ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে লাভ করেছে এরকম বহুত ট্রেডার রয়েছে এবং আমার ফোরামে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা প্রায় সকলেই কমবেশি প্রফিট করতে পেরেছে। যদিও আমি এখনো পারিনি তবে চেষ্টা করে যাচ্ছি যাতে একটা ভালো এমাউন্টের প্রফিট করতে পারি।
Printable View
ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে লাভ করেছে এরকম বহুত ট্রেডার রয়েছে এবং আমার ফোরামে যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন তারা প্রায় সকলেই কমবেশি প্রফিট করতে পেরেছে। যদিও আমি এখনো পারিনি তবে চেষ্টা করে যাচ্ছি যাতে একটা ভালো এমাউন্টের প্রফিট করতে পারি।
আমি গত মাসে শুরু করি এই বাংলাদেশ ফরেক্স ফোরামে কাজ করা । অার আমার জীবনের প্রথম ফরেক্স সম্পর্কিত কার্যবলি এই ফোরামের হাত ধরেই হয়েছে । তাই আমি মনে করি যে ফরেক্স মার্কেটে আমরা যারা নতুন ট্রেডার আসি তাদের জন্য এই বাংলা ফোরামটা একটা আশির্বাদস্বরুপ । আর আমি বাংলা ফোরামে গত মাসে যে চল্লিশ ডলার করেছি তা দিয়ে আস্তে আস্তে কাজ করছি । যদিও আমি নতুন বলেই লসের পরিমাণ অনেক বেশি । যা হয়ত ভাষায় প্রকাশ করা যাবে না ।
লাভ করতে গেলে বিশেষ কিছুর দরকার আছে বলে আমি মনে করি না এখানে যে কেউ লাভ করতে পারে যে ট্রেডিং জানে না তার জন্য ও লাভ করা সম্ভব তাই আমি বলব লাভের চিন্তা মাথা থেকে না ঝেড়ে ফেললে মার্কেট এ ঠিকে থাকা শক্ত হবে আমার ইচ্ছা হল ফোরামের ডলার বেশী বেশী আয় করার চেষ্টা করব তাহলেই আমরা সফল ব্যবসায়ী হতে পারব সুতরাং আমরা কখনো ফোরাম থেকে দূরে থাকব না তাহলে আমরা ফরেক্স ব্যবসা ভুলে যাব সুতরাং আপনারাও এই ব্যবসা করার জন্য ধৈর্য্য ধারণ করে ফোরাম করা শুরু করেন ।
আমি প্রথম মাসে ফোরাম থেকে পেয়েছিলাম ২৪ ডলার যা পরেরমাসে মোটামুটি অপরিবর্তিত ছিল। পরের মাসে আরও ৭৫ ডলার যোগ করি ফোরাম থেকে এখন একাউন্ট ব্যালান্স ১০০ ডলার হল। যখন ঐ একাউন্টটা ১৯০ ডলারের তখন মার্জিন কল খেলাম। পরের মাসে আরও ১০০ ডলার দিয়ে ট্রেড শুরু করে দেড়মাসে ১০৮০ ডলারে উন্নিত করলাম। এই গত সপ্তাহে ৭০০ ডলারের মত লস করে এখন একাউন্ট আবারও মৃত প্রায়।
হ্যাঁ অবশ্যই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে লাভ করা সম্ভব । কারন ফরামে অনেক পেজ আছে যেখানে পোস্ট করার মাধ্যমে অনেক বোনাস লাভ করা সম্ভব হয় । আর এই বোনাস দিয়ে সহজেই ফরেক্স মার্কেট এ ট্রেড দেয়া যায় এবং প্রফিট লাভ করতে পারা যায় । এটা ফোরামের থেকে পাওয়া অনেক বড় একটা সুবিধা বলে আমি মনে করি । তাই ফোরামের বোনাস দিয়ে সহজেই লাভ করতে পারা যায় ।
হ্যাঁ অবশ্যই ফোরামের বোনাস দিয়ে ট্রেড করে ফরেক্স মার্কেট থেকে লাভ করতে পারা যায় । কারন ফোরামে অনেক পেজ আছে যেখানে পোস্ট করলে বোনাস লাভ করা যায় । আর এই বোনাস দিয়ে সহজেই ফরেক্স মার্কেট এ নিজের কোন প্রকার ইনভেস্ট করা ছাড়াই ট্রেড করা যায় এবং এই ট্রেড করে যে লাভ করতে পারা যায় তা উত্তোলন ও করা যায় ।
ফোরাম থেকে পাওয়া পস্ট এর বোনাস দ্বারা ট্রেড করে আমরা অবশ্যই লাভ করতে পারি। এবং চাইলে সেই লভ্যাংশ উত্তোলন ও করতে পারি।
ফোরাম আমাদেরকে পোষ্টের মাধ্যমে বোনাসের ব্যবস্থা করে অনেক উপকার করেছে। যদিও এই বোনাস উত্তোলন করা যায় না। তবে এই বোনাস এর মাধ্যমে ট্রেড করে লভ্যাংশ উত্তোলন করা যায় এটাই কম কি?
ফোরামের বোনাস দিয়ে আমি লাভ করেছি। আর এই বোনাস এর মাধ্যমে ট্রেড করে লভ্যাংশ অর্জন করা কঠিন কিছুই নয়।
আমি নিজেই ২০১৮ সাল থেকে ফোরাম এ কাজ করছি এবং আমি অনেক ডলার ফোরাম থেকে বোনাস ও পেয়েছি,তা দিয়েই আই ট্রেড করছি ২ বছর ধরব,আমি আমার বোনাস থেকে প্রফিট করে অনেক বার টাকা উইথদ্র করেছি কোন রুপ সমস্যা ছাড়া,কিন্তু আপনি বোনাস কোন ভাবেই উইথড্র করতে পারবেন না,বোনাস উইথড্র করতে গেলে একাউন্ট ব্লক হবে।