-
হ্যাঁ ফরেক্স অবশ্যই লাভজনক ব্যবসা এবং এখান থেকে অতি অল্প সময়ে খুব ভালো পরিমাণে প্রফিট করা সম্ভব। তবে সবাই ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারে না যার ফলে সবার পক্ষে এখান থেকে ধনী হওয়া সম্ভব নয়।ফরেক্স মার্কেটে ব্যবসা করে মূলত তারাই লাভবান হতে পারে যারা ফরেক্স সম্পর্কে প্রপার শিক্ষায় শিক্ষিত, অভিজ্ঞ ও দক্ষ।অর্থাৎ যখন একজন ট্রেডার ফরেক্স এর খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেকে দক্ষ ও অভিজ্ঞ ট্রেডার হিসেবে গড়ে তুলতে পারে এবং সেই দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সঠিকভাবে মার্কেট এনালাইসিস করে মানি ম্যানেজমেন্ট মানার মাধ্যমে ফরেক্স মার্কেটে ট্রেডিং করে থাকে তখনই সে এখান থেকে লাভবান হতে পারে। ফলশ্রুতিতে অতি অল্প সময়ের মধ্যে খুব ভাল প্রফিট করার মাধ্যমে ধ্বনি হিসেবে পরিচিতি লাভ করতে পারে।
-
ফরেক্স অবশ্যই লাভজনক ব্যাবসা । যে কোন ব্যাবসা করতে হলে ভালো ভাবে যেমন অভিজ্ঞতা নিতে হয়। ঠিক তেমনি ফরেক্স এ যদি ভাল ভাবে অভিজ্ঞতা নেওয়া যায় তাহলে আমাদের মনে হবে সত্যি ফরেক্স অধিক লাভজনক ব্যাবসা । ফরেক্স এর মার্কেট এ আমরা চাইলে অনেক টাকা ইনকাম করতে পারি । সে জন্য ফরেক্স এর ব্যাপারে আমাদের অনেক অভিজ্ঞতা জানা থাকা চাই ।
-
ফরেক্স ট্রেডিং অবশ্যই একটি লাভজনক ব্যাবসা তার জন্য যে ফরেক্স ট্রেডিং ভাল বুঝে এবং নিজের জ্ঞান বুদ্ধি খাটিয়ে এটিকে ভাল ভাবে নিজের মধ্যে রপ্ত করতে পেরেছে। একটি কথা বলতে হয় ফরেক্স সবার জন্য না যদি আপনি ফরেক্স থেকে বেশী ইনকাম করার জন্য আসেন তাহলে আপনি লস করবেন।
-
হ্যা ফরেক্স ট্রেডিং এ যদি আপনার ভাল অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনিও ফরেক্স থেকে ভাল লাভ করতে পারবেন।এটা এমন একটা ব্যাবস্যা যার সঠিক ব্যাবহারে আপনি অধিক লাভবান হতে পারবেন।কিন্তু তা করতে হলে আপনাকে ফরেক্স সম্পরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে নিজেকে দক্ষ করতে হবে,তাহলে সফল হতে পারবেন।
-
আমার মতে ফরেক্স ট্রেডিং একটি লাভজনক ব্যাবসা। ফরেক্স সম্পর্কে ভাল করে জানতে হবে। এখন যদি ফরেক্স ট্রেডিং করলেই প্রফিট লাভ করা যায় এই মন নিয়ে দক্ষতা এবং অভিজ্ঞতা ছাড়াই ট্রেড শুরু করেন তা হলে অবশ্যই লস করবেন । একজন দক্ষ ড্রাইবারের উপর তেমনি একটা ব্যবসার লাভজনকতা নির্ভর করে ব্যবসার পরিচালকের উপর । ফরেক্স এমন একটা ব্যবসা এখানে ব্যবসার সকল লাভ ক্ষতি নির্ভর করে ট্রেডারের দক্ষতার উপর । একজন ট্রডার যত বেশি দক্ষ হবে সে ট্রেডার তার দক্ষতার যথার্থ প্রয়োগের মাধ্যমে ভালো আয় করতে পারবেন । তাই টাকার পেছনে না ছুটে দক্ষতা অর্জনের জন্য চেষ্টা করেন ।
-
হ্যা ফরেক্স ট্রেডিং এ যদি আপনার ভাল অভিজ্ঞতা থেকে থাকে তাহলে আপনিও ফরেক্স থেকে ভাল লাভ করতে পারবেন।এটা এমন একটা ব্যাবস্যা যার সঠিক ব্যাবহারে আপনি অধিক লাভবান হতে পারবেন।কিন্তু তা করতে হলে আপনাকে ফরেক্স সম্পরকে অনেক জ্ঞান অর্জন করতে হবে নিজেকে দক্ষ করতে হবে,তাহলে সফল হতে পারবেন।
-
Of course, a good learning can help us in forex trading, especially when we learn to live trading directly. Because the study live trading then we learn in an environment that is really real, we use real money, we are also a real loss, so with this reality will require us to learn in the best possible in forex trading. learning is better than earning if anyone wants to earn in forex market then he must learn without learning it is not possible to earn because Forex trading is a business not a games you don't need to use any kind of luck you need to understand the market and different indicators.
-
আমি মনে করি এটি ঠিক আছে। আমাদের ফোরামের বেশিরভাগ পোস্টার আসলে তাদের প্রতিদিনের ভিত্তিতে ইংরেজি ব্যবহার করে না। তারা এই ফোরামে কেবল ইংরেজী ব্যবহার করলে আমিও অবাক হব না। এই ধরণের মামলার জন্য আমি মনে করি যদি আপনি সম্পূর্ণরূপে আবর্জনা বাক্যের মতো খারাপ মানের পোস্টের গুরুতর কেস না দেখেন যা আপনি এগুলি থেকে বের করে দিতে না পারেন তবে এটি মডারেটরের কাছে রেখে দেওয়া ভাল। তবে ন্যায়সঙ্গত হওয়ার জন্য আপনাকে সেই সদস্যের অন্যান্য পোস্টটিও পরীক্ষা করে দেখতে হবে। যদি তাঁর অন্যান্য পোস্টের বেশিরভাগই বাজে কথা হয় তবে আপনি সেগুলি জানাতে পারেন। আপনি যদি অন্য পোস্ট চেক না করেন তবে আমি কেবল একটি পোস্টিংয়ের প্রতিবেদন করা থেকে বিরত থাকব কারণ এটি তার একমাত্র খারাপ পোস্ট হতে পারে।
-
হ্যা ফরেক্স বিজনেস অনেক লাভ জনক ব্যবসা তবে ফরেক্স মার্কেট যেমন লাভ করা যায় তেমনি লস ও হতে পারে তবে আপনে যদি ফরেক্স বিজনেস অনেক ভাল করে শিখে তারপর ট্রেড করেন তাহলে লসের চেয়ে প্রফিট অনেক বেশি হবে।তাই আমার মতে রিয়েল ট্রেড করার আগে ফরেক্স মার্কেট অনেক বেশি পড়াশুনা করা উচিত আর ডেমোতে কমপক্ষে ৫-৬ মাস প্রাকটিস করা প্রয়োজন।
-
ফরেক্স অধিক লাভজনক ব্যবসা। অন্যান্য ব্যবসায়ের তুলনায় ফরেক্স অত্যন্ত জটিল একটা ব্যবসা। কিন্তু তারাপরও অনেক বেশি লঅভ করা যায় এই মার্কেটে থেকে। আপনার যেমন আয়ে সম্ভাবনা রয়েছে তেমনি লস করার সম্ভাবনা ও রয়ছে। ফরেক্স একটি অনিশ্চিত মুদ্রা বাজার। এখানে ১০০% প্রফিট করা যায় না। গড়ে লাভ করতে হয়। অর্থাৎ লাভ এবং লস মিলিয়ে লাভ করতে হয়।