ফোরাম পোস্টইং এর রুলস আছে ১৩৬৬ পিক্সেল এর দুই লাইন কমপক্ষে আমাদের লেখা হতে হবে। কিন্তু মোবাইল এ আমরা কিভাবে এটা নির্নয় করব তা আমার জানা নেই। আর তাছার আমরা কম্পিউটার এ দুই হাত দিয়ে টাইপ করতে পারি। কিন্তু মোবাইল এ দ্রুত টাইপ করা সম্ভব নয়।
Printable View
ফোরাম পোস্টইং এর রুলস আছে ১৩৬৬ পিক্সেল এর দুই লাইন কমপক্ষে আমাদের লেখা হতে হবে। কিন্তু মোবাইল এ আমরা কিভাবে এটা নির্নয় করব তা আমার জানা নেই। আর তাছার আমরা কম্পিউটার এ দুই হাত দিয়ে টাইপ করতে পারি। কিন্তু মোবাইল এ দ্রুত টাইপ করা সম্ভব নয়।
বর্তমানে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সুদু কম্পিওটার এর প্রয়োজন হই না।কারন এখন আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।হ্যাঁ তবে ভালোভাবে এনালাইসিস করার জন্য হইত কম্পিওটার এর প্রয়োজন হতে পারে।আর না হই আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে যদি মোবাইল থাকে তাহলে আমরা যেখানে ইচ্ছা সেখানেই ট্রেড করে আয় করতে পারব।
ফরেক্স শোকেস এক্সচেঞ্জ করার জন্য বর্তমানে পিসি নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। এখন থেকে আমরা বহুমুখী মাধ্যমে ফরেক্স বিজ্ঞাপন বিনিময় করতে পারেন। সত্যই, তবুও আমাদের শালীন পরীক্ষা করার জন্য পিসির প্রয়োজন হতে পারে। আমি বিনিময় করতে পারি যে কোনও জায়গাতেই আমরা যাই, আমাদের সাথে বহুমুখী ইভেন্টে সেই মুহুর্তে আমরা আমাদের যে কোনও স্থানের প্রয়োজন এবং বিনিময় করতে পারি acquire
মোবাইল দিয়ে ফোরামে পোস্ট করা শুধুমাত্র সম্ভবই নয়। বরং অনেকটাই সুবিধাজনক। যেকোনো সময় যেকোনো কাজের ফাঁকে মোবাইল দিয়ে পোস্ট করা সম্ভব যেমনটা কম্পিউটারে সম্ভব নয়।
মোবাইল থেকে পোস্ট করা অত্যন্ত বিরক্তিকর এবং টাইপিঙের গতি হয় অনেক মন্থর ফলে একটি বড় তথ্যবহুল পোস্ট করার প্রয়োজন হলে সেটি লিখতে গেলে বিশেষ করে বাংলায় তাহলে অনেক সময় দিতে হয় সাথে সাথে বানানের ভুল তো থেকেই যায় ।সুবিধা অনুযায়ী কেউ স্মার্ট ফোন ব্যবহার করে পোস্ট করে আবার কেউ কম্পিউটারের মাধ্যমেও পোস্ট করে থাকে। কম্পিউটার আসলে কিছুটা ভারী ডিভাইস। কিন্তু অন্যদিকে স্মার্টফোন যেকোনো জায়গায় বহন করা যায়। তাই আমি স্মার্টফোনের মাধ্যমেই ফোরামে পোস্ট করে বেশি সাচ্ছন্দ্যবোধ করে থাকি।
ফোরাম পোস্টইং এর রুলস আছে ১৩৬৬ পিক্সেল এর দুই লাইন কমপক্ষে আমাদের লেখা হতে হবে। কিন্তু মোবাইল এ আমরা কিভাবে এটা নির্নয় করব তা আমার জানা নেই। আর তাছার আমরা কম্পিউটার এ দুই হাত দিয়ে টাইপ করতে পারি। এখন পর্যন্ত আমি কোনো সমস্যার সম্মুখীন হয়নি। আশা করছি সামনের দিনগুলোতেও কোনো সমস্যার সৃষ্টি হবে না।
বর্তমানে ফরেক্স মার্কেট এ ট্রেড করার জন্য সুদু কম্পিওটার এর প্রয়োজন হই না।কারন এখন আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।হ্যাঁ তবে ভালোভাবে এনালাইসিস করার জন্য হইত কম্পিওটার এর প্রয়োজন হতে পারে।আর না হই আমরা মোবাইল এর মাধ্যমে ফরেক্স মার্কেট এ ট্রেড করতে পারছি।আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে যদি মোবাইল থাকে তাহলে আমরা যেখানে ইচ্ছা সেখানেই ট্রেড করে আয় করতে পারব।
ভাই, মোবাইল থেকে আমরা খুব সহজেই ফোরাম পোস্ট করতে পারি । কারণ আমরা যখন বাইরে বের হই তখন কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে বের হতে পারি না, কিন্তু মোবাইল আমাদের কাছে সব সময় থাকে । তাই আমরা যদি মোবাইলের মাধ্যমে ফোরাম পোস্টিং করি তাহলে আমি মনে করি সেটা অনেক ভালো এবং কোয়ালিটি সম্পন্ন হবে । সত্য কথা বলতে কি আমি আমার পোষ্টের ৯০% পোস্টে মোবাইল দিয়ে করি আর বাকি টেন পার্সেন্ট করি লাপটপ দিয়ে । তাহলে বুঝতে পারছেন মোবাইল দিয়ে পোস্ট করা কত সহজ !
মোবাইল থেকে ফোরামে পোস্ট অবশ্যই করা যাবে। তবে আমি অনেক সময় মোবাইল থেকে ফোরামে পোস্ট করতে গিয়ে দেখেছি এতে বেশ সময় ব্যয় হত। বাংলা লিখতে বেশ সময় লাগে মোবাইলে। কারণ কম্পিউটার বা ল্যাপটপে যত সহজে বাংলাটা লেখা যায় তত সহজে মোবাইল থেকে লেখা যায় না। আবার অনেক অক্ষর লিখতে ও সমস্যা হয়। এজন্য মোবাইল অপেক্ষা ল্যাপটপ বা কম্পিউটারের মাধ্যমে ফোরামের পোস্টগুলি লিখলে সুবিধা হয়। তবে উপায় না থাকলে একটু কষ্ট করে মোবাইল থেকেই লিখতে হবে। ধন্যবাদ।
"Life is short but Art is long" তাই ফোরামে যোগ দিতে-------
https://forex-bangla.com/forum.php?referrerid=90821
আসলে ফরেক্স এ মোবাইল ও কম্পিউটার দিয়ে করা যায়। মোবাইল এ ফরেক্স ফোরাম এ করা যায় কিন্তু আমি মোবাইল দিয়ে ফরেক্স ফোরাম এ পোস্ট করি না। আমি কম্পিউটার এ ফরেক্স ফোরাম করে থাকি। এতে আমার অনেকটা সুবিধা হয়। এবং নিজেকে প্রফেশনাল ট্রেডার বলে মনে হয়। এছাড়া কম্পিউটার এ টাইপ করতে অনেকটা সুবিধা হয় যেটা মোবাইল এ হয় না। তাই আমি ফরেক্স ফোরাম কম্পিউটার এ কারে থাকি।