-
আমি প্রফিট করা ডলার আমার নেটলার একাউন্টে ট্রান্স ফার করি। সেখান থেকে আমি কাউকে ডলার দিয়ে ক্যাশ টাকা নিয়ে নেই আবার ব্যাংকের মাধ্যমেও টাকা উত্তোলন করি। আসলে যখন যেটা সুবিধা হয় তখন সেটাই করি। তবে বেশির ভাগ সময়েই অন্যের একাউন্টে ডলার ট্রান্সফার করি। কারন সবসময় তো আর খুব বেশি প্রফিট করতে পারি না। ল্প করে প্রফিট করি আর উইথড্র দেই।আমি এখনো পর্যন্ত লসই রিকভারি করে যাচ্ছি আগে প্রফিট করি তারপর না হয় ভাববো ব্যাংকের মাধ্যমে ডলার উত্তোলন করা যায় কি না।তবে আমি যতদুর জানি ব্যাংকের মাধ্যমে ডলার সরাসরি উত্তোলন করা যায় না।আপনাকে ৩য় কোনো পক্ষের সাহায্য নিতে হবে ডলার উত্তোলন করতে।
-
আমি ফরেক্স এর ডলার গুলো প্রথমে আমার নেটেলার একাউন্টে ট্রান্সফার করি এবং আমার সুবিধা অনুযায়ী মোবাইল ব্যাংকিং বা যে কোন ব্যাংক এর মাধ্যমে ক্যাশ করি। তবে অনেকে আবার পেপাল বা অন্য কোন মাধ্যমে ডলার গুলো ক্যাশ করে থাকেন। এখানে আপনি যে কোন মাধ্যমেই ডলার ক্যাশ করতে পারবেন এতে কোন সমস্যা নাই।