লস হওয়ার ৭টি কারণ । যথা: ১. ফরেক্স সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকা , ০২.মার্কেট এ্যানালাইসিস করতে না পারা, ০৩.মানি ম্যানেজমেন্ট না বুঝা, ০৪.মার্কেট ট্রেন্ড ধরতে না পারা, ০৫.টেক প্রফিট-স্টপ লস এবং লট/ভলিউম সেট করতে না পারা, ০৬.ভাল ট্রেডিং পরিকল্পনা গ্রহণ করতে না পারা ৭.মানবিক গুণাবলী যথা- নিজেকে লোভমুক্ত, ধৈর্য্যধারণ, আবেগ নিয়ন্ত্রণ ইত্যাদি অর্জন করতে না পারা। এই ৭টি সমস্যার সমাধান করতে না পারলে কেউ ফরেক্সে সফল হওয়া অসম্ভব ।