আমি ছাড়া আমার পরিবারের অন্য কোনো সদস্য এখনো ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়ে পারিনি তবে আমি আশা করি খুব শীঘ্র আমার পরিবারের সদস্যরা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হবে এবং অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করে ভালো অর্থ উপার্জন করবে ,,,,,, ধন্যবাদ ।
Printable View
আমি ছাড়া আমার পরিবারের অন্য কোনো সদস্য এখনো ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হয়ে পারিনি তবে আমি আশা করি খুব শীঘ্র আমার পরিবারের সদস্যরা এই ফরেক্স মার্কেটের সাথে যুক্ত হবে এবং অনেক ভালো অভিজ্ঞতা অর্জন করে ভালো অর্থ উপার্জন করবে ,,,,,, ধন্যবাদ ।
আমার পরিবারের আমি ছাড়া অন্য কেও ফরেক্স ট্রেডিং করে না।
আমার পরিবারে আমি ফরেক্স এ কাজ করছি।যেহেতু আমি নতুন ফরেক্স মার্কেটের যোগ দিয়েছি।তবে পরিবারের মানুষ কে শেখাচ্ছি একটু একটু করে। সাথে বন্ধুদের কে একাউন্ট খলে দিয়েছি।
আপনি যদি আমার জার্নাল পৃষ্ঠাগুলিতে ফিরে স্ক্রোল করেন তবে আপনি সেখানে প্রচুর ট্রেডিং স্টেটমেন্ট দেখতে পাবেন, এটি বিশ্বাস ও অন্য কিছুই নয়, এখানে আমি সিগন্যালের জন্য ক্লায়েন্ট পেতে লোকের দৃষ্টি আকর্ষণ করতে চাইনি তবে দেখিয়েছি যে ইনস্টাফরেক্স এবং এমটি ফোরামটি কীভাবে রয়েছে লোকদের জীবনযাপনের জন্য অর্থোপার্জনে সহায়তা করা। আপনি যদি এখানে সক্রিয় থাকেন তবে আমাকে বিশ্বাস করুন অনলাইনে উপার্জনের জন্য এখানে এবং চালকের কোনও দরকার নেই
আমার পরিবারে কেবলমাত্র আমি ফরেক্স করছি,কিছুদিন পর থেকে আমার ছোটভাই আর আমার ছোট বোন ও ফরেক্স করা শুরু করবে।ওরা এখনো আমার কাছ থেকে ফরেক্স শিখে ডেমোতে অনুশীলন করে যাচ্ছে।
যারা ভালভাবে চেষ্টা করে তারা একটু পরিশ্রম করলেই এটা অয়ত্তে চলে আসবে । আমি আমার পরিবারে মধ্য একমাত্র সদস্য যে কিনা ফরেক্স এর সাথে সম্পৃক্ত । কিন্ত আমি আমার পরিবারের অন্য সদস্যদের ফরেক্স শিখাতে আগ্রহবোধ করছি না কারণ আমি নিজেও এখনো ফরেক্স সম্পর্কে অনেক অজ্ঞ । তাই আমি চাই নিজে একজন দক্ষ ট্রেডার হতে পারলে আমি অন্য সদস্যদের ফরেক্স প্রশিক্ষণ দিব ।
আমার পরিবারে আমিই প্রথম ফরেক্স ট্রেডার তবে আমার আরো দুই ভাই আছে যারা অনলাইনে আউটসোর্সিং করে যদিও তারা এখনো ফরেক্সে আগ্রহী নয় তবে যদি আমি নিজেকে একটা ভালো পজিশনে দার করাতে পারি তাহলে অবশ্যই তাদেরকেও ফরেক্স সম্পর্কে আগ্রহী করে তুলবো।
আমার পরিবারে আমি ছাড়া আর কেউ ফরেক্স এ ট্রেডিং করে না। কারন আমি ছাড়া বাকি সবাই অন্যান্য পেশায় নিয়োজিত। আমি ছাত্র হওয়ায় আমি লেখাপড়ার পাশাপাশি এ কাজ করে থাকি। এতে আমার দৈনন্দিন জীবনের চলার খরচ মিটে যায়।তাছাড়া আমি এর থেকে অনেক জ্ঞান অর্জন করেছি।
আমার পরিবারে মধ্য একমাত্র সদস্য যে কিনা ফরেক্স এর সাথে সম্পৃক্ত কিন্ত আমি আমার পরিবারের অন্য সদস্যদের ফরেক্স শিখাতে আগ্রহবোধ করছি না কারণ আমি নিজেও এখনো ফরেক্স সম্পর্কে অনেক অজ্ঞ একজন নতুন ট্রেডার হলেও আমার পরিকল্পনা আছে যদি ভালভাবে ফরেক্স শিখে আমি এখান থেকে ভালো আউটপুট পায় তবে আমার পরিবারের অন্য সদস্যদেরও ফরেক্স শিখাব তবে আমি জানি যে এটা একটা স্বাধীন পেশা হিসেবে সবার পছন্দের শির্ষে থকাবে ।
জী না ভাই আমার পরিবারের কোন সদস্য ফরেক্স বিজিনেস এ ট্রেড করেনা,শুধু আমি এই বিজিনেস এ ট্রেডিং করে থাকি,কিন্তু আমার ফ্যামিলি আমাকে এই বিজিনেস করতে সহায়তা করে,তারা বলেছে যদি ভালো ভাবে এই বিজিনেস এ দক্ষ হতে পারি,তারা আমাকে ভালো ডিপোজিট করার অর্থ দিবে,তাই আমি ফরেক্স এ দক্ষ হবার জন্য চেষ্টা চালিয়ে যাছি,ফরেক্স বিজিনেস এ সফল হতে পারলে জীবনে অনেক অর্থ উর্পাজন করার সম্ভব আমি মনে করি।