আমি মনে করি যারা নতু তাদের সব চাইতে কম লট নিয়েই সব সময় ট্রেড করা উচিৎ। আমি সব সময় ০.০১ লট নিয়ে ট্রেড করি। আমি মনে করি কম কম করেই শিখা ভালো। লাভ ওকম কম ই করা ভালো। এতে করে লোভ ব্যাপার টা থেকে আমি অনেক টাই দূরে থাকতে পারবো
Printable View
আমি মনে করি যারা নতু তাদের সব চাইতে কম লট নিয়েই সব সময় ট্রেড করা উচিৎ। আমি সব সময় ০.০১ লট নিয়ে ট্রেড করি। আমি মনে করি কম কম করেই শিখা ভালো। লাভ ওকম কম ই করা ভালো। এতে করে লোভ ব্যাপার টা থেকে আমি অনেক টাই দূরে থাকতে পারবো
একটা সত্যি কথা হল আপনি আপনার ট্রেডিং এ যত কম ভলিউম ব্যবহার করবেন সেটাই ভাল আর সেটা আপনি নতুন ট্রেডার হন বা পুরাতন ট্রেডার হন । ফরেক্স মার্কেটে যদি কম রিস্ক নিয়ে অর্থ উপার্জন করতে চান সেক্ষেত্রে অল্প ভলিউম ছাড়া ফরেক্স মার্কেটে ট্রেড করার কোন বিকল্প নাই । তাই অল্প ভলিউম নিয়ে মানি ম্যানেজমেন্ট বুঝে ট্রেড করুন ফরেক্স থেকে আপনিও লাভ করতে পারবেন ।
নতুনরা ট্রেড করবে ০.০১ সেন্টের এর বেশি নয় কারন নতুন অবস্হায় ফরেক্সে টিকে থাকাই কষ্টকর আর লাভতো দুরের কথা। তাই বেশি লাভের কথা চিন্তা না করে যত কম রিস্ক নিয়ে ট্রেড করা যাবে ততোই ভালো হবে। বেশি লাভ করতে গেলে লস হয়ে যেতে পারে তখন আর ভালো করে মনোযোগ সহকারে ট্রেডিং শেখা সম্ভব হবে না।
আমি মনে করি নতুন অবস্থাতে ট্রেডারদের ফরেক্স ট্রেডিং মার্কেটে ০.০১ থেকে শুরু করে ০.১০ লট এর মধ্যে সীমাবদ্ধ থেকে ট্রেড ওপেন করা ভালো । তাতে করে তারা যেমন লাভ করতে পারলে ও অল্প লাভে সন্তুষ্টি থাকতে পারবে তেমনি করে তাদের একাউন্ট জিরো হওয়ার হাত থেকে রক্ষা পাবে । আর সবথেকে বড়ো কথা হলো তারা ছোট ছোট লটে ট্রেড ওপেন করে তাদের ট্রেডিং দক্ষতা ও পাকাপোক্ত করে তুলতে পারবে,,,,, ধন্যবাদ ।
Suriya Sultana Hira, নতুন হিসেবে আসলে ০.১০ লট পর্যন্ত যাওয়াটা উচিৎ ই না একদম। আমার মনে হয় ০.০৫ লট পর্যন্ত ই সীমাবদ্ধ থাকা উচিৎ নতুন অবস্থায়। ব্যাক্তিগত ভাবে আমি বলব যে আমার একাউন্ট শূন্য হবার পেছনে লট সাইজের অনেক বড় একা ভূমিকা ছিলো । যত বেশি লট সাইজ হবে ট্রেড লসে থাকলে তত দ্রুত ই ব্যালেন্স জিরো হয়ে যাবে
আমি মনে করি লট নির্ভর করে তার ব্যালেন্সের উপর । কেউ যদি ব্যালেন্স ১০০০০$ রাখে তার লট ০.০১ হলো বোকামি। আবার কারো এ্যাকউন্টে যদি ১০০০$ থাকে এবং সে যদি লট ১.০০ নেয় সেটা হবে আরো বেশি বোকামি। তাই আমি বলব প্রত্যেকের ব্যালেন্সের উপরেই নির্ভর করে তার লট এর পরিমান । তবে হ্যা, আমি বলব প্রত্যেক ট্রেডারকে, যেন সমপরিমাান লটই ব্যবহার করে। একটি ট্রেড ০.১০ আবার পরেরটি ০.৫০ লটে , এটা করা ঠিক হবে না। আপনি সমান লটে ট্রেড করুন । তাতেই বোঝা যাবে আপনার দক্ষতা।
এবিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
নতুন দের উচিত আগে ডিমো ট্রেডিং এ সময় দেওয়া। কারন আপনার দক্ষতার উপরে নির্ভর করবে আপনি কতো ভলিউম দিয়ে ট্রেড নিবেন। তবে আমার মতে বেলেন্স অনুযায়ী ভলিউম সেট করুন। কারন মানিমেনেজমান্ট না করে ট্রেড নিলে ঝুঁকি ১০০%। তাই ভালো করে টেকনিকালি এনালাইসিস ফান্ডামেন্টাল এনালাইসিস আর সেন্টিমেন্টাল এনালাইসিস কাজে লাগিয়ে ট্রেড নিতে হবে।
ভলিউমটা নির্ভর করে সাধারণত মূলধনের উপর। আর এটার অসংগতি দেখা দিয়ে আপনি খুব সহজেই আপনার সমস্ত মূলধন লস করে দিতে পারেন। তাই সব সময় মানি ম্যানেজমেন্ট অনুসরণ করে আপনার লট নির্ধারণ করুন। শুধুমাত্র মানি ম্যানেজমেন্ট এর মাধ্যমেই সে জানতে পারবে তার কত ভলিউম নিয়ে ট্রেড করা উচিত বা করতে হবে। যদি ভুল ভলিউম নিয়ে কেউ ট্রেড করে তাহলে সে কখনই এই মার্কেটে বেশিদিন টিকে থেকে ট্রেড করতে পারবে না।
একজন নতুন ট্রেডার কত ভলিউম দিয়ে ট্রেড ওপেন করবে এটা নির্ভর করবে তার একাউন্টের ব্যালেন্স এর উপর। অর্থাৎ যদি তার একাউন্টে ব্যালেন্স অনেক বেশি হয়ে থাকে তাহলে সে সেই অনুযায়ী বেশি ভলিউমে এ ট্রেড ওপেন করতে পারবে ঠিক তেমনি যদি তার একাউন্টের ব্যালেন্স কম হয়ে থাকে তাহলে তাকে সেই অনুযায়ী কম ভলিউমে ট্রেড ওপেন করতে হবে। এক্ষেত্রে বলা যায় যদি কোন ট্রেডারের একাউন্টের ব্যালেন্স 100 ডলার হয় তাহলে আমার মতে তার সর্বোচ্চ 0.1 ভলিউমে নিয়ে ট্রেড ওপেন করা উচিত হবে।তাহলে আশা করা যায় যে যদি কখনো তার ওপেন করার ট্রেড তার বিপরীত দিকে চলে যায় তাহলেও তার বড় ধরনের রসের সম্মুখীন হতে হবে না বরং পরবর্তীতে মার্কেট ট্রেন্ড পরিবর্তন করে তার পজিটিভ দিকে যাবে এবং সে প্রফিট সহকারে ট্রেড ক্লোজ করতে পারবে।
আপনার যদি স্ট্যান্ডার্ড একাউন্ট হয় তবে নতুন অবস্থায় ০.০১ লট নিয়ে ট্রেড করতে পারেন। আর যদি সেন্ট একাউন্ট হয় তবে ০.১-০.৫০ পর্যন্ত ট্রেড নিতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনি কত লটে ট্রৈড নিবেন সেই বিষয়টি ব্যালেন্সের উপর নির্ভর করে।