-
ফরেক্স মার্কেট এ যত বেশি একাউন্ট থাকবে ততবেশী আপনি ফরেক্স মার্কেট থেকে আয় করতে পারবেন তা কিন্তু সঠিক নই। আমি ফরেক্স মার্কেট এ একটা একাউন্ট পরিচালনা করি। এতে আমি ভালো ভাবে ট্রেড করতে পারি। আমি আপাতত ইন্সতা ফরেক্স এই ট্রেড করি।আমার মনে হয় এটিই সব থেকে ভালো ।
-
একটা সময়ে একটা ট্রেডিং একাউন্ট একাধিক ফোরামের একাধিক আইডিতে যুক্ত করা যেতো। কিন্তু এখন একটা ট্রেডিং একাউন্ট আর একটা ফোরাম আইডির বেশি যুক্ত করা যায় না। মানে একটা একাউন্ট মাত্র একটা ফোরাম আইডির জন্য। আমি দুইটা ফোরামে দুইটা আইডি আছে। তাই আমার দুইটা ট্রেডিং একাউন্ট ও করতে হইছে। দুইটায় আলাদা আলাদা করে বোনাস যোগ হয়। তবে আমি কখনো দুইটা একাউন্টে এক সাথে ট্রেড করি না
-
ফরেক্স এ আমার ৩ টা একাউন্ট আছে ইন্সটাফরেক্স এ ২ টি এবং টিকমিল এ একটি। এছাড়াও আমার আইসি মার্কেটে, টিকমিল, এবং ইন্সটাফরেক্স এ ডেমো একাউন্টও রয়েছে এবং সেগুলোতে আমি প্রাকটিস করি।
-
হ্যাঁ, আপনি ঠিক বলেছেন যে আপনার যদি ফরেক্সের অভিজ্ঞতা না থেকে থাকে তবে আপনার অবিলম্বে ফরেক্স বাণিজ্য বন্ধ করা উচিত। ফরেক্স ট্রেডিং সম্পর্কে আপনার যখন সর্বাধিক জ্ঞান থাকে তখন আপনি এসে বাণিজ্য শুরু করেন যদি আপনি ডাকাতটিতে বাণিজ্য শুরু করেন তবে আপনিও হারিয়ে যেতে পারেন এবং আপনার অ্যাকাউন্টটিও ধোয়া যায় nd এবং ফরেক্স কোনও সহজ ব্যবসা নয়, এটি শিখতে হবে এবং সম্পন্ন করতে হবে আবার।
-
আমি ফরেক্সে নতুন তাই আমি একটা একাউন্ট ব্যবহার করি। ফরেক্সে একটা একাউন্ট থাকা ভালো। ফরেক্স সম্পর্কে যখন ভালো জ্ঞান অর্জন হয়ে যাবে তখন অন্ন ব্রোকারে আরেকটা একাউন্ট খোলা যাবে
-
ফরেক্স এ বর্তমানে ১টি একাউন্ট আছে কারন আমি নতুন এবং আমি নতুন হিসাবে ইনিস্তা ফরেক্স কে বেছে নিয়েছি এবং আ্মি এর মাধ্যমে ফরেক্স শিখছি আমি যদি থিক করে ফরেক্স শিখতে পারি তবে আমি ফরেক্স এ একাউন্ট এর সঙ্খ্যা বারাব | আমার লক্ষ হল ফরেক্স থেকে আয় করা |
-
আমি একজন মেডিকেল স্টুডেন্ট। লেখাপড়ার ফাকেঁ অবসর সময়ে ফরেক্সে পোষ্ট করে থাকি।আর আমি এখানে খুব বেশী দিন হয় কাজ করিনা।আমার এখানে একমাত্র নিজস্ব একাউন্ট। আর এই একটা মাএ একাউন্ট দিয়ে আমি ট্রেডিং করে থাকে।আর একাধিক একাউন্ট থাকে সমস্যা হয় বলে আমি বলে মনে করি। একটাএকাউন্ট থেকেই ভালো প্রফিট করা সম্ভব। তবে তারজন্য প্রয়োজন ধৈর্য্যও পরিশ্রম
-
কিছুদিন যাবত হয়েছে আমি ফরেক্স করা শুরু করেছে এবং এখানে পোস্ট করছি। যার জন্য আমি একটি অ্যাকাউন্টটি তৈরি করেছি এবং যা দ্বারা ট্রেডিং করার চেষ্টা করছি।এখনো আমি আমার বোনাস পাইনি তার জন্য ট্রেডিং করার শুরু করেনি কিন্তু একাউন্টে ট্রেনিং করছি।
-
আমার ইনস্টাফরেক্সে একটি একাউন্ট এ আছে।
-
ফরেক্স মার্কেটে আমার একটা একাউন্ট আছে যেটা আছে সেটা দিয়ে ট্রেড করে লাভ করতে পারছিনা আর একাউন্ট দিয়ে কি করব।আমি মনে করি আমাদের লাভ করার জন্য একটা একাউন্ট যথেস্ট।। প্রপিট করত পারলেই একটা দিয়ে করতে পারেন আর না পারলে একাদিক একাউন্ট দিয়ে লস বেশি খাবেন।