ যেমন হতে পারে বা ঘটতে পারে এই রকম ফরেক্স এর analysis ঠিক তেমন।
না, ফোরেক্স ট্রেড খুব সহজ না, আসলে এটার উপরে ভালোবাবে পরাশুনাকরে তারপর শুরু করা উচিত। যারা ট্রেড করে ভাল লাববান হতে চান তাদের উচিত ভালো ভাবে এইটার উপর পরাশুুনা করা। তবে একটা ব্যাপার খুব সহজ এখানে ট্রেড করার পদ্বুতিটা খুব সহজ। নিশ্চিত লস করাও সহজ।
Forex trade ট্রেড সহজ কিন্তু প্রফিট করা খুব কঠিন। কারন 100% প্রফিটেবল analysis দুনিয়ার কেউ করতে পারে না আর তাই যদি পারতে কেউ তাহলে ফরেক্স চলতো না সকল টাকা একাই নিয়ে বসে পড়তো।
ফরেক্স সেল বা বাই করলে লাভ করা যাবে। এ ধারনা ট্রেডারারদের ভুল ধারনা। ফরেক্স এ শুধু চার্ট দেখে ট্রেড করলেই প্রফিট করা সম্ভব নয়। ফরেক্স এ ট্রেড করা সহজ। হয়তো প্রাথমিক অবস্থায় মার্কেট এ ট্রেড করা যায়। কিন্তু কিছুদিন পরে পর্যাপ্ত জ্ঞান না থাকায় ফরেক্স থেকে ঝরে পড়তে হয়।
আসলেই সহজ। খালি বাই আর সেল! মাঝে মাঝে বুঝে আর বেশির ভাগ সময় না বুঝে। মার্কেট একবার না একবার তো আপনার কথা শুনবেই। তাই আমি বলি কি এর থেকে সোজা বিজনেস হয় না। তবে সঠিক ভাবে শিখতে গেলে এর মত কঠিন বিজনেস আর আছে বলে আমার মনে হয় না।
বর্তমানে ফরেক্স এ যারা নতুন তাদের বেশীরভাগ এর সিস্টেম হচ্ছে আসলাম, দিলাম, লস করলাম, বের হয় গেলাম। কারন তারা মনেকরে ফরেক্স অনেক সোজা। কিন্তু ফরেক্স এত সোজা না। ফরেক্স কে জয় করতে হলে পরিশ্রম করতে হবে। ফরেক্স যদি এতই সোজা হত এত দিনে মানুষ বিলিওনিয়ার হইয়ে যেত। ফরেক্স মার্কেট এ ফরেক্স মার্কেটে শুধু বাই এবং সেল দিয়ে শেষ নয়, আমি কখন বাই দিব কখন সেল দিব তা আগে জানতে হবে, লাভ লস বড় কথা নয়, সবচেয়ে বড় কথা হল আমি ট্রেড করে মার্কেটে কতক্ষণ টিকে থাকলাম।
না ভাই ফরেক্স ট্রেড এতটা সহজ না । কারন অনেক সময় দেখা গিয়েছে যে অনেক অভিজ্ঞ ট্রেডারাও অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হয়েছেন । কেননা মার্কেটের মুভমেন্ট বোঝা অনেক মুশকিল, মার্কেটের পরবর্তি কেন্ডেলটা কিরকম হবে, কখন নিউজ রিলিস হবে সেটা এখানে কেউ বলতে পারবে না । তবে আপনার যদি সেই মানের অভিজ্ঞতা থাকে, আপনি যদি দক্ষ ট্রেডার হন তাহলে ফরেক্সে ট্রেড করা আপনার জন্য অনেক সহজ হতে পারে, এটা পুরোপুরি নির্ভর করবে ফরেক্সের প্রতি আপনার কনফিডেন্সের উপর ।
যাদের ফরেক্স এর ব্যপারে সঠিক জ্ঞান নাই তারা সহজ মনে করে। ফরেক্স যত জানা শুরু করবে তত বেশী ভয় ঢুকবে ফরেক্স এর ব্যপারে। আসলে ফরেক্স অত্যান্ত জটিল একটি বিষয়। তবে অসম্ভব না কাজ করা দীর্ঘ দিন যেকোন কঠিন বিষয়ে চর্চা চালিয়ে গেলে একসময় এটা সহজ মনে হতে থাকবে। সুতরাং দীর্ঘ প্র্যাকটিস করতে হবে সঠিক জ্ঞান অর্জন করার মাধ্যমে। আর প্র্যাকটিস করতে ডেমোতে যখন ডেমোতে ভাল লাভ করতে সক্ষম হবেন এবং ধারাবাহিক ভাবে লাভ হতে থাকবে তখন রিয়েল ট্রেড করবেন।
খুব সহজভাবে ফরেক্সে ট্রেড করতে আসে কিন্তু অবশেষে দেখা যায় সব হারিয়ে খালিহাতে বাসায় ফিরে নিজের ভুলে নিজেই পস্তাবে যদি সে এখন না শিখে শিক্ষা একটি
গ্রিডের ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ যেন ট্রেডিং থাকাকালীন আপনাকে শিখে ফেলতে পারেন সেদিকে নজর দিবেন দয়া করে সবাই
আপনি যদি এই ব্যবসা সম্পর্কে ভাল করে বুঝতে পারেন তাহলে অবশ্যই এটি আপনার জন্য খুবই সহজ ব্যবসা হবে। কিন্তু আপনি যদি ঠিকমত না জেনেই এই ব্যবসা শুরু করেন তাহলে এই ব্যবসা আপনার জন্য অনেক কঠিন হবে আর আপনার প্রতিটি পদক্ষেপ আপনাকে হতাস করতে পারে। তাই আপনি যদি এখানে সফলতা চান তাহলে অবশ্যই এই ব্যবসা সম্পর্কে ভালভাবে জেনে তারপর শুরু করবেন।