আমি একজন নতুন ট্রেডার তাই এখনো ডেমোতে ট্রেড করে প্রশিক্ষণ নিচ্ছি ফরেক্সের উপর । ফরেক্স মার্কেটে আমি মনে করি যে সফল হওয়া নির্ভর করে অামরা লাভ করছি কিনা তার উপর ! তবে লাভটা মাঝে মাঝে নয় বরং যে ধারাবাহিকভাবে লাভ করতে পারে সেই হল আসল ফরেক্স প্রফেশনাল ।
Printable View
আমি একজন নতুন ট্রেডার তাই এখনো ডেমোতে ট্রেড করে প্রশিক্ষণ নিচ্ছি ফরেক্সের উপর । ফরেক্স মার্কেটে আমি মনে করি যে সফল হওয়া নির্ভর করে অামরা লাভ করছি কিনা তার উপর ! তবে লাভটা মাঝে মাঝে নয় বরং যে ধারাবাহিকভাবে লাভ করতে পারে সেই হল আসল ফরেক্স প্রফেশনাল ।
আমি ফরেক্স এর একজন নতুন ট্রেডআর মাত্র ছয় মাস হবে আমি ফরেক্স ট্রেড করি ফরেক্স এ আমার ইনভেস্ত কম থাকায় আমি ছোট লটের ট্রেড ওপেন করি। ফরেক্স এ আমি শর্ট টাইম ট্রেড করি তাই আমার প্রতিদিন গড় প্রফিত হয় চার থেকে পাঁচ ডলার এছাড়াও মাজে মধ্যে ছয় ডলার এর বেশি ও প্রফিত করতে পারি।
আমি ফরেক্স এর সাথে ছয় মাস যাবত কাজ করছি,পাশাপাশি ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করে নিজেকে আরও দক্ষ ও অভিজ্ঞ করে তোলার চেষ্টা করছি, এই সময়ের মধ্যেও আমি ফরেক্স ট্রেডিং করে 250 প্লাস ডলারের মতো প্রফিট করতে পেরেছি, এই অল্প সময়ের মধ্যে এই পরিমাণ প্রফিটে আমি অনেক বেশি সন্তুষ্ট।কারণ খুব ভালোভাবে ফরেক্স সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য 6 মাস থেকে 1 বছর সময় লেগে যায়, সেখানে এই সময়ের মধ্যে আমি ফরেক্স থেকে আয় করতে সক্ষম হয়েছি,তবে আমার ওপেন করার সবগুলো ট্রেড থেকেই যে আমি প্রফিট করতে পারি এটা ঠিক নয়,অনেক ট্রেড আছে যেখান থেকে প্রফিট করতে পারেনি বরং লস হয়েছে,কিন্তু আমি লাভের পাশাপাশি লস কেউ স্বাভাবিকভাবে মেনে নিয়েছি এবং কি কারনে লস হয়েছে সে কারণগুলো খুঁজে বের করে নিজেকে ওই বিষয়গুলোতে শুধরে নেয়ার চেষ্টা করছি, এবং আশা করছি এই বিষয়গুলোতে যদি আমি সচেতন হতে পারি তাহলে ভবিষ্যতে ফরেক্স থেকে খুব ভাল প্রফিট করতে পারব।
আমি একজন নতুন ট্রেডার। ৮-১০ দিন হবে আমি মাত্র রিয়েল ট্রেড শুরু করেছি। আমি গত সপ্তাহে এক লটেই ১২ ডলার লস করে ফেলি। এখন আর রিস্ক নিচ্ছি না, রিস্ক না নিয়ে এখন আমি অল্প লাভ করতেছি। একটা ট্রেডে ১০-৫০ সেন্ট লাভ হলেও কোজ করে দিচ্ছি। গড়ে আমি ধরতে পারি যে আমার লাভ ৫০ সেন্ড প্লাস ই হয়। আশা করি আমি দিনে এটা ১-২ ডলারে আনবো ইনশাআল্লাহ্*
আমাদের জানা উচিত যে আজকাল সহজ কিছু নেই বিশেষত যদি এটি অর্থ উপার্জনের সাথে প্রাসঙ্গিক হয়। ফরেক্স হ'ল একটি লাভজনক অনলাইন ব্যবসা যা সে যদি কেউ গুরুত্ব সহকারে নেয় এবং ফরেক্স ট্রেডিংয়ের দরকারী জ্ঞান শেখার জন্য যথাসাধ্য চেষ্টা করে তবে তার পক্ষে উপযুক্ত হতে পারে। ডেমো অ্যাকাউন্টে ট্রেডিংয়ের অনুশীলনে যখন নতুনরা তাদের সময় এবং প্রচেষ্টা বিনিয়োগ করে, তারা আরও অভিজ্ঞ এবং আরও আত্মবিশ্বাসী হবে। সুতরাং, তারা সফলভাবে যে কোনও সমস্যা পরিচালনা করবে।
মূলত ফরেক্সে রং টাইমফ্রেমে ট্রেড করি যার ফলে সব সময় আমার পক্ষে এখান থেকে প্রতিদিন প্রফিট লাভ করা সম্ভাব হয় না কখনও প্রতিদিন এখান থেকে প্রফিট হয় আবার কখনও দুই তিনদিন পর পর প্রফিট হয় তবে সব মিলিযে যদি গড়ে হিসাব করি তা হলে প্রতিদিন একান থেকে দুই তিন ডলার আমার আয় হয়।
আসলে আমি ফরেক্স মার্কেটে নতুন একজন ট্রেডার । তাই মার্কেট সম্পর্কে আমার অভিজ্ঞতা খুবই কম । অধিকাংশ ট্রেডেই আমি লস করে থাকি । ফরেক্স মার্কেট থেকে প্রতিদিন আয় করা নতুন ট্রেডার হিসেবে অনেক কষ্ট সাধ্য ব্যাপার । আমার দিনপ্রতি গড় আয় নেই বললেই চলে ।
আমি একজন নতুন সদস্য এখনো এই মাসের বোনাস পেতে পারি নি যার জন্য এখনো কোনো ট্রেডিং করেনি এবং ট্রেডিং না করার কারণে আমার এখনো কোন প্রফিট হয়নি। আশা করি করে সামনের মাসে আমি ট্রেডিং করে প্রফিট করব।
আমি এই ফরেক্স মার্কেটে নতুন । আমি এই ফরেক্স মার্কেটে ২০১৯ সালের অক্টোবর মাসে জয়েন্ট করেছি এবং ২০১৯ সালের ডিসেম্বর মাসে সর্বপ্রথম ফরেক্স রিয়েল মার্কেটে ট্রেড ওপেন করি । প্রথম অবস্থায় ভালো অর্থ প্রফিট করতে পেরেছিলাম কিন্তু পরবর্তীতে আমি সেই প্রফিট অর্থ সহ ডিপোজিট করা অর্থের অনেকটা লচের সম্মুখীন হয় । আমি এখনো পর্যন্ত সেই লচ রিকোভার করতে পারিনি,,, তবে চেষ্টা চালিয়ে যাচ্ছি লচ রিকোভার করার,,,,, ধন্যবাদ ।
আমি ফরেক্স ব্যবসায় নতুন।আমি ফরেক্স ব্যবসায় এখুনো কোন প্রফিট করতে পারিনি।ফরেক্স ব্যবসায় আমি শুুধু লস করি এখুনো কোন লাভের মুখ দেকতে পাইনি।তবে আশা ছারিনি। ফরেক্স ব্যসাকে আমি আমার পেশা হিসেবে নিতে চাই।