-
ফরেক্স মার্কেট একটি ব্যবসায় । তাই এখানে লাভ এবং লস দুটিই বিদ্যমান । ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে। একই ভাবে সেল নেয়ার পর মার্কেট যদি উপরে যায় তবে লস হবে আর নিচে গেলে লাভ হবে। একটি ট্রেড খোলার পরে যদি মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট সেই ট্রেডটির বিপরীতে চলে যায় তা হলে তখন লস হতে থাকে অপর দিকে মার্কেট ট্রেন্ড বা মুভমেন্ট যদি ঐ ট্রেডটির প্রতিকূলে অগ্রসর হতে থাকে তখনই আমরা প্রফিট লাভ করি। আর এই ভাবেই ফরেক্স থেকে আমরা লাভ বা লস করে থাকি।
-
ফরেক্স মার্কেট হচ্ছে এমন একটি মার্কেট যেখানে আন্তর্জাতিক বৈদেশিক মুদ্রা কেনা বেচা করা হয়ে থাকে। ফরেক্স মার্কেটে এই মুদ্রা ট্রেড করা হয়ে থাকে। ট্রেড দুই প্রকার। বাই ট্রেড ও সেল ট্রেড। এই দুই ভাবেই ট্রেড করে আপনি লাভ করতে পারেন। ধরুন আপনি ১.১০ রেটে ১১০০ ডলার দিয়ে ১০০০ ইউরো কিনলেন। আপনি যদি ওভিজ্ঞ বেক্তি হইয়ে থাকেন আপনার যদি কাজের অনেক অভিজ্ঞতা থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন।আবার অনেক সময় লস ও হতে পারে যদি আপনি সেটা না বুঝে ট্রেড করেন।
-
ফরেক্সে লসের প্রধান কারন হল পর্যাপ্ত আনাল্যসিস না করে ট্রেড নেওয়া। বাংলাদেশে প্রায় ৮০% ট্রেডার কোন প্রকার আনাল্যসিস না করে ট্রেড নিয়ে থাকে। এমনকি অনেক ট্রেডার আছে যারা জানেনা যে কিভাবে স্টপ লস বা টেক প্রফিট সেট করতে হয়। এই কারণে বেশিভাগ ট্রেডার লস করে থাকে। আপনি যদি ওভিজ্ঞ বেক্তি হইয়ে থাকেন আপনার যদি কাজের অনেক অভিজ্ঞতা থাকে তাহলে আপনি লাভ করতে পারবেন।আবার অনেক সময় লস ও হতে পারে যদি আপনি সেটা না বুঝে ট্রেড করেন।
-
মনে করেন আপনি ফরেক্স মার্কেট এ একটি ট্রেড করলেন।এখন আপনার ট্রেড টি যদি আপনার এনালাইসিস অনুযায়ী কাজ করে তাহলে আপনি ট্রেড করে লাভ করতে পারবেন।আবার আপনার ট্রেড টি যদি আপনার এনালাইসিস কে অনুস্মরণ না করে তাহলে আপনার লস হবে। তাই এই ভাবেই ফরেক্স মার্কেট এ আমরা লস করি।ফরেক্স মার্কেট এ আমরা আমাদের কিছু ভুল এর কারনে লস করি।ফরেক্স মার্কেট এ ট্রেড করার সময় আমরা যদি আমরা এনালাইসিস করে ট্রেড করি তাহলে আমরা ফরেক্স মার্কেট এ ট্রেড করে আয় করতে পারবো।
-
ফরেক্স মার্কেটে লাভ/লস হওয়ার সহজ কথা হল, যদি ফরেক্স মার্কেটের ট্রেড অনুকূলে থাকে তবে লাভ হয় আর প্রতিকুলে গেলে লস। অর্থাৎ জে পেয়ারে ট্রেড করবেন সেই পেয়ারে যদি আপনি বাই দেন এবং আপনার বাঈয়ের থেকে যদি পিপ্স ওপরে ওঠে তবে লাভ হবে। কিন্তু যদি বাই ধরার পর মার্কেট বাই থেকে নীচে নেমে যায় তবে লস হবে। সেল এর ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে লাভ/লস হয়ে থাকে।
-
ফরেক্স একটি আন্তর্জাতিক বিনিময় বাজার। এখানে মার্কেট হয় উপরের দিকে যায় নয়তো নিচের দিকে যায়। লাভ লস হওয়ার ব্যপার টা আপনার ট্রেড নেয়ার উপর নির্ভর করে। আপনি যদি বাই নেন তখন মার্কেট উপরে গেলে আপনার লাভ হবে আর নিচে গেলে লস হবে।আবার যদি মনে হয় আবার কারেন্সি পেয়ারের দাম কমতে পারে সেই সময় যদি সেল দেই তাহলে দাম আরো কমলে ক্লোজ করে দিলে আমাদের প্রফিট হয় এভাবে আমরা ফরেক্স থেকে লাভ করে থাকি।
-
টেডিং এ অংশ নিলে লাভ লস হয়।সব ফরেক্স কোটেশনে ২ টি প্রাইস দেখান হয়। বিড এবং আস্ক। প্রায় সবক্ষেত্রে বিড প্রাইস, আস্ক প্রাইস থেকে কম হয়।
বিড হল এমন একটি প্রাইস যে দামে ব্রোকার কিউটো কারেন্সির পরিবর্তে বেস কারেন্সি কিনতে চায়। অর্থাৎ, সেল করার জন্য বিড হল সবচেয়ে ভাল প্রাইস,।বেস কারেন্সি হল বাই ও সেল এর মূল ভিত্তি। যদি আপনি eur/usd বাই করেন, তবে আপনি বেস কারেন্সি eur কিনছেন এবং একই সাথে কিউটো কারেন্সি usd বিক্রি করছেন। সহজ কথায়, eur কেনা, usd বিক্রি করা।
আপনি কারেন্সি পেয়ারটি বাই করবেন যদি আপনি বিশ্বাস করেন যে, কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি শক্তিশালী হবে। এর আপনি সেল করবেন যদি আপনি মনে করেন কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি দুর্বল হয়ে যাবে,
-
প্রথমত আপনি যদি অভিজ্ঞতা না নিয়ে এই খানে আসেন তাহলে আপনি লস দিবেন , আর দ্বিতীয়ত আপনি যদি বেশি লোভ করেন , আর তিন নাম্বার হচ্ছে আপনি যদি কারেঞ্চি সম্পর্কে ভালো করে না জানেন । লাভ করতে হলে আওি সব ভালো ভাবে জানতে হবে । আমরা সবাই জানি যে ফরেক্স ব্যবসাতে লাভ ও লস আছে । শুধু ফরেক্স ব্যবসাতে নয় সব ব্যবসাতে লাভ ও লস আছে । আমি মনে করি ফরেক্স ব্যবসা শুধু বাই ও সেল দেওয়া । কিন্তু লাভ ও লস হওয়ার কারন হলো দিলাম বাই কিন্তু ট্রেন্ড গেলো নিচে । তখন তো লস হবে ।
-
আপনি যদি গরেক্স মাত্রকেটে কোন ট্রেড ওপেন কতেন আর যদি এটা বায় হয় আর আপনার কেনা দামের ছেয়ে বেশি হিলে লাভ হবে আর যদি দাম কমে যায় তবে আপনার লস হবে। তাই ট্রেড করার আগে আপিনাই ভাল করে এনালাইসিস করে ফরেক্স মার্কেটে ট্রেড করাই মনে করি অনেক ভাল।
-
আপনি কারেন্সি পেয়ারটি বাই করবেন যদি আপনি বিশ্বাস করেন যে, কিউটো কারেন্সির তুলনায় বেস কারেন্সি শক্তিশালী হবে। এর আপনি সেল করবেন যদি আপনি মনে করেন। তার মানে আপনি চাচ্ছেন বেস কারেন্সির দাম কমে যাক এবং আপনি সেটা কিনবেন আরও কম দামে। ট্রেডারদের ভাষায় একে বলে শর্ট (short) অথবা শর্ট পজিশন নেয়া।